ক'দিন আগে একই সাজঘরে দেখা গিয়েছিল তিনজনকে। একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান দুই ক্রিকেটার। সাজঘরে গেমপ্ল্যান ছকে দেন কোচ। ক'দিন পরেই বদলে গেল ছবিটা। এবার দুই ক্রিকেটার পরস্পরের প্রতিপক্ষ। একজনের বিরুদ্ধে অন্যজনের সাফল্যে উচ্ছ্বসিত দেখায় সেই কোচকে।
ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে জেমস অ্যান্ডারসনের বলে উইকেটের পিছনে শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ক্যাচ ধরেন স্যাম বিলিংস। স্বাভাবিকভাবেই বিলিংসের এমন দুর্দান্ত কিপিং দেখে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়সের নেতৃত্বে মাঠে নামেন বিলিংস। সেই সময় ম্যাকালাম ছিলেন কেকেআরের কোচ।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
এজবাস্টনে প্রথম দিনের লাঞ্চের পরে আউট হন শ্রেয়স। ২৭.৫ ওভারে যখন আইয়ার সাজঘরে ফেরেন, ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৯৮ রান। শ্রেয়স ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।
তার পর থেকে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংসের হাল ধরেন। দু'জনে ষষ্ঠ উইকেটে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। ভারত চায়ের বিরতির পরেই প্রথম ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায়।