বাংলা নিউজ > ময়দান > দুই বাঁ-হাতির দুর্দান্ত নজির, গম্ভীর-মুকুন্দের রেকর্ড ভাঙলেন পন্ত-জাদেজা

দুই বাঁ-হাতির দুর্দান্ত নজির, গম্ভীর-মুকুন্দের রেকর্ড ভাঙলেন পন্ত-জাদেজা

জাদেজা ও পন্ত। ছবি- বিসিসিআই।

এজবাস্টনে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজ জুটি বেঁধে ভারতের হয়ে সর্বকালীন টেস্ট রেকর্ড গড়েন।

যতক্ষণ না পন্তের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন রবীন্দ্র জাদেজা, ততক্ষণ পর্যন্ত এজবাস্টন টেস্টের রাশ ইংল্যান্ডের হাতে ছিল। পন্ত-জাদেজা জুটি ক্রিজে থিতু হওয়ার পরেই ছবিটা বদলে যেতে সময় লাগেনি।

একসময় ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা ভারত এজবাস্টনের প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি টপকে যাবে, এমনটা অনুমান করা মোটেও সহজ ছিল না। তবে কার্যত অসম্ভব সেই কাজটাই সম্ভব করে দেখান টিম ইন্ডিয়ার দুই বাঁ-হাতি ব্যাটসম্যান।

ষষ্ঠ উইকেটের জুটিতে পন্ত-জাদেজা ২২২ রান যোগ করে ভারতকে ম্যাচে ফেরান। সেই সঙ্গে ভেঙে দেন ইংল্যান্ডের মাটিতে ১১ বছর আগে গড়া দুই বাঁ-হাতি ব্যাটসম্যানের রেকর্ড। বরং বলা ভালো এজবাস্টনে পন্ত ও জাদেজ জুটি বেঁধে ভারতের হয়ে সর্বকালীন টেস্ট রেকর্ড গড়েন।

ডার্বিশায়ারের বিরুদ্ধে ভারতের টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুই বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যানের এটাই সব থেকে বেশি রানের পার্টনারশিপ। আগের নজির ছিল গৌতম গম্ভীর ও অভিনব মুকুন্দের। ২০১১ সালে লর্ডসে দুই বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যান জুটি বেঁধে ৬৩ রান যোগ করেছিলেন। সেই রেকর্ডকে বহু পিছনে ফেলে দেন পন্ত-জাদেজা।

আরও পড়ুন:- IND vs ENG: চার-ছক্কার সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি, এজবাস্টনে ব্যাট হাতে সম্মোহিত করলেন পন্ত-জাদেজা

উল্লেখ্য, এজবাস্টনের প্রথম দিনে ভারতের ছয় ডানহাতি ব্যাটসম্যান বড় রানের মুখ দেখেননি। গিল ১৭, পূজারা ১৩, বিহারী ২০, কোহলি ১১, শ্রেয়স ১৫ ও শার্দুল ১ রানে আউট হন। পন্ত ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। জাদেজা ১০টি বাউন্ডারির সাহায্যে ১৬৩ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। প্রথম দিনে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে।

বন্ধ করুন