ভারত এ দিন ইংল্যান্ডের সাত উইকেট ফেলে। মহম্মদ সিরাজ শুক্রবার ২ উইকেট নিয়েছিলেন। শনিবার নেন আরও ২ উইকেট। মোট ৪ উইকেট নেন তিনি। ইশান্ত শর্মা নিয়েছেন ৩ উইকেট। সামি নিয়েছেন দুই উইকেট।
ইংল্যান্ডের ইনিংস শেষ
যেন এক রুপকথার গল্প লিখলেন জো রুট। তিনি অপ্রতিরোধ্য হয়েই থেকে গেলেন। তাঁকে থামাতে পারল না ভারত। ১৮০ রানে অপরাজিত থাকলেন জো রুট। গোটা দিনটাই জো রুটেরই ছিল। যে ভা তিনি খেলছেন, তাতে এই পুরো সিরিজটাই না জো রুটের হয়ে যায়! ৩৯১ রান অল আউট হয়েছে ইংল্যান্ড। অপরাজিত রয়েছেন একমাত্ররুট।
অন্যান্ডারসন আউট
শেষ পর্যন্ত কিন্তু জো রুটকে আউট করতে পারেনি ভারত। আউট হলেন অ্যান্ডারসন। শূন্য রানে মহম্মদ সামির বলে আউট হন অ্যান্ডারসন। ৩৯১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের ইনিংস১২৫ ওভার: ৩৭৬/৯
জো রুট যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। ৯ উইকেটে ৩৭৬ করেছে ইংল্যান্ড। জো রুটের সংগ্রহ ১৭০ রান।
আউট হলেন মার্ক উড
৫ রান করে রান আউট হলেন মার্ক উড। তবে উইকেট আঁকড়ে খেলে চলেছেন জো রুট।
ভারতের রান টপকে গেল ইংল্যান্ড
সিরাজের ওভারের চার মারেন জো রুট। সেই সঙ্গে ইংল্যান্ড টপকে গেল ভারতকে। ১২৩ ওভারে ৩৬৬ রান ইংল্যান্ডের। রুট একাই ১৬৫ করে ফেলেছেন।
অলি রবিনসন আউট
অলি রবিনসনকে ফেরালেন মহম্মদ সিরাজ। ৮ উইকেট পড়ে গেল ইংল্যান্ডের। তবে জো রুট কিন্তু নিজের মেজাজেই রয়েছেন। ১৫৯ রান করে ফেলেছেন ব্রিটিশ অধিনায়ক। এ দিকে ১১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান ইংল্যান্ডের।
একই ওভারে জোড়া উইকেট ইশান্তের
১১১তম ওভারে ইশান্ত শর্মা শেষ দু'টি বলে যথাক্রমে ফেরান মইন আলি এবং স্যাম কুরানকে।
ইংল্যান্ডের ইনিংস১১০ ওভার: ৩৪১/৫
অসাধরাণ ছন্দে জো রুট। ১৫১ রান করে ফেললেন জো রুট। মইন আলি ২৮ রানে অপরাজিত রয়েছেন। ৫ উইকেট হারিয়ে ৩৪১ রান ইংল্যান্ডের।
জো রুটের দেড়শো
থামানো যাচ্ছে না জো রুটকে। দেড়শো করে ফেললেন ব্রিটিশ অধিনায়ক। এমনিতেই এই লর্ডসে দ্বিশতরান করেছেন রুট। আবার কি একই পথে এগোচ্ছেন?
ইংল্যান্ডের ইনিংস ১০৫ ওভার: ৩২৮/৫
দেড়শো রানের দিকে এগোচ্ছেন জো রুট। ১৪৫ রান করে ফেলেছেন ব্রিটিশ অধিনায়ক। মইন আলি ২১ করে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের ইনিংস ১০০ ওভার: ৩১৮/৫
দুরন্ত ছন্দে ইংল্যান্ড। ১৩৬ রান করে ফেলেছেন জো রুট। ১০০ ওভারে ৫ উইকেটে ৩১৮ রান ইংল্যান্ডের।
চা বিরতি
চা বিরতিতে ৫ উইকেটে ৩১৪ রান ইংল্যান্ডের। আর মাত্র ৫০ রান পিছিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ইনিংস ৯৬ ওভার: ৩০০/৫
১৩০ রান করে ফেলেছেন জো রুট। ৩০০ রান হয়ে গিয়েছে ইংল্যান্ডের। ৫ উইকেট হারিয়ে ৩০০ রান করে ফেলেছেন ব্রিটিশরা। সঙ্গে রয়েছেন মইন আলি।
বাটলার আউট
২৩ রান করে আউট হলেন বাটলার। ৯১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৩ রান ভারতের। জো রুট কিন্তু ১২১ রান করে দুরন্ত ছন্দে খেলে চলেছেন।
ইংল্যান্ডের ইনিংস ৯০ ওভার: ২৮২/৪
ইংল্যান্ড ৩০০ রানের কাছে পৌঁছে গিয়েছে। ৯০ ওভারে ৪ উইকেটে ২৮২ রান ইংল্যান্ডের। জো রুট অপরাজিত রয়েছেন ১২০ রানে। ২৩ রান করেছেন বাটলার।
ইংল্যান্ডের ইনিংস ৮৫ ওভার: ২৫২/৪
১১১ রান হয়ে গিয়েছে রুটের। ইংল্যান্ডের ৪ উইকেটে ২৫২ রান।
জো রুটের শতরান
নাটিংহ্যামের পর ফের লর্ডসেও শতরান করে ফেললেন জো রুট। দুরন্ত ছন্দে ব্রিটিশ অধিনায়ক।
ইংল্যান্ডের ইনিংস ৮০ ওভার: ২৩২/৪
