বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: দ্বিতীয় দিন মোট ১০ উইকেট পড়ল লর্ডসে, ভারত এখনও ২৪৫ রানে এগিয়ে
একই ওভারে পরপর দু' উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন মহম্মদ সিরাজ।

IND vs ENG: দ্বিতীয় দিন মোট ১০ উইকেট পড়ল লর্ডসে, ভারত এখনও ২৪৫ রানে এগিয়ে

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৮৮ রানে ভারতের ৭ উইকেট পড়ল ভারতের। ভারতের ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। লোকেশ রাহুল ১২৯ করে আউট হন। মাত্র ২ রান যোগ করেন তিনি। এ ছাড়া পন্তের ৩৭ এবং জাদেজার ৪০ রান বাদ দিলে বাকিদের পারফরম্যান্স হতশ্রী। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৯ রান।

ইংল্যান্ডের অ্যান্ডারসন নাকি চোটের জন্য অনিশ্চিত ছিলেন, তিনিই মোট ৫ উইকেট তুলে নিয়েছেন। প্রথম দিন ২টি নিয়েছিলেন, আর শুক্রবার নিলেন আরও ৩ উইকেট নেন। রবিনসন এবং মার্ক উড ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন মইন আলি। ভারতের ইনিংস ৩৬৪ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে ইংল্যান্ডও। মহম্মদ সিরাজ দু'টি এবং মহম্মদ সামি একটি উইকেট নিয়েছেন।

13 Aug 2021, 11:20:44 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

দ্বিতীয় দিনের শেষে ২৪৫ রানে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের আরও ৭ উইকেট হাতে রয়েছে। তার মধ্যে জো রুট ৪৮ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ক্রিজে রয়েছেন বেয়ারস্টো। রুটের উইকেট না ফেলতে পারলে ভারতের কিন্তু চাপ বাড়বে। ৩ উইকেটে ১১৯ রান ইংল্যান্ডের।

13 Aug 2021, 11:04:38 PM IST

ইংল্যান্ডের ইনিংস ৪৫ ওভার: ১১৯/৩

৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করে ভারত।  ৪৮ রানে অপরাজিত রয়েছেন জো রুট। বেয়ারস্টো সবে খাতা খুলেছেন। তিনি ৬ রান করেছেন

13 Aug 2021, 10:46:58 PM IST

বার্নস আউট

মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হল না। ৪৯ করে আউট হলেন রোরি বার্নস। মহম্মদ সামির বলে এলবিডব্লিউ হন তিনি। ৪২ ওভারে দলের রান ৩ উইকেটে ১১৪।

13 Aug 2021, 10:41:57 PM IST

শতরান করে ফেলেছে ইংল্যান্ড

৩৮ ওভারেই শতরান করে ফেলেছে ইংল্যান্ড। ২ উইকেটের ধাক্কা সামলে দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। রুট-বার্নস জুটির দাপটে ইংল্যান্ড ১০০ করে ফেলেছে। 

13 Aug 2021, 10:17:31 PM IST

ইংল্যান্ডের ইনিংস ৩৫ ওভার: ৯১/২

অর্ধশতরানের দিকে এগোচ্ছেন বার্নস। ৪৩ রান করে ফেলেছেন তিনি। জো রুটও ৩৩ রান করে ফেলেছেন। ২ উইকেট হারিয়ে ৯১ রান ইংল্যান্ডের। 

13 Aug 2021, 09:40:57 PM IST

অর্ধশতরান করে ফেলল ইংল্যান্ড

২৭তম ওভারে সিরাজের বলে তিমটে চার হাঁকিয়েছেন রোরি বার্নস। নিজে ৩১ রান করে ফেলেছেন। সঙ্গে ইংল্যান্ডকেও ৫০ রান পার করিয়ে দিয়েছেন। জো রুটের সংগ্রহ ১১। ২৭ ওভারে ২ উইকেটে ৫৪ রান ইংল্যান্ডের।

13 Aug 2021, 09:30:22 PM IST

ইংল্যান্ডের ইনিংস ২৫ ওভার: ৪১/২

দুই উইকেট হারালেও জো রুট (১১) এবং রোরি বার্নস (১৮) ২৫ ওভারে ৪১ রান করে ফেলেছে। এই জুটি না ভাঙতে না পারলে কিন্তু ভারতকে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে রুটকে ফেরাতে না পারলে ভারত চাপে পড়ে যাবে।

13 Aug 2021, 09:08:57 PM IST

ইংল্যান্ডের ইনিংস ২১ ওভার: ৩৫/২

২ উইকেট হারিয়ে ৩৫ রান করে ফেলল ইংল্যান্ড। জো রুট ১১ রান করেছেন। রোরি বার্নস ১২ রান করে ফেলেছেন।

