অত্যধিক ক্রিকেট নিয়ে আক্ষেপের সুর ধরা পড়ল রাহুল দ্রাবিড়ের গলায়। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর কিছুটা মজা করেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের মন্তব্য, এত ক্রিকেট খেলা হচ্ছে যে ভুলভ্রান্তি নিয়ে পর্যালোচনা করার সময়ই হচ্ছে না।
মঙ্গলবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে হেরে গিয়েছে ভারত। তৃতীয় দিন পর্যন্ত যে ম্যাচে ভারত অনেকটা এগিয়ে ছিল, সেই ম্যাচে হেরে যাওয়ায় স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে। বিশেষত ভারতীয় দলের হটসিটে দ্রাবিড় বসার পর বিদেশের মাটিতে একই কায়দায় টানা তিনটি টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। চতুর্থ ইনিংসে বল করে পুঁজি রক্ষা করতে পারেননি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিরা।
আরও পড়ুন: স্লো-ওভার রেটের জেরে দুই পয়েন্ট কাটা, WTC-তে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত
সেই পরিস্থিতিতে ভুলভ্রান্তি দূর করার জন্য কী করবেন, তা নিয়ে সাংবাদিক বৈঠকে দ্রাবিড়ের দিকে প্রশ্ন ধেয়ে আসে। সেই প্রসঙ্গে হেসে তিনি বলেন, 'এত ক্রিকেট খেলা হচ্ছে যে ভুলভ্রান্তি নিয়ে পর্যালোচনা করার সময়ই হচ্ছে না। দু'দিন পরে আপনার সঙ্গে হয়ত অন্য কোনও বিষয়ে কথা বলব।'
আরও পড়ুন: স্লো-ওভার রেটের জেরে দুই পয়েন্ট কাটা, WTC-তে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত
তারপরে দ্রাবিড় তিনি বলেন, 'অবশ্যই এটার বিষয়ে আমরা ভাবনাচিন্তা করব। প্রতিটি ম্যাচ থেকেই কিছু শিক্ষণীয় থাকে। আপনি হেরে যান বা জিতে যান - সেটা থেকে শিক্ষা নিতেই হবে। অবশ্যই আমাদের দেখতে হবে যে কেন আমরা (এজবাস্টনের) তৃতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারিনি, কেন চতুর্থ ভালো ইনিংসে ভালো করতে পারিনি। সেটা নিয়ে কী করা যায়, সেই কাজটা করা হবে।' সঙ্গে তিনি জানান, প্রতিটি ম্যাচের পরেই নির্বাচক এবং কোচের মধ্যে শলা-পরামর্শ হয়ে থাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।