ভারতের প্রথম ইনিংস ৩৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩৯১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হতাশ করেছিলেন ব্যাটসম্যানরা। তবে মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ দুরন্ত লড়াই করে ভারতকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। ২৯৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন কোহলি।জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের ইনিংস মাত্র ১২০ রানে গুটিয়ে যায়। ১৫১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
নাটকীয় জয় ভারতের
এ কী সত্যি না স্বপ্ন! ভারতীয় ক্রিকেট সমর্থকদেরা যেন এখনও ঘোরে! শেষ পর্যন্ত ব্রিটিশদের মুখের উপর জবাব জিতে পারল ভারত? সত্যি অবিশ্বাস্য। চতুর্থ দিনের শেষে তো বটেই, পঞ্চম দিনের শুরুতেও রীতিমতো ব্যাকফুটে ছিল ভারত। রাত গড়াতেই বদলে গেল সবটা। প্রথমে সামি, বুমরাহর চমক। তার পরেই ভারতীয় বোলারদের দাপট। লর্ডসে নতুন এক অধ্যায় লিখলেন কোহলিরা।
চতুর্থ দিনের শেষে ভারত ১৮১ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। পঞ্চম দিনের শুরুতেই ২২ রান করে আউট হয়ে যান ঋষভ পন্ত। তখন দলের রান ১৯৪। পন্ত আউট হওয়ার পর পরই আউট হয়ে যান ইশান্ত শর্মাও (১৬)। তখন ২০৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছে। সেখান থেকে দলের মান রক্ষা করেন মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। এই দুই ক্রিকেটারের সৌজন্যে ৮ উইকেটে ২৯৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বিরাট কোহলি। সামি অপরাজিত থাকেন ৫৬ রান করে। বুমরাহ ৩৪ রানে নট আউট।
বল হাতে প্রথম দু'ওভারেই দুই ওপেনারকে ফেরান বুমরাহ এবং সামি। প্রথম ওভারে শূন্য রানে রোরি বার্নসকে ফেরান বুমরাহ। তার পরের ওভারে সামি ফেরান ডোম সিবলেকে। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। তার পর থেকে ইংল্যান্ড পুরোটাই ড্র করার জন্য ম্যাচ খেলেছে। বেশ সতর্ক হতেই গিয়েই বরং একের পর এক উইকেট হারিয়েছে তারা। বুমরাহ ৩টি উইকেট পেয়েছেন। সামি নিয়েছেন একটি। চারটি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। ইশান্ত নিয়েছেন দু'টি উইকেট। মাত্র ১২০ রানে ইংল্যান্ডকে অল আউট করে ১৫১ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
১৫১ রানে জিতল ভারত
টানটান উত্তেজনার ম্যাচে জয় পেল ভারত। ১৫১ রানে জয় ছিনিয়ে নিল তারা। দুরন্ত ছন্দে ভারতীয় বোলাররা। যে ম্যাচে তারা কোণঠাঁসা হয়ে পড়েছিল, সেই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিল ১৫১ রানে। এই ম্যাচ জয়ের দুই বড় কারিগর হলেন মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। বল করার পাশাপাশি ব্যাট হাতে এ দিন এই দুই ক্রিকেটার দুরন্ত ছন্দে অপরাজিত অবস্থায় ৮৯ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। যে কারণে ভারত বাকি লড়াইটা লড়তে পারলেন। আর বল হাতে বুমরাহ ৩টি উইকেট পেয়েছেন। সামি নিয়েছেন একটি। এবং চারটি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। ইশান্ত নিয়েছেন দু'টি উইকেট।
বাটলার আউট
বাটলারকে ফেরালেন মহম্মদ সিরাজ। ২৫ রান করে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাটলার। ভারতের আর ১ উইকেট চাই। পারবে তারা জিততে?
অলি রবিনসন আউট
অলি রবিনসনকে আউট করলেন বুমরা। ৯ রান করে এলবিডব্লিউ হন। ভারত কি পারবে আরও ২ উইকেট ফেলতে?
