বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: চাপে ভারত, দুরন্ত ছন্দে ব্রিটিশ ওপেনাররা, পঞ্চম দিনে রুটদের চাই ২৯১
আরও একটি অর্ধশতরান শার্দুলের। ছবি: এএনআই

IND vs ENG: চাপে ভারত, দুরন্ত ছন্দে ব্রিটিশ ওপেনাররা, পঞ্চম দিনে রুটদের চাই ২৯১

লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতের উপর দাঁড়িয়েই ৩৬৭ রানের লিড পায় ভারত। মোট ৪৬৬ রান করে অল আউট হয় কোহলি ব্রিগেড। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার ৭৭ রান করে ফেলেছে। জো রুটদের আর ২৯১ রান প্রয়োজন।

নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয় ওভালে। স্বাভাবিক ভাবেই চতুর্থ টেস্টে যে দল জিতবে, সিরিজে হারের আর কোনও আশঙ্কা থাকবে না তাদের। আর ম্যাচ ড্র হলে পঞ্চম টেস্টই ফাইনাল ম্যাচ হয়ে উঠবে।

05 Sep 2021, 11:29:33 PM IST

আরও ২৯১ রান চাই ইংল্যান্ডের

ভারতীয় বোলাররা চতুর্থ দিনে বল হাতে কোনও সাফল্য পাননি। ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিব হামিদ ইতিমধ্যে ৭৭ রান করে ফেলেছেন। হামিদ ৪৩ এবং বার্নস ৩১ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডকে আরও ২৯১ রান করতে হবে। হাতে দশ উইকেট রয়েছে। সোমবার পুরো দিনটা পাবে ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতে ভারত যদি ইংল্যান্ডকে আউট করতে না পারেন, তবে কিন্তু সমস্যায় পড়তে হবে কোহলি ব্রিগেডকে। 

05 Sep 2021, 10:51:35 PM IST

ইংল্যান্ডের ইনিংস ২৫ ওভার: ৫৯/০

২০ ওভারে ৫৯ রান করে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ২৭ রান এবং হাসিম হামিদ ২৯ রান করে অপরাজিত রয়েছেন। দুই ব্রিটিশ ওপেনার কিন্তু ধীরে ধীরে চাপ বাড়াচ্ছে।

05 Sep 2021, 10:36:45 PM IST

৫০ করে ফেলল ইংল্যান্ড

২১ ওভারের ৩ নম্বর বলে ৫০ রান করে ফেলল ইংল্যান্ড। রোরি বার্নস ২৪ রান এবং হাসিম হামিদ ২৩ রান করে অপরাজিত রয়েছেন। এই জুটিকে না ভাঙলে ভারত কিন্তু চাপে পড়ে যাবে।

05 Sep 2021, 10:31:55 PM IST

ইংল্যান্ডের ইনিংস ২০ ওভার: ৪৯/০

২০ ওভারে ৪৯ রান করে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ২৪ রান এবং হাসিম হামিদ ২২ রান করে অপরাজিত রয়েছেন।

05 Sep 2021, 09:48:02 PM IST

ইংল্যান্ডের ইনিংস ১০ ওভার: ২০/০

১০ ওভারে মাত্র ২০ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নস ৮ রান এবং হাসিম হামিদ ১১ রান করে অপরাজিত রয়েছেন।

05 Sep 2021, 09:27:34 PM IST

ইংল্যান্ডের ইনিংস৫ ওভার: ৬/০

৫ ওভারে মাত্র ৬ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নস ১ রান এবং হাসিম হামিদ ৪ রান করে অপরাজিত রয়েছেন। 

05 Sep 2021, 09:07:19 PM IST

ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড

ইংল্যান্ডের রোরি বার্নস আর হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে উমেশ যাদব কোনও রান দেননি।

05 Sep 2021, 08:57:53 PM IST

৪৬৬ রানে অল আউট ভারত

২৫ রান করে ওভারটনের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন উমেশ যাদব। নিট ফল, ৪৬৬ রানে অল  আউট হল ভারত। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৬৮ রান। ইংল্যান্ড চতুর্থ দিনের কয়েক ঘণ্টার সঙ্গে পুরো পঞ্চম দিন সময় পাবে। আর এই সময়ের মধ্যে ভারত কি পারবে ইংল্যান্ডকে অল আউট করে ওভাল টেস্ট জিততে?

05 Sep 2021, 08:43:52 PM IST

বুমরাহ আউট

২৪ রান করে জসপ্রীত বুমরাহ আউট হলেন। ওকসের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে। ১৪৬ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৪৫০ রান।

05 Sep 2021, 08:38:40 PM IST

ভারতের ইনিংস ১৪৫ ওভার: ৪৪৬/৮

ভারতকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন বুমরাহ (২০) এবং উমেশ যাদব (১৩)। ১৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রান ভারতের।

05 Sep 2021, 08:17:07 PM IST

চা বিরতি- ভারত ৪৪৫/৮

শার্দুল ঠাকুর ও ঋষভ পন্ত আউট হয়ে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেছেন জসপ্রীত বুমরাহ এবং উমেশ যাদব। ব্যাট হাতে বুমরাহ করেছেন ১৯ রান। উমেশ যাদবের সংগ্রহ ১৩ রান। দু'জনের জুটিতে উঠেছে ৩১ রান। দলের মোট রান  ৮ উইকেটে ৪৪৫।  

05 Sep 2021, 07:55:28 PM IST

পন্ত আউট

অর্ধশতরান করার পরেই মইন আলির বলে ক্যাচ আউট হন পন্ত। পন্ত ৫০ রানই করেছেন। ১৩৮ ওভারে ৮ উইকেটে ৪১৪ রান ভারতের। ক্রিজে রয়েছেন জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

