বাংলা নিউজ > ময়দান > Ind vs Eng: হেডিংলেতে পূজারা কি বাদ পড়ছেন? শার্দুল ঢুকছেন? কার্যত জানিয়ে দিলেন বিরাট

Ind vs Eng: হেডিংলেতে পূজারা কি বাদ পড়ছেন? শার্দুল ঢুকছেন? কার্যত জানিয়ে দিলেন বিরাট

বিরাট কোহলি (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

চেতেশ্বর পূজারার পরিবর্তে কি দলে ঢুকবেন সূর্যকুমার যাদব?

চেতেশ্বর পূজারার পরিবর্তে কি দলে ঢুকবেন সূর্যকুমার যাদব? চোট সারিয়ে কি ফিরছেন শার্দুল ঠাকুর? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগে এমনই সব জল্পনায় কার্যত ইতি টেনে নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সাফ জানিয়ে দিলেন, প্রথম একাদশে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই।

লর্ডস টেস্টে চার পেসার নীতিতে খেলেছিল ভারত। একটি মহল থেকে দাবি করা হচ্ছিল, হেডিংলে টেস্টে ভারত সেই নীতিতে খেললেও অফ-ফর্মের পূজারা বাদ পড়তে পারেন। পরিবর্তে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে সূর্যকুমারের। সেই জল্পনায় ইতি টেনে মঙ্গলবার ম্যাচ-পূরবর্তী সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, 'কারও কোনও চোট ছাড়া আমাদের পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। গত টেস্ট শেষ হওয়ার পর এমন কোনও সমস্যা হয়নি আমাদের। কেউ উইনিং কম্বিনেশন পালটাতে যায় না। বিশেষত দ্বিতীয় টেস্টে দল যখন এরকম দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।'

তবে বুধবার ম্যাচের আগে পিচের কী অবস্থা হয়, তার উপর নির্ভর করে ভারতের প্রথম একাদশ বেছে নেওয়া হবে। বিরাট বলেন, ‘পিচের যা অবস্থা, তা দেখে আমরা বেশ চমকে গিয়েছি। সত্যি কথা বলতে, আমি এরকম ভাবিনি। আমি ভেবেছিলাম, আরও ঘাস থাকবে। যে কোনও কিছু সম্ভব। আমরা ১২ জনের দলের নাম ঘোষণা করব। ম্যাচের দিন পিচ পরীক্ষা করব এবং সেইমতো উপযুক্ত একাদশ বেছে নেব।’

তারইমধ্যে কে এল রাহুল এবং রোহিত শর্মার ওপেনিং জুটি নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন বিরাট। তিনি বলেন, 'বিদেশে যখন আপনি খেলেন, তখন ওপেনিং জুটি সবথেকে গুরুত্বপূর্ণ। যেভাবে কে এল রাহুল এবং রোহিত শর্মা খেলেছে, তা সত্যিই দুর্দান্ত। আমাদের আশা যে ওরা একইভাবে খেলে যেতে থাকবে। কারণ বিদেশে ওপেনিং জুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।একটি ভিত্তি তৈরি করে দেবে ওরা, সেখান থেকে আমরা আরও এগিয়ে যেতে পারবে।'

হেডিংলতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ : কে এল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন