বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: বুমরাহর আড়ালে থেকেই আগরকরের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন শামি

IND vs ENG: বুমরাহর আড়ালে থেকেই আগরকরের সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন শামি

শামিকে অভিনন্দন সতীর্থদের। ছবি- এপি (AP)

যুগ্মভাবে বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ODI ক্রিকেটে দুর্দান্ত মাইলস্টোন টপকে যান মহম্মদ শামি।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বল হাতে আগুন ঝরালেন জসপ্রীত বুমরাহ। তবে পিছিয়ে থাকলেন না মহম্মদ শামিও। বুমরাহ ১৯ রানে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েন। তবে জসপ্রীতের আড়ালে থেকে শামিও দুর্দান্ত একটি ব্যক্তিগত নজির গড়ে ফেলেন।

শামি ৭ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। তিনি ফিরিয়ে দেন বেন স্টোকস, জোস বাটলার ও ক্রেগ ওভার্টনকে। এমন দুর্দান্ত বোলিংয়ের পথে শামি দ্রুততম ভারতীয় বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলস্টোন টপকে যান।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

বাটলারের উইকেটটি ছিল শামির ওয়ান ডে কেরিয়ারের ১৫০তম উইকেট। তিনি ৮০টি ম্যাচের ৭৯টি ইনিংসে বল করে এমন কৃতিত্ব অর্জন করনে। আর কোনও ভারতীয় বোলার এত কম ম্যাচে ১৫০টি ওয়ান ডে উইকেট নিতে পারেননি। এতদিন এই রেকর্ড ছিল অজিত আগরকরের দখলে। তিনি ওভালেই ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ৯৭তম ওয়ান ডে ম্যাচে ১৫০ উইকেটের মাইলস্টোন টপকান।

আরও পড়ুন:- IND vs ENG: কুঁচকির চোট নয়, বাদ দেওয়া হয়েছে কোহলিকে, সীমাহীন কটাক্ষ বার্মি আর্মির

সার্বিকভাবে ম্যাচ সংখ্যার নিরিখে বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০টি ওয়ান ডে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন শামি। যদিও এককভাবে নয়, বরং রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি। সব থেকে কম ৭৭টি ওয়ান ডে ম্যাচে ১৫০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। পাকিস্তানের সাকলিন মুস্তাক ৭৮টি ওয়ান ডে ম্যাচে ১৫০টি উইকেট নেন। রশিদ ও শামি ৮০টি করে ম্যাচে এই মাইলস্টোন টপকান। ৮০টি ওয়ান ডে ম্যাচে শামির উইকেট সংখ্যা দাঁড়ায় ১৫১।

বন্ধ করুন