লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতের উপর দাঁড়িয়েই ৩৬৭ রানের লিড পায় ভারত। মোট ৪৬৬ রান করে অল আউট হয় কোহলি ব্রিগেড। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার ৭৭ রান করে ফেলেছে। জো রুটদের আর ২৯১ রান প্রয়োজন।
নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয় ওভালে। স্বাভাবিক ভাবেই চতুর্থ টেস্টে যে দল জিতবে, সিরিজে হারের আর কোনও আশঙ্কা থাকবে না তাদের। আর ম্যাচ ড্র হলে পঞ্চম টেস্টই ফাইনাল ম্যাচ হয়ে উঠবে।
05 Sep 2021, 11:29:33 PM IST
আরও ২৯১ রান চাই ইংল্যান্ডের
ভারতীয় বোলাররা চতুর্থ দিনে বল হাতে কোনও সাফল্য পাননি। ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিব হামিদ ইতিমধ্যে ৭৭ রান করে ফেলেছেন। হামিদ ৪৩ এবং বার্নস ৩১ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডকে আরও ২৯১ রান করতে হবে। হাতে দশ উইকেট রয়েছে। সোমবার পুরো দিনটা পাবে ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতে ভারত যদি ইংল্যান্ডকে আউট করতে না পারেন, তবে কিন্তু সমস্যায় পড়তে হবে কোহলি ব্রিগেডকে।
Rory Burns and Haseeb Hameed take England through to stumps unscathed 👊
২০ ওভারে ৫৯ রান করে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ২৭ রান এবং হাসিম হামিদ ২৯ রান করে অপরাজিত রয়েছেন। দুই ব্রিটিশ ওপেনার কিন্তু ধীরে ধীরে চাপ বাড়াচ্ছে।
05 Sep 2021, 10:36:45 PM IST
৫০ করে ফেলল ইংল্যান্ড
২১ ওভারের ৩ নম্বর বলে ৫০ রান করে ফেলল ইংল্যান্ড। রোরি বার্নস ২৪ রান এবং হাসিম হামিদ ২৩ রান করে অপরাজিত রয়েছেন। এই জুটিকে না ভাঙলে ভারত কিন্তু চাপে পড়ে যাবে।
05 Sep 2021, 10:31:55 PM IST
ইংল্যান্ডের ইনিংস ২০ ওভার: ৪৯/০
২০ ওভারে ৪৯ রান করে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ২৪ রান এবং হাসিম হামিদ ২২ রান করে অপরাজিত রয়েছেন।
05 Sep 2021, 09:48:02 PM IST
ইংল্যান্ডের ইনিংস ১০ ওভার: ২০/০
১০ ওভারে মাত্র ২০ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নস ৮ রান এবং হাসিম হামিদ ১১ রান করে অপরাজিত রয়েছেন।
05 Sep 2021, 09:27:34 PM IST
ইংল্যান্ডের ইনিংস৫ ওভার: ৬/০
৫ ওভারে মাত্র ৬ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নস ১ রান এবং হাসিম হামিদ ৪ রান করে অপরাজিত রয়েছেন।
05 Sep 2021, 09:07:19 PM IST
ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড
ইংল্যান্ডের রোরি বার্নস আর হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে উমেশ যাদব কোনও রান দেননি।
05 Sep 2021, 08:57:53 PM IST
৪৬৬ রানে অল আউট ভারত
২৫ রান করে ওভারটনের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন উমেশ যাদব। নিট ফল, ৪৬৬ রানে অল আউট হল ভারত। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৬৮ রান। ইংল্যান্ড চতুর্থ দিনের কয়েক ঘণ্টার সঙ্গে পুরো পঞ্চম দিন সময় পাবে। আর এই সময়ের মধ্যে ভারত কি পারবে ইংল্যান্ডকে অল আউট করে ওভাল টেস্ট জিততে?
Innings Break!#TeamIndia set a massive target of 368 runs for England.
