জসপ্রীত বুমরাহ ফিট থাকলে ম্যাঞ্চেস্টারেও সুযোগ পেতেন না। বুমরাহের চোটের জন্য সাত মাস পরে ভারতের একদিনের দলে ফিরেই ঝড় তুললেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে 'ডবল উইকেট মেডেন' নিলেন ভারতীয় তারকা পেসার।
রবিবার ম্যাঞ্চেস্টারে একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। চোটের জন্য বুমরাহের পরিবর্তে দলে ঢোকেন সিরাজ। যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। সিরিজের ‘ফাইনালে’ বুমরাহ ছিটকে যাওয়ায় উদ্বেগে পড়ে যান ভারতীয় সমর্থকরা।
(IND vs ENG সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
ম্যাচের দ্বিতীয় ওভারেই ভারতীয়দের সেই উদ্বেগ কাটিয়ে দেন সিরাজ। মহম্মদ শামির প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে তাঁর হাতে বল তুলে দেন রোহিত। স্ট্রাইকে ছিলেন জনি বেয়ারস্টো। প্রথম বলটা ভালোই ছিল। কোনও রান নেননি। দ্বিতীয় বলে অল্পের জন্য বেঁচে যান বেয়ারস্টো। একটুর জন্য বেয়ারস্টোর ব্যাটের কাণায় চুমু খেতে পারেনি সিরাজের বল।
তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতীয় তারকাকে। আরও অফ ও মিডল স্টাম্পের কাছেফুল লেংথে বল ফেলেন। বেয়ারস্টো ড্রাইভ করতে গেলেও হাতে ব্যাট ঘুরে যায়। মিড-অফে সহজ ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। তারপর ক্রিজে আসেন জো রুট। প্রথম দুটি বলে কিছুটা 'সেট আপ' করেন সিরাজ। ওভারের শেষ বলে রুটকে স্রেফ দাঁড় করিয়ে রেখে উইকেট নেন। গুড এবং ফুল লেংথের মধ্যে বল রাখেন সিরাজ। বল ভিতরে ঢুকবে ভেবেছিলেন রুট। কিন্তু বল পিচে পড়ে সামান্য বাইরের দিকে যায়। ব্যস, সেটাই যথেষ্ট ছিল। দ্বিতীয় স্লিপে রুটের ক্যাচ নেন রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।