বাংলা নিউজ > ময়দান > সেঞ্চুরির কথা ভেবে ব্যাট করেন না বলেই এত রান করতে পেরেছেন, দাবি কোহলির

সেঞ্চুরির কথা ভেবে ব্যাট করেন না বলেই এত রান করতে পেরেছেন, দাবি কোহলির

বিরাট কোহলি। (সৌজন্য রয়টার্স)

২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেন বিরাট।

শুভব্রত মুখার্জি

বছর খানেকের উপরে চলা ব্যাটে রানের খরা ইংল্যান্ড সিরিজে কেটে গিয়েছে। ভারত অধিনায়ক কোহলি ধীরে ধীরে ফিরেছেন তার 'বিরাটসুলভ' ব্যাটিং ফর্মে। অভিষেক বছরের পরে প্রথমবার ২০২০ গোটা মরশুমে একটিও আন্তর্জাতিক শতরান পাননি তিনি। ২০২১ সালে তার আর পুনরাবৃত্তি হবে না বলেই বিরাট ফ্যানদের আশা।

২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই বিরাটের ব্যাটে ফের ধারাবাহিকভাবে রান আসা শুরু হয়েছে। বলা যায় ছন্দে ফিরেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। তবে বিরাট সমর্থকদের প্রত্যাশা তাঁর কাছ থেকে শতরানের। অর্ধশতরানে তাঁরা খুশি নন। সেই শতরান এই বছর এখনও তাঁর ব্যাট থেকে আসেনি। অধিনায়ক কোহলি নিজে এই বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন।

প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটের ২২ গজে ৭০টি শতরান ইতিমধ্যেই করে ফেলেছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে যথাক্রমে তাঁর রানসংখ্যা ৫৬ এবং ৬৬। শতরানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কোহলি বলেছেন, 'কখনও শতরানের জন্য খেলিনি। এইকারনেই বোধ হয় অল্প সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পেরেছি। দলের জন্য রান করা জরুরি। শতরানের পর যদি দল না জিততে পারে, তাহলে সেই শতরানের কি কোনও মূল্য আছে! কেরিয়ারের শেষে কেউ সংখ্যা দেখতে বসবে না, কেমন ভাবে খেলেছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ।'

প্রসঙ্গত, ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। এরপর থেকে আন্তজার্তিক ক্রিকেটে কোনও শতরান আসেনি কোহলির ব্যাট থেকে। একদিনের ক্রিকেটে শেষ শতরান করেছিলেন ২০১৯ সালের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.