২৪ রান করে জসপ্রীত বুমরাহ আউট হলেন। ওকসের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে। ১৪৬ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৪৫০ রান।
05 Sep 2021, 08:38:40 PM IST
ভারতের ইনিংস ১৪৫ ওভার: ৪৪৬/৮
ভারতকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন বুমরাহ (২০) এবং উমেশ যাদব (১৩)। ১৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রান ভারতের।
05 Sep 2021, 08:17:07 PM IST
চা বিরতি- ভারত ৪৪৫/৮
শার্দুল ঠাকুর ও ঋষভ পন্ত আউট হয়ে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেছেন জসপ্রীত বুমরাহ এবং উমেশ যাদব। ব্যাট হাতে বুমরাহ করেছেন ১৯ রান। উমেশ যাদবের সংগ্রহ ১৩ রান। দু'জনের জুটিতে উঠেছে ৩১ রান। দলের মোট রান ৮ উইকেটে ৪৪৫।
Tea on Day 4 of the 4th Test.
A total of 116 runs were added in the second session with a loss of 2 wickets on Day 4.
১৩৮ ওভারের প্রথম বলে ৫০ করে ফেলেন পন্ত। ৬ উইকেট হারানোর পরেও পন্ত-শার্দুল জুটি ভারতকে একটি ভাল জায়গায় নিয়ে যায়। দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করেন। তাঁদের জন্যই কিছুটা হলেও লড়াই করার পুঁজি পেয়েছে ভারত।
05 Sep 2021, 07:49:31 PM IST
শার্দুল আউট
৬০ করে আউট হলেন শার্দুল ঠাকুর। জো রুটের বলে আউট হন তিনি। ব্যাট হাতে ওভালে নিজেদের প্রথম ইনিংসে রুট কিছু করতে না পারলেও, গুরুত্বপূর্ণ সময়ে শার্দুল-পন্তের জুটি ভেঙে দিয়ে স্বস্তি ফেরায় ইংল্যান্ডে শিবিরে।
Joe Root brings himself on and gets the vital breakthrough for England 👊
১৩৫ ওভারের প্রথম বলেই অ্যান্ডারসনকে চার মারেন। সেই সঙ্গে ভারত ৪০০ রান পার করে ফেললল। সপ্তম উইকেটে পন্ত এবং শার্দুল ভরসা জোগাচ্ছেন ভারতকে। ৩৫ ওভারে ৪০৫ রান ভারতের। অর্ধশতরান করে ফেলেছেন শার্দুল ঠাকুর। ৪৭ রানে অপরাজিত রয়েছেন পন্ত।
চতুর্থ দিনের শুরুতেই ভারত তিনটে বড় ধাক্কা খেয়েছে। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে ১১৫ ওভারে ৩১৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (১৩), শার্দুল ঠাকুর (২)।
05 Sep 2021, 05:08:51 PM IST
কোহলি আউট
লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা তৈরি করে দিয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারছে না ভারত। চতুর্থ দিনের শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে বসল ভারত। জাদেজা, রাহানের পর আউট হলেন কোহলিও। ৪৪ করে মইন আলির বলে ওভারটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১২ রান।
India lose another one!
Moeen Ali gets the big wicket of Virat Kohli for 44.
৪৪ করে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ইনিংসেও তিনি অর্ধশতরান করেছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩০৪ রান।
05 Sep 2021, 04:34:40 PM IST
রাহানে আউট
রবীন্দ্র জাদেজার মতো ব্যর্থ হলেন অজিঙ্কা রাহানেও। জাদেজা আউট হওয়ার পর নেমেছিলেন রাহানে। সেই ওকসের বলেই কোনও রান না করে এলবিডব্লু হন রাহানে। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৯৬ রান।
আবারও ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনে ক্রিজে টিকে থেকে লড়াই করতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ১৭ রান করেই ক্রিস ওকসের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরলেন জাদেজা। ৪ উইকেটে ভারতের সংগ্রহ ২৯৬ রান।
Chris Woakes strikes for England and traps Ravindra Jadeja in front of the stumps 💥
ক্রিজে রয়েছেন বিরাট কেহালি (২৯) এবং রবীন্দ্র জাদেজা (১২)। ৯৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান ভারতের।
05 Sep 2021, 04:01:34 PM IST
রোহিত-পূজারার অসাধারণ লড়াই
ভারতের ১৯১ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৯০ রানে। দ্বিতীয় দফায় বড় রানের ইনিংস গড়ার পথে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতে দাঁড়িয়ে ইংল্যান্ডকে চাপে ফেলতে মরিয়া বিরাট কোহলি ব্রিগেড।
The Oval Diaries with Rohit & Pujara 😎
Of role reversals, patience, putting up a century stand & scoring a maiden Test ton overseas - @ImRo45 chats up with @cheteshwar1👍 👍 - by @RajalArora