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৪৫ ওভার: ১১২/৭
ম্যাচ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। জোস বাটলার এবং অলি রবিনসন ড্র করার লড়াই চালিয়ে যাচ্ছেন। ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৪০ ওভার: ৯৪/৭
৪০ ওভারে ইংল্যান্ডের ৭ উইকেট পড়ে গিয়েছে ইংল্যান্ডের। তারা ৯৪ রান করেছে। জোস বাটলার, অলি রবিনসন ক্রিজে রয়েছেন।
স্যাম কুরান আউট
একই ওভারে ২ উইকেট নিল মহম্মদ সিরাজ। শূন্য রানে ফিরলেন স্যাম কুরান। ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান ইংল্যান্ডের।
মইন আলি আউট
অবশেষে বাটলার-মইন আলি জুটি ভাঙলেন মহম্মদ সিরাজ। ১৩ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৩৫ ওভার: ৮৮/৫
ইংল্যান্ডের ৫ উইকেট হারানোর পর মইন আলি এবং বাটলার ম্যাচটি ড্র করার চেষ্টা করছেন। বাটলার ৪৪ বলে ৮ এবং মইন আলি ৩১ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৩০ ওভার: ৭৫/৫
ম্য়াচটা ড্রয়ের দিকে টেনে নিয়েও যাওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড। জোস বাটলার (৩) এবং মইন আলি (৪) সতর্ক ভাবে ব্যাট করছেন। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৫ ওভার: ৭৩/৫
৫ উইকেট হারিয়ে বসে রয়েছে ইংল্যান্ড। আরও ৫ উইকেট ফেলতে হবে। ভারত কি পারবে? ক্রিজে রয়েছেন জোস বাটলার (১) এবং মইন আলি (৪)। এই জুটিকে আগে ভাঙতে হবে ভারতকে।
জো রুট আউট
বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ৩৩ রান করে সাজঘরে ফিরলেন জো রুট। বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিলেন ব্রিটিশ অধিনায়ক। ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৭ রান ইংল্যান্ডের।
খেলা শুরু
জো রুটের সঙ্গে ক্রিজে রয়েছেন জোস বাটলার।
চা বিরতি
বেয়ারস্টো আউট
৪ নম্বর উইকেট হারাল ইংল্যান্ড। আরও ৬ উইকেট ফেলতে হবে। ভারত কি পারবে? ২ রান করে ইশান্তের বলে এলবিডব্লিউ হন বেয়ারস্টো। ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান ইংল্যান্ডের।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২০ ওভার: ৬০/৩
২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ৬০ রান। জো রুটের সংগ্রহ ৩১ রান। বেয়ারস্টো ২ রান করে অপরাজিত রয়েছেন।
৫০ পার করল ইংল্যান্ড
১৭তম ওভারে মহম্মদ সিরাজকে চার মেরে দলের রান ৫০ পার করালেন জো রুট। ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্দের সংগ্রহ ৫২ রান। জো রুট ২৫ করে অপরাজিত রয়েছেন। জনি বেয়ারস্টো এখনও রানের খাতা খোলেননি।
হামিদ আউট
ইশান্ত শর্মার বলে ৯ রান করে এলবিডব্লিউ হন হাসিব হামিদ। ১৬ োবারে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ইংল্যান্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৫ ওভার: ৪৩/২
২ উইকেট হারিয়ে ৪৩ রান করে ফেলল ইংল্যান্ড। ভারত কি পারবে বাকি ৮ উইকেট ফেলতে? জো রুট (২০) এবং হাসিব হামিদ (৯) ক্রিজে রয়েছেন।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস১০ ওভার: ৩২/২
হামিদের ক্যাচ ফেলাটা কিন্তু বড় ভুল হয়ে গেল ভারতের। ১০ ওভারে ৩২ রান করে ফেলেছে ইংল্যান্ড। ২০ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন জো রুট। হামিদ অবশ্য ৩৩ বল খেলে ৬ রান করেছেন।
সামির বলে সহজ ক্যাচ মিস রোহিতের
মহম্মদ সামির বলে হাসিব হামিদ একটি সহজ ক্যাচ তুলেছিল। যেটা মিস করেন রোহিত শর্মা। তা না হলে ৩ উইকেট পড়ে যেত ইংল্যান্ডের। এই ক্যাচ মিস করাটাই না বুমেরাং হয়ে যায়! ৬ ওভারে ২ উইকেটে ১২ রান ইংল্যান্ডের।
সিবলে আউট
ব্যাটের পর এ বার বল হাতেও আগুন ঝড়াচ্ছেন সামি। ডোম সিবলেকে ফেরালেন তিনি। শূন্য করে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সিবলেও। ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩ রান ইংল্যান্ডের।
