বাংলা নিউজ > ময়দান > 'ব্যাট হাতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত', পরিস্থিতি অনুযায়ী হিটম্যানের ব্যাটিং গিয়ার বদলে মুগ্ধ সচিন

'ব্যাট হাতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত', পরিস্থিতি অনুযায়ী হিটম্যানের ব্যাটিং গিয়ার বদলে মুগ্ধ সচিন

রোহিত শর্মা। ছবি- পিটিআই। (PTI)

ইংল্যান্ডে রোহিত শর্মার পরিণত ব্যাটিংয়ে আপ্লুত তেন্ডুলকর।

টেস্টে ওপেনার হিসেবে আত্মপ্রকাশের পর থেকে রোহিত শর্মা অত্যন্ত ধারাবাহিক। গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে টিম ইন্ডিয়া বারবার রোহিতের সঙ্গী বদল করলেও একপ্রান্তে নিজের জায়গা পোক্ত করেছেন হিটম্যান। চলতি ইংল্যান্ড সফরেও ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

চলতি ইংল্যান্ড সফরে মুম্বইয়ের তারকা ওপেনারের ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার মনে করছেন, ধৈর্য্যের সঙ্গে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরে ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান।

এই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে টেস্ট খেলতে নেমেছেন রোহিত শর্মা। দু'টি টেস্টের চারটি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩৬, অপরাজিত ১২, ৮৩ ও ২১।

রোহিতের এমন ব্যাটিং প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে সাচিন বলেন, ‘এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হয়েছে রোহিত (ভারতীয় ব্যাটিংকে) নেতৃত্ব দিচ্ছে। নিজের টেম্পারমেন্টের পরিণত দিকটি তুলে ধরেছে ও এবং দেখিয়েছে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাকে কীভাবে বদলাতে পারে।’

তেন্ডুলকর আরও বলেন, ‘বাইশগজে ও একজন প্রকৃত নেতা এবং লোকেশ রাহুল ওকে দুরন্ত সঙ্গত করছে। যদি পুল শট খেলে আউট হওয়ার কথা ধরা হয়, তবে বলব ও এই শট খেলে বল গ্যালারিতেও পাঠিয়েছে। রোহিত বল ছাড়া এবং ডিফেন্স করার ক্ষেত্রে সমান দক্ষতা দেখিয়েছে। ও সবসময়ই দারুণ ক্রিকেটার ছিল, তবে ইংল্যান্ডে শেষ কয়েকটা ইনিংস দেখে মনে হয়েছে যে, ও নিজের খেলাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.