ভারতের প্রথম ইনিংস ৩৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩৯১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৮১ রানে ৬ উইকেট হারিয়ে বসে রয়েছে। দু'শো রানের গণ্ডি কি ভারত টপকাতে পারবে?
১৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ভারত
চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৮১ রান। তাও ৬ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। চেতেশ্বর পূজারা (৪৫) এবং অজিঙ্কা রাহানের (৬১) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের টেস্ট দল থেকে বাদ দেওয়া নিয়েও সরব বিশেষজ্ঞরা। তবু এই জুটি চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করেছে। কিন্তু বিরাট কোহলি তো প্রয়োজনের সময়ে দলের হাল না ধরে মাত্র ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। দলের প্রয়োজনে যে ভাবে ব্রিটিশ অধিনায়ক জো রুট হাল ধরেছিলেন, সে রকম কোনও কিছুই করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। টানা ব্যর্থ হচ্ছেন বিরাটও।সেই সঙ্গে তাঁর দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। লর্ডসে মইন আলি কিন্তু উইকেট পাচ্ছেন। অথচ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছেন কোহলি। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার কারণটাও খুব পরিষ্কার নয়। রান তুলবে বলে রবীন্দ্র জাদেজাকে খেলাচ্ছেন বিরাট। লর্ডসে কিন্তু জাদেজা চূড়ান্ত ফ্লপ। ব্যাট-বল কিছুতেই সফল নন। অশ্বিন থাকলে তাও উইকেট নিতে পারতেন। স্বাভাবিক ভাবে বিরাটের অধিনায়ত্বও নিয়েও প্রশ্ন উঠছে!
চতুর্থ দিনের খেলা শেষ
জাদেজা আউট
আরও একটি উইকেট পড়ল ভারতের। দ্বিতীয় উইকেট নিল মইন আলি। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন জাদেজা। ৮০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ১৭৭।
রাহানে আউট
মইন আলির বদলে ৬১ করে আউট হলেন অজিঙ্কা রাহানে। আরও চাপ বাড়ল ভারতের। ৭৬ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান ভারতের। ক্রিজে রয়েছেন এখন পন্ত এবং রবীন্দ্র জাদেজা।
ভারতের দ্বিতীয় ইনিংস ৭৫ ওভার: ১৬৫/৪
৫৯ রানে লড়াই চালাচ্ছেন রাহানে। ৯ রানে ক্রিজে রয়েছেন পন্ত। ৭৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান ভারতের।
পূজারা আউট
রাহানে-পূজারা জুটিকে ভাঙলেন মার্ক উড। ১০০ রানের পার্টনারশিপ করেছে এই জুটি। পূজারা ৪৫ রান করে আউট হন। নেমেছেন ঋষভ পন্ত। ৭৩ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮।
ভারতের দ্বিতীয় ইনিংস ৭০ ওভার: ১৪৪/৩
৭০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান ভারতের। রাহানে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। পূজারার সংগ্রহ ৩৯ রান।
অর্ধশতরান রাহানের
সমালোচনার কিছুটা হলেও জবাব দিলেন অজিঙ্কা রাহানে। ৫০ রান করে অপরাজিত রয়েছেন রাহানে। ৩৭ করে ফেলেছেন পূজারা। ৬৮ ওভারে ৩ উইকেটে ১৩৯ রান ভারতের।
ভারতের দ্বিতীয় ইনিংস ৬৫ ওভার: ১৩১/৩
অর্ধশতরানের পথে রাহানে। তাঁর সংগ্রহ ৪২। পূজারা ৩৭ করেছেন। ৬৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান ভারতের।
ভারতের দ্বিতীয় ইনিংস ৬০ ওভার: ১২০/৩
খুব তাড়াতাড়ি ৩ উইকেট হারিয়েছে ভারত। যে কারণে পূজারা (৩৬) এবং রাহানে (৩২) ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন। ৬০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ১২০।
চা বিরতি
১০০ পার করল ভারত