13 Aug 2021, 08:43:22 PM IST

একই ওভারে সিরাজের জোড়া উইকেট

১৫তম ওভারে মহম্মদ সিরাজ পরপর দু'উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে কার্যত কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। ১৫ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে ইংল্যান্ড।

13 Aug 2021, 08:30:11 PM IST

টি ব্রেক

13 Aug 2021, 07:56:51 PM IST

ইংল্যান্ডের ইনিংস ১০ ওভার: ১৫/০

ইংল্যান্ডের দুই ওপেনারের সতর্ক শুরু। ১০ ওভারে তারা মাত্র ১৫ রান করেছেন। বার্নসের ৯ রান এবং সিবলের ৫ রান।

13 Aug 2021, 07:38:02 PM IST

ইংল্যান্ডের ইনিংস৫ ওভার: ৭/০

ইংল্যান্ড পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান করেছে।

13 Aug 2021, 07:20:11 PM IST

ইংল্যান্ডের ইনিংস শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করেছেন রোরি বার্নস এবং ডোম সিবলে।

13 Aug 2021, 07:18:25 PM IST

অ্যান্ডারসনের নজির

৩১তম বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন।

13 Aug 2021, 07:13:39 PM IST

প্রথ ইনিংসে ভারতের সংগ্রহ ৩৬৪ রান

প্রথম দিন ৩ উইকেটে ২৭৬ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। সেখানে থেকে দ্বিতীয় দিনে ১০০ রানও করতে পারল না ভারত। মাত্র ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে থাকল ভারত। এ দিন পন্তের ৩৭ এবং জাদেজার ৪০ রান বাদ দিলে বাকিদের পারফরম্যান্স হতশ্রী। রাহানে ১, মহম্মদ সামি ০, ইশান্ত ৮, বুমরাহ ০। টেল এন্ডারদের কথা যদি বাদও দেওয়া যায়, তা হলে মিডল অর্ডার ব্যর্থ হওয়ার কারণেই ভারতের এই ভরাডুবি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। রাহানে এবং পূজারাকে বাদ দেওয়ার দাবিতে সরব প্রাক্তনরা। পূজারা ৯ রান করেছেন। বিরাট কোহলিও যে টেস্ট ভাল পারফরম্যান্স করছেন এমন নয়। তাও লর্ডসে প্রথম ইনিংসে ৪২ রান করেছেন।ইংল্যান্ডের অ্যান্ডারসন নাকি চোটের জন্য অনিশ্চিত ছিলেন, তিনিই মোট ৫ উইকেট তুলে নিয়েছেন। প্রথম দিন ২টি নিয়েছিলেন, আর শুক্রবার নিলেন আরও ৩ উইকেট। রবিনসন এবং মার্ক উড ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন মইন আলি।

13 Aug 2021, 07:05:51 PM IST

আউট হলেন জাদেজা

৪০ রানে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ভারতের ইনিংস ৩৬৪ রানেই শেষ হয়ে গেল।

13 Aug 2021, 06:59:20 PM IST

আউট হলেন বুমরাহ

শূন্য রানেই সাজঘরে ফিরলেন বুমরাহ। নবম উইকেট পড়ল ভারতের। ভারত স্কোরবোর্ডে আর খুব বেশি রান যোগ করতে পারবে বলে তো মনে হয় না! অনভিজ্ঞ মহম্মদ সিরাজই ভরসা এখন! জাদেজার সঙ্গে যদি জুটি বেঁধে শেষ উইকেটে কিছু করতে পারেন! 

13 Aug 2021, 06:54:17 PM IST

ভারতের ইনিংস ১২৫ ওভার: ৩৬৩/৮

৮ উইকেট পড়ে গিয়েছে ভারতের। আর ২ উইকেট হাতে রয়েছে। টেল এন্ডার ব্যাটসম্যানদের নিয়ে আর কতক্ষণই বা লড়াই চালাবেন জাদেজা (৩৯ রান)! ইশান্ত আউট হওয়ার পর বুমরাহ নেমেছেন। 

13 Aug 2021, 06:52:23 PM IST

আউট হলেন ইশান্ত

ভারত যাতে ৪০০ রান করতে পারে, তার জন্য রবীন্দ্র জাদেজা চেষ্টা করলেও, তাঁকে সঙ্গ দেওয়ার কেউ নেই। আউট হয়ে গেলেন ইশান্ত শর্মা। মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন ইশান্ত।  জাদেজা ৩৮ রান করে লড়াই চালাচ্ছেন। ১২৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬২।

13 Aug 2021, 06:29:01 PM IST

ভারতের ইনিংস ১২০ ওভার: ৩৫১/৭

রবীন্দ্র জাদেজা ৩২ রান করে ফেলেছেন। ইশান্ত শর্মার সবে ৪ রান। ১২০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান ভারতের।