বার্নস আউট
তাদের ইনিংসের শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। প্রথম ওভারের তৃতীয় বলে বার্নসকে ফেরালেন বুমরাহ। শূন্য রানে আউট হন বার্নস।
২৯৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের
সামির ৫৬ এবং বুমরাহর ৩৪ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৯৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।
লাঞ্চ বিরতি
অর্ধশতরান সামির
১০৬ তম ওভারের দ্বিতীয় বলে প্রথমে একটি চার মারেন মহম্মদ সামি। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান। আর এই ছয়ের হাত ধরে টেস্টের দ্বিতীয় অর্ধশতরান করে ফেললেন সামি। ৫৭ বলে সামি করে ৫০ রান। সামির ৫০ রানের হাত ধরে ১০৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৩ রান ভারতের। সামির সংগ্রহ ৬০ বলে ৫১ রান। ২৮ করে অপরাজিত রয়েছেন বুমরাহ।
ভারতের দ্বিতীয় ইনিংস ১০৫ ওভার: ২৭১/৮
মহম্মদ সামি ৪০ রান করে ফেলেছেন। জসপ্রীত বুমরাহ ২৭ রান করেছেন। ভারতের স্কোর ৮ উইকেট হারিয়ে ২৭১ রান।
তাবড় তাবড় ব্যাটসম্যানরা যা পারেননি, সেই ভরসাটুকু জোগালেন মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। টেল এন্ডারে ব্যাট করতে নেমে সামির সংগ্রহ ২৭ রান এবং বুমরাহ করেছেন ২১ রান। ৮ উইকেটে ২৫০ রান ভারতের।
ভারতের দ্বিতীয় ইনিংস৯৫ ওভার: ২২৯/৮
মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ লড়াই চালাচ্ছেন। ৯৫ ওভারে ২২৯ রান করে ফেলেছে ভারত। বুমরাহ ১৪ এবং সামি ১৩ রান করে অপরাজিত রয়েছেন।
ইশান্ত আউট
১৬ রান করে রবিনসনের বলে আউট হলেন ইশান্ত শর্মাও। ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান ভারতের। ১৮৪ রানে এগিয়ে ভারত।
ভারত দু'শো পার করল
৮৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলল ভারত। ২০ বলে ১৪ রান ইশান্তের। সামি এখনও খাতা খোলেনি।
পন্ত আউট
পঞ্চম দিনের একেবারে শুরুতেই ২২ রান করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্ত। বদলে নেমেছেন মহম্মদ সামি। ক্রিজে রয়েছেন ইশান্ত শর্মা। এই মুহূর্তে যা পরিস্থিতিতি, তাতে এই টেস্ট ভারতের হাত থেকে বের হয়ে গিয়েছে। কোনও মতে ভারত যদি ড্র করতে পারে, তা হলে সেটাই বোধহয় বড় পাওনা হবে। ৮৬ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান ভারতের।
পঞ্চম দিনের খেলা শুরু
ইশান্ত শর্মা এবং ঋষভ পন্ত কতদূর ভারতকে টেনে নিয়ে যেতে পারবে?
ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে?
ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
কোহলির দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। লর্ডসে মইন আলি কিন্তু উইকেট পাচ্ছেন। অথচ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনারকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছেন ভারত অধিনায়ক। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার কারণটাও খুব পরিষ্কার নয়। রান তুলবে বলে রবীন্দ্র জাদেজাকে খেলাচ্ছেন বিরাট। লর্ডসে কিন্তু জাদেজা চূড়ান্ত ফ্লপ। ব্যাট-বল কিছুতেই সফল নন। অশ্বিন থাকলে তাও উইকেট নিতে পারতেন। চার জন সিমার খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে! সব মিলিয়ে অধিনায়ক বিরাটও প্রশ্নের মুখে!
বিরাটকে নিয়ে সমালোচনা
জো রুটের ১৮০ রানের ইনিংস থেকে বোধহয় এতটুকু শিক্ষা নেননি বিরাট কোহলি। তা না হলে চতুর্থ দিনের শুরুতে ভারত যখন ২ উইকেট হারিয়ে চাপে, তখন মাত্র ২০ রান করে উইকেট ছুড়ে দিতে পারতেন না কোহলি। পারফরম্যান্সের কারণে যদি পূজারা এবং রাহানেকে নিয়ে প্রশ্ন ওঠে, তা হলে কিন্তু একই কারণে বিরাটেরও চাপে থাকার কথা।