বাংলা নিউজ > ময়দান > IND vs ENG Probable XI: চোখ থাকবে শেফালি-রিচা-শ্বেতার দিকে, ফাইনালে কাদের মাঠে নামাবে ভারত?

IND vs ENG Probable XI: চোখ থাকবে শেফালি-রিচা-শ্বেতার দিকে, ফাইনালে কাদের মাঠে নামাবে ভারত?

বিশ্বকাপের ট্রফির সঙ্গে শেফালি ও গ্রেস। ছবি- বিসিসিআই টুইটার।

India vs England U19 Women's T20 World Cup Final: শেষ হার্ডলে যারা প্রতিপক্ষকে টেক্কা দেবে, প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে তারাই।

অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচ হারতে হলেও চলতি অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে ভারতের সার্বিক পারফর্ম্যান্স চমকপ্রদ সন্দেহ নেই। অন্যদিকে ইংল্যান্ড আগাগোড়া অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দলই যে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করেছে, এবিষয়ে সন্দেহ নেই কারও।

স্বাভাবিকভাবেই হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের। শেষ হার্ডলে যারা প্রতিপক্ষকে টেক্কা দেবে, প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে তারাই। সন্দেহ নেই বিশ্বকাপ ফাইনালে দুই দলই তাদের সেরা এগারোজন ক্রিকেটারকে মাঠে নামাবে। দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ: শেফালি বর্মা (ক্যাপ্টেন), শ্বেতা শেরাওয়াত, সৌমিয়া তিওয়ারি, গঙ্গাদি তৃষা, রিচা ঘোষ (উইকেটকিপার), হৃষিতা বসু, তিতাস সাধু, মন্নত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শবী চোপড়া ও সোনম যাদব।

আরও পড়ুন:- WPL 2023: আমদাবাদের মেন্টর মিতালি, মেয়েদের আইপিএলে দিল্লির ‘কোচ’ হওয়ার প্রস্তাব ঝুলনকে

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: গ্রেস ক্রিভেন্স (ক্যাপ্টেন), লিবার্টি হিপ, নিয়াম হল্যান্ড, সেরেন স্মেল (উইকেটকিপার), রিয়ানা ম্য়াকডোনাল্ড-গে, চ্যারিস পাভেলি, অ্যালেক্সা স্টোনহাউস, সোফিয়া স্মেল, জসি গ্রোভস, এলি অ্যান্ডারসন ও হ্যানা বেকার।

কোন পথে বিশ্বকাপের ফাইনালে ভারত:-
১. ডি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
২. ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১২ রানে পরাজিত করে।
৩. ডি-গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৩ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৫. সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।

আরও পড়ুন:- BPL 2023: নিয়ন্ত্রিত আগ্রাসন রিজওয়ানের, অর্ধশতরান লিটনের, উত্তেজক জয় কুমিল্লার

কোন পথে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড:-
১. বি-গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ১৭৪ রানে হারিয়ে দেয়।
২. বি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫৩ রানে পরাজিত করে।
৩. বি-গ্রুপের তৃতীয় ম্যাচে রওয়ান্ডাকে ১৩৮ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সেক ম্যাচে আয়ারল্যান্ডকে ১২১ রানে পরাজিত করে।
৫. সুপার সিক্সেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩ রানে পরাজিত করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন