বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: ‘আমাদের বেঞ্চেও দক্ষ প্লেয়ার বসে রয়েছে’, T20 WC-এর আগে বাকিদের হুঁশিয়ারি রোহিতের

IND vs ENG: ‘আমাদের বেঞ্চেও দক্ষ প্লেয়ার বসে রয়েছে’, T20 WC-এর আগে বাকিদের হুঁশিয়ারি রোহিতের

সিরিজ জিতে উচ্ছ্বসিত রোহিত শর্মা।

ইংল্যান্ডে ওডিআই সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা একদিকে যেমন পন্ত-হার্দিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তেমনই ভারতের শক্তিশালী রিজার্ভ বেঞ্চের শক্তির কথাও সকলকে মনে করিয়ে দিয়েছেন। এবং তাঁরা যে টি২০ বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তি আরও মজবুত করবেন, সে কথাও জানাতে ভোলেননি রোহিত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের শেষ ম্যাচটি রবিবার ম্যাঞ্চেস্টারে ৫ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ের পিছনে ঋষভ পন্ত এবং হার্দিক পাণ্ডিয়ার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডে ওডিআই সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা একদিকে যেমন পন্ত-হার্দিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তেমনই ভারতের শক্তিশালী রিজার্ভ বেঞ্চের শক্তির কথাও সকলকে মনে করিয়ে দিয়েছেন। এবং তাঁরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তি আরও মজবুত করবেন, সে কথাও জানাতে ভোলেননি হিটম্যান।

সিরিজ জিতে উচ্ছ্বসিত রোহিত

ম্যাচের পর বিরাট বিবৃতি দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই জয় নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘খুব খুশি। সাদা বলের ক্রিকেটে দল হিসেবে কিছু অর্জন করতে চেয়েছিলাম। সেটা করেওছি। আমরা শেষ বার এখানে হেরেছিলাম। সে কথা আমি ভুলিনি। এখানে এসে জেতাটা কিন্তু সহজ ছিল না। এটি একটি ভালো পিচ ছিল। তবে আমরা বুঝতে পেরেছিলাম যে, টানা উইকেট হারালে জেতাটা সহজ হবে না।’

আরও পড়ুন: অজিরা ছাড়া গত ৭ বছরে বাকি দল যা করতে পারেনি, ইংল্যান্ডে সেটাই করে দেখাল ভারত

পন্ত-হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ রোহিত

এ দিনের জয়ের দুই স্তম্ভই হার্দিক এবং পন্ত। এই দুই তারকাকেক নিয়ে রোহিত বলেছেন, ‘আজ আমরা হার্দিক এবং ঋষভকে দেখেছি। আমাদের কখনও-ই মনে হয়নি, ওরা ভয় পেয়ে রয়েছে। ওরা নিজেদের ব্যাটিংকে সমর্থন করে দুরন্ত সব শট খেলেছে। চাহালও আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সব ফরম্যাটে বোলিং করার অভিজ্ঞতা আছে ওর। বিশ্বকাপের পর ওর দলে ফিরে আসায় খুবই খুশি।’

আরও পড়ুন: ম্যাচের সেরা হয়ে প্রাক্তন কোচের হাতে উপহার পাওয়া শ্যাম্পেন তুলে দিলেন পন্ত- ভিডিয়ো

টপ অর্ডার নিয়ে বিরক্ত

জয়ের মাঝেও ভারতের টপ অর্ডারের ব্যর্থতা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। রোহিত বলেছেন, ‘সত্যি বলতে, উইকেটে তেমন কিছু ছিল না। আমরা কিছু ভালো শট খেলিনি। তবে ওরা (বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান) ভালো ভাবে ফিরে আসবে। এটা এমন একটি সিরিজ, যেখানে টপ অর্ডার ব্যর্থ হয়েছে। আর কিছু বলার নেই, কারণ আমি জানি ওরা দলে থাকলে কতটা লাভ হয়।’

রিজার্ভ বেঞ্চে জোর

সিরিজ জয়ের পর রিজার্ভ বেঞ্চের শক্তি নিয়ে রোহিত বলেছেন, ‘আমাদের কিছু দক্ষ ছেলে বেঞ্চে খেলার অপেক্ষায় বসে রয়েছে। আমরা এই বেঞ্চ আরও শক্তিশালী তৈরি করতে চাই (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে)। চোট তো হবেই। তখন চাপ সামলাতে রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী তৈরি করতে হবে। কিছু দক্ষ খেলোয়াড় রয়েছে, যারা ওয়েস্ট ইন্ডিজে সুযোগ পাবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন