ভারত-ইংল্যান্ডের চলতি এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্টুয়ার্ট ব্রড এবং আম্পায়ার রিচার্ড কেটলবরোর মধ্যে কিছু উত্তপ্ত বাক্যবিনিময়!
সেই সময়ে ব্যাট করছিলেন ব্রড ও স্যাম বিলিংস। আম্পায়ারের কোনও একটি সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রড কিছু বলতে গিয়েছিলেন। জবাবে আম্পায়ার তাঁকে জোর ধমকে দেন। তিনি ব্রডকে পরিষ্কার বলে দেন, ‘আমাকে আম্পায়ারিং করতে দাও, আর তুমি তোমার ব্যাটিং করো। ঠিক আছে? না হলে তুমি আবার বড় সমস্যায় পড়বে।’
আরও পড়ুন: ‘আধ ঘণ্টা ধরে ওর পাগলামি চলেছে’, বুমরাহের সিদ্ধান্তে বিরক্ত পিটারসেন
কিন্তু এর পরেও ব্রড চুপ করেননি। তিনি বিড়বিড় করে কিছু বলতে থাকেন। তাঁকে পাল্টা আম্পায়ার বলেন, ‘ব্রডি! ব্রডি! চুপ করে ব্যাট করতে যাও।’ আম্পায়ারের কথা পুরোটাই শোনা যায় স্টাম্প মাইকে। তবে ব্রড কী বলেছেন সেটা শোনা যায়নি।
এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড ভালো জায়গায় থাকলেও, ব্রডের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এই ম্যাচে যেমন তিনি নিজের কেরিয়ারের ৫৫০তম উইকেট নেওয়ার নজির গড়েছেন, তেমনই এক ওভারে ৩৫ রান দিয়ে লজ্জার রেকর্ডেও নাম লিখিয়েছেন।
তবে ইংল্যান্ড কিন্তু এই টেস্টে চালকের আসনে। জিততে হলে পঞ্চম দিনে ইংল্যান্ডকে করতে হবে আর মাত্র ১১৯ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট। এই রান ইংল্যান্ডের নাগালের মধ্যেই রয়েছে। বরং ব্রিটিশদের ৭ উইকেট তুলে নেওয়াটাই ভারতের কাছে মারাত্মক চাপের। অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারতের ম্যাচ বাঁচানোর কোনও আশাই নেই। এই টেস্টে ভারত হারলে সিরিজ জয়ের স্বপ্নও শেষ হয়ে যাবে। সিরিজটি ২-২ ড্র হয়ে যাবে।