05 Sep 2021, 07:53:28 PM IST

পন্তের অর্ধশতরান

১৩৮ ওভারের প্রথম বলে ৫০ করে ফেলেন পন্ত। ৬ উইকেট হারানোর পরেও পন্ত-শার্দুল জুটি ভারতকে একটি ভাল জায়গায় নিয়ে যায়। দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করেন। তাঁদের জন্যই কিছুটা হলেও লড়াই করার পুঁজি পেয়েছে ভারত।

05 Sep 2021, 07:49:31 PM IST

শার্দুল আউট

৬০ করে আউট হলেন শার্দুল ঠাকুর। জো রুটের বলে আউট হন তিনি। ব্যাট হাতে ওভালে নিজেদের প্রথম ইনিংসে রুট কিছু করতে না পারলেও, গুরুত্বপূর্ণ সময়ে শার্দুল-পন্তের জুটি ভেঙে দিয়ে স্বস্তি ফেরায় ইংল্যান্ডে শিবিরে।

05 Sep 2021, 07:38:28 PM IST

৪০০ পার করল ভারত

১৩৫ ওভারের প্রথম বলেই অ্যান্ডারসনকে চার মারেন। সেই সঙ্গে ভারত ৪০০ রান পার করে ফেললল। সপ্তম উইকেটে পন্ত এবং শার্দুল ভরসা জোগাচ্ছেন ভারতকে। ৩৫ ওভারে ৪০৫ রান ভারতের। অর্ধশতরান করে ফেলেছেন শার্দুল ঠাকুর। ৪৭ রানে অপরাজিত রয়েছেন পন্ত।

05 Sep 2021, 07:15:48 PM IST

ওভাল অনার বোর্ডে উঠে গেল রোহিতের নাম

05 Sep 2021, 07:12:03 PM IST

ভারতের ইনিংস ১৩০ ওভার: ৩৭৫/৬

৬ উইকেট হারিয়ে ১৩০ ওভারে ৩৭৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (৩৭), শার্দুল ঠাকুর (৩৬)।

05 Sep 2021, 06:46:30 PM IST

ভারতের ইনিংস ১২৫ ওভার: ৩৬৩/৬

৬ উইকেট হারিয়ে ১২৫ ওভারে ৩৬৩ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (৩২), শার্দুল ঠাকুর (২৯)।

05 Sep 2021, 06:19:29 PM IST

লাঞ্চের পর খেলা শুরু

চতুর্থ দিনের শুরুতেই ভারত তিনটে বড় ধাক্কা খেয়েছে। লাঞ্চের আগেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে ১১৯ ওভারে ৩৩৬ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (২০), শার্দুল ঠাকুর (১৪)।

05 Sep 2021, 05:42:54 PM IST

লাঞ্চ বিরতি

৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছে ভারত। ক্রিজে রয়েছেন শার্দুল ঠাকুর (১১), ঋষভ পন্ত (১৬)।

05 Sep 2021, 05:23:29 PM IST

ভারতের ইনিংস ১১৫ ওভার: ৩১৫/৬

চতুর্থ দিনের শুরুতেই ভারত তিনটে বড়  ধাক্কা খেয়েছে। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে ১১৫ ওভারে ৩১৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (১৩), শার্দুল ঠাকুর (২)।

05 Sep 2021, 05:08:51 PM IST

কোহলি আউট

লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা তৈরি করে দিয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারছে না ভারত। চতুর্থ দিনের শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে বসল ভারত। জাদেজা, রাহানের পর আউট হলেন কোহলিও। ৪৪ করে মইন আলির বলে ওভারটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১২ রান।

05 Sep 2021, 04:56:35 PM IST

ভারতের ইনিংস১০৯ ওভার: ৩০৪/৫

৪৪ করে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ইনিংসেও তিনি অর্ধশতরান করেছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩০৪ রান।

05 Sep 2021, 04:34:40 PM IST

রাহানে আউট

রবীন্দ্র জাদেজার মতো ব্যর্থ হলেন অজিঙ্কা রাহানেও। জাদেজা আউট হওয়ার পর নেমেছিলেন রাহানে। সেই ওকসের বলেই কোনও রান না করে এলবিডব্লু হন রাহানে। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৯৬ রান।

05 Sep 2021, 04:22:22 PM IST

জাদেজা আউট

আবারও ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনে ক্রিজে টিকে থেকে লড়াই করতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ১৭ রান করেই ক্রিস ওকসের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরলেন জাদেজা। ৪ উইকেটে ভারতের সংগ্রহ ২৯৬ রান।

05 Sep 2021, 04:13:47 PM IST

ভারতের ইনিংস ১০০ ওভার: ২৯১/৩

১০০ ওভার খেলে ফেলল ভারত। তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯১ রান। ক্রিজে রয়েছেন বিরাট কেহালি (৩৬) এবং রবীন্দ্র জাদেজা (১৬)।

05 Sep 2021, 04:03:02 PM IST

হ্যাপি টিচার্স ডে

05 Sep 2021, 04:01:33 PM IST

ভারতের ইনিংস৯৮ ওভার: ২৮০/৩

ক্রিজে রয়েছেন বিরাট কেহালি (২৯) এবং রবীন্দ্র জাদেজা (১২)। ৯৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান ভারতের।

05 Sep 2021, 04:01:34 PM IST

রোহিত-পূজারার অসাধারণ লড়াই

ভারতের ১৯১ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৯০ রানে। দ্বিতীয় দফায় বড় রানের ইনিংস গড়ার পথে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতে দাঁড়িয়ে ইংল্যান্ডকে চাপে ফেলতে মরিয়া বিরাট কোহলি ব্রিগেড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.