13 Aug 2021, 06:12:36 PM IST

লাঞ্চের পর খেলা শুরু

লাঞ্চের আগে ভারতের রান ছিল ৭ উইকেটে ৩৪৬। ৪০০ রান টপকাতে পারবে ভারত? ক্রিজে রয়েছেন জাদেজা এবং ইশান্ত।

13 Aug 2021, 05:46:13 PM IST

লাঞ্চ বিরতি

13 Aug 2021, 05:27:45 PM IST

ভারতের ইনিংস ১১৫ ওভার: ৩৪০/৭

রবীন্দ্র জাদেজা ২৫ রান করে ফেলেছেন। ইশান্ত শর্মা এখনও রানের খাতা খোলেননি। ১১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪০ রান ভারতের।

13 Aug 2021, 05:12:40 PM IST

সামি আউট

কেএল রাহুল আউট হওয়ার পর থেকে একের পর এক উইকেট পড়ে চলেছে ভারতে। জাদেজা-পন্ত কিছুটা হাল ধরার চেষ্টা করেছিল। তবে পন্ত আউট হওয়ার পর সপ্তম উইকেটও পড়ে গেল ভারতের। শূন্য রানে আউট হলেন মহম্মদ সামি। ১১১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান ভারতের।

13 Aug 2021, 05:07:32 PM IST

পন্ত আউট

মার্ক উডের বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ঋষভ পন্ত। ১৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের রান ১১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩১।

13 Aug 2021, 04:44:30 PM IST

ভারতের ইনিংস ১০৫ ওভার: ৩১৬/৫

পন্ত এবং জাদেজা ধীরে ধীরে স্কোরবোর্ডে রান যোগ করতে শুরু করেছেন। ১০৫ ওভারে ৩১৬ রান করে ফেলেছে ভারত। পন্ত ২৮ রান করে ফেলেছেন, আর জাদেজা করেছেন ১০ রান।

13 Aug 2021, 04:27:02 PM IST

অবশেষে ৩০০ পার কর ভারত

স্যাম কুরানকে রবীন্দ্র জাদেজা ৪ মেরে ভারতের ৩০০ রান পূরণ করলেন। ১০২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান ভারতের। পন্তের ১৯ রান এবং জাদেজার সংগ্রহ ৫ রান।

13 Aug 2021, 04:17:08 PM IST

ভারতের ইনিংস ১০০ ওভার: ২৯৮/৫

১০০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৯৮ রান। ২৮ বলে ১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্তের সংগ্রহ ২৯ বলে ১৯ রান।

13 Aug 2021, 03:56:15 PM IST

ভারতের ইনিংস৯৫ ওভার: ২৮৩/৫

রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্ত ক্রিজে রয়েছেন। ভারত দ্বিতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে। ৯৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৩ রান ভারতের।

13 Aug 2021, 03:40:55 PM IST

রাহানে আউট

ফের ব্যর্থ অজিঙ্কা রাহানে। মাত্র ১ রান করে আউট হলেন রাহানে। দ্বিতীয় দিনের শুরুতেই দু'উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত।

13 Aug 2021, 03:37:43 PM IST

ভারতের ইনিংস৯১ ওভার: ২৮২/৪

ক্রিজে রয়েছেন পন্ত এবং রাহানে।

13 Aug 2021, 03:36:20 PM IST

রাহুল আউট

দ্বিতীয় দিনের শুরুতেই কেএল রাহুলকে ফেরালেন রবিনসন। এ দিন মাত্র ২ রান যোগ করেছেন রাহুল। ১২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। পরিবর্তে নেমেছেন ঋষভ পন্ত।

13 Aug 2021, 03:32:31 PM IST

খেলা শুরু

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে।

13 Aug 2021, 03:06:11 PM IST

লর্ডসের আবহাওয়া

এখন যা পরিস্থিতি তাতে মেঘ করে রয়েছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না। ঠিক সময়ে খেলা শুরু হওয়ার বিষয়ে আশা করা হচ্ছে।

13 Aug 2021, 03:06:12 PM IST

রাহুলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত

13 Aug 2021, 03:06:12 PM IST

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৭৬/৩

লর্ডস টেস্টের প্রথম দিনের শুরুর দিকটা যদি রোহিত শর্মার হয়, তার পরে বাকি পুরোটাই লোকেশ রাহুলের। ৮৩ রান করে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন রোহিত। কিন্তু উইকেট আঁকড়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুল। তাঁর সংগ্রহ অপরাজিত ১২৭ রান। বিরাট কোহলি আবার ৪২ রানে আউট হয়ে গিয়েছেন। প্রথম দিন ব্যর্থ হয়েছেন একমাত্র পূজারা। মাত্র ৯ রান করে আউট হয়ে গিয়েছেন তিনি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৬ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.