স্যাম কুরানের বলে পূজারা ৪ মেরে ভারতকে ১০০ পার করাল। চেতেশ্বর পূজারা ২৮ এবং অজিঙ্কা রাহানে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। ৫১ ওভারে ৩ উইকেটে ১০৩ রান ভারতের।
ভারতের দ্বিতীয় ইনিংস ৫০ ওভার: ৯৯/৩
৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯ করে ফেলেছে ভারত। চেতেশ্বর পূজারা ২৪ এবং রাহানে ২৩ রান করেছেন।
ভারতের দ্বিতীয় ইনিংস ৪৬ ওভার: ৮৬/৩
পূজারা এবং রাহানে ১৭ করে রান করেছেন। ৪৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৮৬ রান করেছে ভারত।
ভারতের দ্বিতীয় ইনিংস ৪০ ওভার: ৭৭/৩
৪০ ওভারে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ৭৭। ৫০ রানে এগিয়ে ভারত। পূজারা ১২ এবং রাহানে ১৩ রান করে অপরাজিত রয়েছেন।
ভারতের দ্বিতীয় ইনিংস ৩৬ ওভার: ৭১/৩
পূজারা ১১ এবং রাহানে ৮ রান করে অপরাজিত রয়েছেন। কিন্তু ধীর গতিতে ভারতের রান উঠছে। ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭১।
লাঞ্চ বিরতি
ভারতের দ্বিতীয় ইনিংস ২৫ ওভার: ৫৬/৩
৩ উইকেট হারিয়ে চাপে ভারত। ২৫ ওভারে তারা মাত্র ২৬ রান করেছেন। ক্রিজে রয়েছেন রাহানে এবং পূজারা।
কোহলি আউট
জো রুটের মতো দায়িত্ব নিয়ে লড়াই করতে ব্যর্থ বিরাট কোহলি। ২ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন খোঁচা মেরে একই দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হলেন ভারত অধিনায়ক। ২০ রান করে স্যাম কুরানের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। নেমেছেন অজিঙ্কা রাহানে।
৫০ পার করল ভারত
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতে পরপর দু' উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়েছে ভারত। তবে সেটা সামলানোর চেষ্টা করছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। কোহলি ২০ রান করে ফেলেছেন। পূজারা অবশ্য মাত্র ১ রান যোগ করেছেন। তবে ২১ তম ওভারে দু'টো চার মেরে ৫০ পার করল ভারত। ২১ ওভারে দুই উইকেটে ৫২ রান ভারতের।
ভারতের দ্বিতীয় ইনিংস ১৫ ওভার: ৩৫/২
চেতেশ্বর পূজারা এখনও খাতা খোলেননি। বিরাট কোহলি ৪ রান করেচেন। ২ উইকেটে ভারতের সংগ্রহ ৩৫ রান।
রোহিত শর্মা আউট
২১ রান করে মার্ক উডের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান ভারতের। রোহিত আউট হওয়ার পর নেমেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্স নিয়েও কিন্তু কম সমালোচনা হচ্ছে না।
ভারতের দ্বিতীয় ইনিংস ১০ ওভার: ১৮/১
রাহুল আউট হওয়ায় নেমেছেন চেতেশ্বর পূজারা। যাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পারবে কি পূজারা সব সমালোচনা থামাতে? ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান ভারতের।
রাহুল আউট
শুরুতেই ধাক্কা খেল ভারত। মাত্র ৫ রান করে সাজঘরে ফিরলেন কেএল রাহুল। প্রথম ইনিংসে রাহুল ১২৯ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ফ্লপ।
ভারতের দ্বিতীয় ইনিংস৫ ওভার: ৯/০
খুব সতর্ক ভাবে শুরু করেছে রোহিত এবং রাহুল। ৫ ওভারে ভারতের সংগ্রহ ৯ রান। এখনও ১৮ রানে এগিয়ে ইংল্যান্ড।
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু
লোকেশ রাহুল এবং রোহিত শর্মা ওপেন করেছেন।
১৫ অগস্ট অবসর ঘোষণা করেছিলেন এমএন ধোনি
২৭ রানে এগিয়ে ইংল্যান্ড
লর্ডসে এখনও পর্যন্ত নায়ক জো রুট। ১৮০ রানে অপরাজিত থেকে গিয়েছেন তিনি। ইংল্যান্ড অবশ্য ৩৯১ রানে অল আউট হয়ে যায়। ভারতের থেকে ২৭ রানে এগিয়ে রয়েছে তারা।