চলতি সিরিজেই বার দু'য়েক পুল শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন রোহিত শর্মা। তাই বলে আগ্রাসী মেজাজ দূরে সরিয়ে রাখতে রাজি হলেন না হিটম্যান। হেডিংলে টেস্টের দ্বিতীয় ইনিংসে টি-২০ সুলভ আপার কাট শটে বলকে গ্যালারিতে ফেললেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার।
চাপের মুখে রোহিতকে এমন ভয়ডরহীন শট খেলতে দেখে আপ্লুত বিশেষজ্ঞরাও। ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা সুনীল গাভাসকর, সঞ্জয় মঞ্জরেকররা প্রশংসা করেন রোহিতের এমন ব্যাটিংয়ের।
চলতি ইংল্যান্ড সফরে ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার। বড় রানের ইনিংস খেলতে না পারলেও রোহিতকে দেখে একবারের জন্যও মনে হচ্ছে না যে, তিনি ফর্মে নেই। বরং সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তির দাবি, ইংল্যান্ডে ভারতীয় ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
লর্ডসের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত। লিডসের প্রথম ইনিংসে ভারতীয়দের মধ্যে একমাত্র রোহিতকেই জমাট দেখিয়েছে। যদিও হেডিংলে টেস্টে ইংল্যান্ড টিম ইন্ডিয়ার ঘাড়ের উপর বিশাল রানের বোঝা চাপিয়ে দিয়েছে। প্রথম ইনিংসের নিরিখে ৩৫৪ রানে পিছিয়ে থাকতে হলে যে কোনও দলকেই চাপে কুঁকড়ে থাকতে দেখা স্বাভাবিক।
তবে রোহিত যেভাবে দ্বিতীয় ইনিংস শুরু করেন, তাতে চাপের কোনও লক্ষণই ছিল না। বরং আগ্রাসী শট খেলে চাপটাকেই দুরে সরিয়ে দিতে চাইলেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে ওলি রবিনসনের তৃতীয় বলে দুরন্ত ছক্কা হাঁকান রোহিত। অফস্টাম্পের বাইরের শর্ট বলে লাফিয়ে আপার কাট করেন হিটম্যান। বল থার্ডম্যান বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।