ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা ব্রিটিশ স্কোয়াডের সঙ্গে জুড়ে দেওয়া হয় উইকেটকিপার স্যাম বিলিংসকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টের মাঝপথে বেন ফোকসের করোনা পরিবর্ত হিসেবে মাঠে নামেন বিলিংস। ৫ দিনের আইসোলেশনের মেয়াদ শেষে ফোকসের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেই বিলিংসকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড। উল্লেখ্য, ক'দিন আগে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন বিলিংস।
স্যাম বিলিংস লিডসে কোভিড পরিবর্ত হিসেবে মাঠে নামার আগে ইংল্যান্ডের হয়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টের প্রথম ইনিংসে ২৯ ও দ্বিতীয় ইনিংসে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টে ব্যাট করার সুযোগ হয়নি তাঁর।
ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাকালামের শুরুটা হয়েছে দুর্দান্তভাবে। ম্যাকালামের কোচিংয়ে নিউজিল্যান্ডকে প্রথম সিরিজেই হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। তবে ভারতের বিরুদ্ধে ব্রিটিশদের যে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটা একপ্রকার নিশ্চিত।
ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড:- বেন স্টোকস (ক্যাপ্টেন), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেগ ওভার্টন, জেমি ওভার্টন, ম্য়াথিউ পটস, ওলি পোপ ও জো রুট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।