৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে পাঁচ টেস্ট ম্যাচের ভারত ইংল্যান্ড সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষদিনে ভরাডুবির পাশাপাশি চোট আঘাত ও করোনার হানা ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়েছে। জো রুটদের বিরুদ্ধে মাঠে নামার আগে অনেক সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে তার আগেই ভারতীয় দল নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন নাসের হুসেন।
প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারের মতে সুইং সহায়ক পরিবেশে ইংল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলবে। Daily Mail-র সঙ্গে আলোচনায় নাসের দাবি করেন, ‘আমি যতটা ভারতীয় দলের খেলা দেখেছি, সেই অনুযায়ী ইংল্যান্ড যদি প্রথম ইনিংসে মোটামুটি লড়াই করার মতো স্কোর করতে পারে, তবে ইংল্যান্ডের যা বোলিং অ্যাটাক তাতে ভারতকে সমস্যায় ফেলতে ওরা আত্মবিশ্বাসী হবে।’
পাশপাশি ভারতীয় দলের পরিকল্পনা কেমন হওয়া উচিত, সেই বিষয়েও উপদেশ দেন নাসের। ইংল্যান্ডের মাটিতে গতবার দুর্দান্ত শতরান করলেও নাসের মনে করছেন ছয় নম্বরে পন্তকে ব্যাট করতে পাঠানো একটু বেশি ঝুকিপূর্ণ হয়ে যাবে ভারতীয় দলের জন্য। তবে ব্যাটিং সহায়ক পিচে ভারত দুই স্পিনারের সঙ্গেই মাঠে নামতে পারে বলে মত নাসেরের।
‘ইংল্যান্ডের পরিবেশে ছয় নম্বরে যদি ঋষভ পন্তকে ব্যাট করতে পাঠানো উচিত হবে না। পাশাপাশি শুভমন গিল চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারতকে নতুন ওপেনারও খুঁজতে হবে। বড় প্রশ্ন হল বল সুইং করলেও কী ওরা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুইজনকেই দলে নিতে পারবে? যদি ভাল, পাটা ব্যাটিং পিচে ম্যাচ হয়, তাহলে একই সঙ্গে দু'জনকেই খেলানো সম্ভব।’ জানান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।