বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: দ্বিতীয় দিনেও অল আউট করা গেল না ইংল্যান্ডকে, ৩৪৫ রানে এগিয়ে রুটরা
বড় রানের পথে জো রুট। ছবি: পিটিআই

IND vs ENG: দ্বিতীয় দিনেও অল আউট করা গেল না ইংল্যান্ডকে, ৩৪৫ রানে এগিয়ে রুটরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। হেডিংলেতে অবশ্য ভারতকে একেবারে কোণঠাঁসা করে দিয়েছে ইংল্যান্ড। দুরন্ত ছন্দ ব্রিটিশ ব্যাটসম্যানরা। রোরি বার্নস, হাসিব হামিদ, দাওয়িদ মালানরা অর্ধশতরান করেছেন। শতরান করেছেন রুট। ৩৪৫ রানে এগিয়ে ইংল্যান্ড। 

লিডসে প্রথম দিনের শুরুতেই জিমি অ্যান্ডারসন ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন। মাত্র ২১ রানে কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন। তার পর আর ভারত ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড সেখানে রানের পাহাড় গড়ে ফেলেছে। ভারত কি এই টেস্ট বাঁচাতে পারবে?

26 Aug 2021, 11:16:59 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসে ভারতের ৭৮ লজ্জার ৭৮ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করে ফেলেছে ইংল্যান্ড। ভারতের থেকে ৩৪৫ রানে এগিয়ে রয়েছে তারা। জো রুট ১২১ রান করেছে। ৭০ রান করেছেন দাওয়িদ মালান। ৬৮ রান হাসিব হামিদের। আর ৬১ করেছেন রোরি বার্নস। দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে অল আউট করতে পারেনি ভারত। স্বাভাবিক ভাবেই বিরাট কোহলি ব্রিগেড কিন্তু চাপে রয়েছে।

26 Aug 2021, 10:53:05 PM IST

স্যাম কারান আউট

১৫ করে আউট হলেন স্যাম কারান। সিরাজের বলে তাঁর ক্যাচ ধরেন ময়াঙ্ক আগরওয়াল (পরিবর্তে নামা)।  ৮ উইকেটে ৪১৮ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 10:32:23 PM IST

ইংল্যান্ডের ৪০০ রান

১২২ ওভারে ৪০০ রান করে ফেলল ইংল্যান্ড। ৭ উইকেট হারালেও ৩২২ রানে ভারতের থেকে এগিয়ে রয়েছেন জো রুটরা। ক্রিজে রয়েছেন স্যাম কারান এবং ওভাররটন।

26 Aug 2021, 10:17:41 PM IST

মইন আলি আউট

মাত্র ৮ রান করে জাদেজার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মইন আলি। ৭ উইকেট হারিয়ে ৩৮৩ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 10:13:03 PM IST

জো রুট আউট

১৬৫ বলে ১২১ রান করে শেষ পর্যন্ত বুমরাহর বলে বোল্ড হন জো রুট। তবে তিনি শতরান করে ইংল্যান্ডকে শক্তি জমিতে দাঁড় করিয়ে দিয়েছেন। ৬ উইকেট হারালেও ৩৮৩ রান করে ফেলেছে ইংল্যান্ড।

26 Aug 2021, 09:44:14 PM IST

বাটলার আউট

এবার বাটলারকে ফেরালেন সামি। ৭ রান করে ইশান্ত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জোস বাটলার। ৫ উইকেটে ৩৬০ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 09:38:14 PM IST

বেয়ারস্টো আউট

২৯ রান করে আউট হলেন বেয়ারস্টো। মহম্মদ সামির বলে বেয়ারস্টোর ক্যাচ ধরেন কোহলি। ১০৮ ওভারে ৪ উইকেটে ৩৫০ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 09:23:08 PM IST

ফের শতরান রুটের

চার মেরে শতরান পূরণ করেছেন জো রুট। এক ক্যালেন্ডার ইয়ারে জো রুট ইতিমধ্যে ছ'টি সেঞ্চুরি করে ফেলেছেন। ইংল্যান্ডের ৩ উইকেট হারিয়ে ১০৪ ওভারে ৩৩৫ রান।

26 Aug 2021, 08:51:21 PM IST

৩০০ পার করল ইংল্যান্ড

৯৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০১ করে ফেলেছে ইংল্যান্ড। ৮১ রানে অপরাজিত রয়েছেন জো রুট। মালান আউট হওয়ার পর জনি বেয়ারস্টো নেমেছেন।

26 Aug 2021, 08:49:26 PM IST

চা বিরতি

26 Aug 2021, 08:19:25 PM IST

মালান আউট

৭০ রান করে আউট হলেন মালান। মহম্মদ সিরাজের বলে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মালান। তবে ৮০ রান করে অপরাজিত রয়েছেন জো রুট। ৯৪ ওভারে ৩ উইকেটে ২৯৮ রান ইংল্যান্ডের। ২২০ রানের লিড রয়েছে ইংল্যান্ডের।

26 Aug 2021, 07:55:03 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৯০ ওভার: ২৮২/২

রুট ৭০ এবং মালান ৬৪ করে ফেলেছেন। লাঞ্চের পর আর কোনও উইকেট ভারত ফেলতে পারেনি। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮২ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 07:29:01 PM IST

