ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েও স্বস্তি নেই টিম ইন্ডিয়ার। কেননা, সিরিজে সমতা ফিরিয়ে ওঠার পরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলকে।
মোতেরায় দ্বিতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হল বিরাট কোহলিদের। ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার অনিল চৌধরি, কেএন অনন্তপদ্মনাভন ও তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা।
অম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতেই আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ক্যাপ্টেন কোহলি-সহ ভারতীয় দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানার শাস্তিবিধান করেন।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে। সবদিক বিবেচনার পরেও মোতেরায় নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি শাস্তি মেনে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
আমদাবাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।