জো রুট ৯৬ রান করে ফেলেছেন। বেয়ারস্টো আউট হওয়ার পর নেমেছেন জোস বাটলার। ৮০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান করে ফেলেছে ইংল্যান্ড।
বেয়ারস্টো আউট
৫৭ রান করে আউট হলেন বেয়ারস্টো। মহম্মদ সিরাজের বলে ক্যাচ ধরলেন বিরাট কোহলির। ৭৯ ওভারে ৪ উইকেটে ২৩০ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের ইনিংস৭৬ ওভার: ২২০/৩
৯২ রান করে ফেলেছেন জো রুট। ৫২ রান বেয়ারস্টোর। ৭৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান ইংল্যান্ডের।
লাঞ্চ বিরতি
অর্ধশতরান করে ফেলেছেন বেয়ারস্টো। শতরানের পথে জো রুট। লাঞ্চের আগে ৩ উইকেটে ২১৬ রান ইংল্যান্ডের। ১৪৮ রানে আপাতত এগিয়ে ভারত।
অর্ধশতরান বেয়ারস্টোর
৫০ করে ফেললেন বেয়ারস্টো। এ দিকে জো রুট আরও একটি শতরানের দিকে এগোচ্ছেন। ৮৪ রানে তিনি অপরাজিত রয়েছেন। ৭২ ওভারে ৩ উইকেটে ২১০ রান ভারতের।
ইংল্যান্ডের ইনিংস ৭০ ওভার: ২০১/৩
৮২ করে ফেলেছেন জো রুট। বেয়ারস্টো ৪৮ রানে অপরাজিত রয়েছেন। ৭০ ওভারে ২০০ পার করে ফেলেছে ইংল্যান্ড। তৃতীয় দিন এখনও কোনও উইকেট পড়েনি।
ইংল্যান্ডের ইনিংস ৬৫ ওভার: ১৮২/৩
৭৫ রান করে ফেলেছেন জো রুট। ৩৭ রানে অপরাজিত রয়েছেন বেয়ারস্টো। ভারত কিন্তু চাপে পড়ে গিয়েছে। এর মধ্যেই যদি ইংল্যান্ডের উইকেট ফেলতে না পারে, তবে সমস্যায় পড়তে হবে।
ইংল্যান্ডের ইনিংস ৬০ ওভার: ১৭৩/৩
জো রুট-বেয়ারস্টো জুটিকে ভাঙতে পারছেন না ভারতীয় বোলাররা। ৩ উইকেটেই ১৭৩ রান করে ফেলেছে ইংল্যাব্ড। জো রুট অপরাজিত রয়েছেন ৬৬ রানে। ৩৭ করে ফেলেছেন বেয়ারস্টো।
ইংল্যান্ডের ইনিংস৫০ ওভার: ১৪৪/৩
অর্ধশতরান হয়ে গিয়েছে জো রুটের। তিনি ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। জনি বেয়ারস্টোর সংগ্রহ রান ২৩ রান। ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ১৪৪ রান।
জো রুটের অর্ধশতরান
দ্বিতীয় দিনের শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। তাই এ দিন শুরুতেই অর্ধশতরান করে ফেললেন তিনি। মহম্মদ সিরাজকে চার মেরে ৫০ পূরণ করেন তিনি। ভারতের বিরুদ্ধে দুই টেস্টের তিন ইনিংসে তিনি দু'টি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। দুরন্ত ছন্দে রয়েছেন ব্রিটিশ অধিনায়ক। ৪৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১২৪ রান।
তৃতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনের শেষে ৪৮ রানে অপরাজিত রয়েছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। তাঁর সঙ্গে ৬ রান করে ক্রিজে রয়েছেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ১১৯।
ক্রিজে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং জনি বেয়ারস্টো
আজকের দিনটা ক্রিকেট ইতিহাসে কেন স্পেশ্যাল জানেন?
৩১ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে আজকের দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে সচিন তেন্ডুলর টেস্টের প্রথম শতরান করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। এর পর তিনি যা যা করেছেন, সবটাই তো ইতিহাস!
সাফল্য পাওয়ার পর কী বলছেন রোহিত-রাহুল?
দ্বিতীয় দিনের শেষে ২৪৫ রানে এগিয়ে ভারত
দ্বিতীয় দিনের শেষে ২৪৫ রানে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের আরও ৭ উইকেট হাতে রয়েছে। তার মধ্যে জো রুট ৪৮ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ক্রিজে রয়েছেন বেয়ারস্টো। রুটের উইকেট না ফেলতে পারলে ভারতের কিন্তু আজ চাপ বাড়বে। ৩ উইকেটে ১১৯ রান ইংল্যান্ডের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।