মালানের অর্ধশতরান

৫০ করে ফেললেন মালান। তাঁর কামব্যাক সিরিজে দুরন্ত ছন্দে ব্রিটিশ তারকা। ইংল্যান্ডের ইনিংসে মোট ৪ ব্যাটসম্যান ইতিমধ্যে অর্ধশতরান করে ফেলেছেন।

26 Aug 2021, 07:18:33 PM IST

অর্ধশতরান জো রুটের

আরও একটি অর্ধশতরান করে ফেলেছেন জো রুট। ৫৪ রান করে ফেলেছেন রুট। মালান ৪০ রানে অপরাজিত রয়েছেন। ৮২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৯ রান ভারতের।

26 Aug 2021, 06:57:47 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৮০ ওভার: ২২৬/২

৪৫ রান করে ফেলেছে জো রুট। মালান ৩৬ রানে অপরাজিত রয়েছেন। ২ উইকেট হারিয়ে ৮০ ওভারে ২২৬ রান ইংল্যান্ডের।

26 Aug 2021, 06:26:56 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৭১ ওভার: ১৯৬/২

লাঞ্চের আগে ২ উইকেটি হারিয়েছে ইংল্যান্ডে। তবে মালান (২৮)-রুট (২৭) জুটিকে বেশ আত্মবিশ্বাসী লাগছে। বড় রানের লক্ষ্যের দিকে তারা এগিয়ে যাচ্ছে। ১৯৬ রান ইংল্যান্ড করেও ফেলেছে।

26 Aug 2021, 05:36:31 PM IST

লাঞ্চ বিরতি

লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮২ রান। ক্রিজে রয়েছেন মালান (২৭) এবং জো রুট (১৪)।

26 Aug 2021, 05:25:44 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৬৬ ওভার: ১৭০/২

সকাল থেকে ২ উইকেট হারালেও ইংল্যান্ড কিন্তু ১৭০ করে ফেলেছে। ভারতের থেকে ৯২ রানে এগিয়ে তারা। ক্রিজে রয়েছে মালান (২৬) এবং জো রুট (৩)।

26 Aug 2021, 05:12:34 PM IST

হামিদ আউট

অবশেষে আর এক ওপেনার হাসিব হামিদ ৬৮ করে আউট হলেন। তাঁক বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। ৬৩ ওভারে ২ উইকেটে ১৫৯ রান ভারতের। নেমেছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট।

26 Aug 2021, 05:04:06 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৬১ ওভার: ১৫৩/১

ইংল্যান্ড বড় রানের ইনিংসই গড়তে চলেছে।  রোরি বার্নসকে ফেরালেও হাসিব হামিদ (৬৮) আত্মবিশ্বাসের সঙ্গে খেলে চলেছেন। তাঁকে যোগ্য সঙ্গত করছেন মালান (১২)। ৬১ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৫৩।

26 Aug 2021, 04:33:18 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৫৫ ওভার: ১৪১/১

ইংল্যান্ড যে বড় রানের ইনিংস গড়তে চলেছে, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। রোরি বার্নসকে ফেরালেও হাসিব হামিদ (৬৮) আত্মবিশ্বাসের সঙ্গে খেলে চলেছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন মালান (৪)। ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৪১।

26 Aug 2021, 04:13:47 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস ৫০ ওভার: ১৩৫/১

ওভারের শেষ বলে বার্নসকে বোল্ড করেন মহম্মদ সামি। ৫০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান ইংল্যান্ডের। রোরি বার্নস আউট হওয়ায় নেমেছেন ডাওয়িদ মালান।

26 Aug 2021, 04:11:23 PM IST

রোরি বার্নস আউট

অবশেষে ইংল্যান্ডের ওপেনিং জুটিকে ভাঙলেন মহম্মদ সামি। ১৩৫ রান করেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি। বার্নস ৬১ করে বোল্ড হন।

26 Aug 2021, 04:02:13 PM IST

ইংল্যান্ডের প্রথম ইনিংস৪৮ ওভার: ১৩৩/০

৬ ওভার খেলা হয়ে গিয়েছে। কিন্তু ইংল্যান্ডের ওপেনিং জুটিকে ভাঙতে পারেনি ভারত। ৪৮ ওভারে ১৩৩ রান করে ফেলেছেন হাসিব হামিদ (৬৫) এবং রারি বার্নস (৬০)।

26 Aug 2021, 03:31:25 PM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হামিব হামিদ দুরন্ত ছন্দে রয়েছেন। ১২০ পার্টনারশিপ করে ফেলেছে। দ্বিতীয় দিনের প্রথম ওভারে ইশান্ত শর্মা বল করছেন। ভারত কি পারবে এ দিন শুরুতেই দ্রুত ওপেনিং জুটি ভাঙতে?

26 Aug 2021, 03:06:26 PM IST

ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত

26 Aug 2021, 03:06:26 PM IST

প্রথম দিনের শেষে ব্যাকফুটে ভারত

টসে জিতে ব্যাট করে ভারত ৭৮ রানেই অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিম হামিদ ইতিমধ্যেই অর্ধশতরানের গণ্ডি টপকে গিয়েছেন। হামিদের সংগ্রহ অপরাজিত ৬০ রান। বার্নস ৫২ রান করে অপরাজিত রয়েছেন। ৪২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১২০ রান। ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.