বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ভয়ে ভয়ে সতর্কভাবে খেলে হার অস্ট্রেলিয়ার, একই ক্রিকেট খেলছে ইংল্যান্ড, ক্ষুব্ধ ওয়ার্ন

IND vs ENG: ভয়ে ভয়ে সতর্কভাবে খেলে হার অস্ট্রেলিয়ার, একই ক্রিকেট খেলছে ইংল্যান্ড, ক্ষুব্ধ ওয়ার্ন

ভয়ে ভয়ে সতর্কভাবে খেলে হার অস্ট্রেলিয়ার, একই ক্রিকেট খেলছে ইংল্যান্ড : ওয়ার্ন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)

ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ওয়ার্ন।

কখন ডিক্লেয়ার করবে ইংল্যান্ড? কেন দ্রুত রান তুলছে না? চেন্নাইয়ে যত দ্বিতীয় ইনিংস গড়িয়েছে, তত জো রুটের উদ্দেশে সেইসব প্রশ্ন ভেসে এসেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন তো একধাপ এগিয়ে বলে দিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো ভয়ে ভয়ে ক্রিকেট খেলছে ইংল্যান্ড। সঙ্গে চূড়ান্ত সতর্কভাবে এগোচ্ছেন রুটরা। তার ফল ভুগতে হতে পারে ইংল্যান্ডকে।

চেন্নাইয়ে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয়বার ব্যাটিংয়ের সময় প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনকে উদ্দেশ করে ওয়ার্ন লেখেন, 'অস্ট্রেলিয়ায় ভারত সাহসী এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। দুর্দান্ত লাগছিল দেখতে। ভয়ে ভয়ে এবং সতর্কতার সঙ্গে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া সিরিজ হেরে গিয়েছিল। ইংল্যান্ডও ভীরু এবং সতর্ক ক্রিকেট খেলছে….।'

তবে তার আগেও ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ওয়ার্ন। ভনের টুইট রিটুইট করে ওয়ার্ন বলেন, 'তোমার ক্রিকেট দলের সঙ্গে কী হচ্ছে? কী মহান কারণে ওরা ম্যাচটিকে নিজের হাত থেকে বেরিয়ে যেতে দিচ্ছে? ওরা কেন বল করছে না? ইংল্যান্ড চাইবে না যে দুই ইনিংস দীর্ঘক্ষণ খেলার জন্য ভারতকে অলআউট করার সুযোগ হাতছাড়া হোক।' 

যদিও তখন ওয়ার্নের মতের সঙ্গে রাজি হননি ভন। যে দুই তারকা অ্যাসেজের যুদ্ধে সামিল হতেন। ভন বলেন, 'যদি ওরা (ইংল্যান্ড) জেতে, তাহলে ওরা ভালো খেলেছে সবাই খেলবে। যদি ওরা ড্র করে তাহলে বাকি সিরিজে প্রভাব ফেলবে। আমার এখনও মনে হয়, এই পিচে ওরা জিতবে।' যদিও পরে নিজের মত থেকে কিছুটা সরে আসেন ভন। ওয়ার্নকে বলেন, ‘আমার মনে হচ্ছে, ও (রুট) বড্ড বেশি সতর্ক হয়ে যাচ্ছেন। এই টেস্ট ড্র করার জন্য ভারতকে ভালো সুযোগ দিচ্ছে।’

তবে শুধু ওয়ার্ন নন, ভারতকে পুরোপুরি বেকায়দায় পেয়েও কেন প্রায় ৪৭ ওভার ব্যাট করেছে ইংল্যান্ড, দ্রুত রান তোলেনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ার্নের মতো প্রাক্তন ক্রিকেটাররা। শেষপর্যন্ত ৪৬.৩ ওভারে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তার ফলে ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা আছে। আর চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে এক উইকেটে ৩৯ রান। ক্রিজে আছেন শুভমন গিল (১৪) এবং চেতেশ্বর পূজারা (১২)। তবে ভারতকেও পরামর্শ দিয়েছিলেন ওয়ার্ন। জানিয়েছিলেন, ভারতীয় বোলারদের জায়গায় থাকলে তিনি উইকেটই নিতেন না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.