বাংলা নিউজ > ময়দান > U19 WC Final: ধোনির মতোই ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন দীনেশ
ফের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ছবি- বিসিসিআই।

U19 WC Final: ধোনির মতোই ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন দীনেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ভারত।

ধারাবাহিকতা বজায় রেখে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব ঘরে তুলল ভারত। এই নিয়ে মোট ৮ বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় যুব দল। তারা চ্যাম্পিয়ন হয় পাঁচবার। অন্যদিকে, ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পায়। এর আগে তারা ১৯৯৮ সালে একবার মাত্র যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রিটিশদের। 

06 Feb 2022, 02:05:24 AM IST

টুর্নামেন্টের সেরা ব্রেভিস

সর্বোচ্চ রান সংগ্রহকারী ডেওয়াল্ড ব্রেভিস যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি ৫০৬ রান করার পাশাপাশি ৭টি উইকেটও নিয়েছেন। 

06 Feb 2022, 02:00:58 AM IST

ম্যাচের সেরা রাজ

বল হাতে ৩১ রানে ৫ উইকেট, ব্যাট হাতে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস। সঙ্গত কারণেই বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের রাজ বাওয়া।

06 Feb 2022, 01:45:57 AM IST

পঞ্চমবার যুব বিশ্বকাপের খেতাব ঘরে তুলল ভারত

১. ভারত ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
২. বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে দ্বিতীয়বার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।
৩. ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদ ২০১২ সালে ভারতকে তৃতীয় বিশ্বকাপের ট্রফি এনে দেন।
৪. পৃথ্বী শ-র হাত ধরে ২০১৮ সালে ভারত যুব বিশ্বকাপের চার নম্বর ট্রফি জেতে।
৫. এবার যশ ধুলের নেতৃত্বে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় যুব দল।

06 Feb 2022, 01:43:14 AM IST

ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান। এছাড়া ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।

06 Feb 2022, 01:35:34 AM IST

জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন দীনেশ

৪৮তম ওভারে সেলসের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দু'টি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন উইকেটকিপার দীনেশ বনা। ঠিক এভাবেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে ভারতকে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

06 Feb 2022, 01:34:30 AM IST

হাফ-সেঞ্চুরি সিন্ধুর

চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি নিশান্ত সিন্ধুর। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান পূর্ণ করেন নিশান্ত।

06 Feb 2022, 01:27:09 AM IST

কৌশল তাম্বে আউট

৪৬.২ ওভারে আসপিনওয়ালের বলে রেহানের হাতে ঝরা পড়েন কৌশল তাম্বে। ৯ বলে ১ রান করেন কৌশল। ভারত ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনশ বনা।

06 Feb 2022, 01:21:39 AM IST

৪৫ ওভারে ভারত ১৭৪/৫

৪৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ১৬ রান। নিশান্ত সিন্ধু ৪৩ রানে ব্যাট করছেন।

06 Feb 2022, 01:13:40 AM IST

রাজ বাওয়া আউট

৪২.৬ ওভারে জোশুয়া বয়ডেনের বলে টম প্রেস্টের হাতে ধরা পড়েন রাজ বাওয়া। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন রাজ। ভারত ১৬৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কৌশল তাম্বে।

06 Feb 2022, 01:02:18 AM IST

১৫০ টপকাল ভারত

৪১তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। জয়ের জন্য ৫৪ বলে ৩৫ রান দরকার ভারতের। রাজ বাওয়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ২৮ রান করেছেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৩১ রান করেছেন নিশান্ত সিন্ধু।

06 Feb 2022, 12:46:17 AM IST

১৩ ওভারে দরকার ৫৭

জয়ের জন্য শেষ ১৩ ওভারে ভারতের দরকার ৫৭ রান। সুতরাং ওভার প্রতি ৪.৩৮ রান দরকার ভারতের। আপাতত ৩৭ ওভার শেষে ভারতীয় যুব দল ৪ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছে। রাজ বাওয়া ৩০ বলে ১৬ রান করেছেন। ২৮ বলে ২২ রান করেছেন নিশান্ত সিন্ধু। নিশান্ত ২টি চার মেরেছেন। রাজ ১টি বাউন্ডারি মেরেছেন।

06 Feb 2022, 12:28:29 AM IST

৩২ ওভারে ভারত ১০৯/৪

৩২ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলেছে। নিশান্ত সিন্ধু ১০ ও রাজ বাওয়া ব্যক্তিগত ৪ রানে অপরাজিত রয়েছেন।

06 Feb 2022, 12:18:02 AM IST

যশ ধুল আউট

জোরালো ধাক্কা ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যে দু'জন ভারতীয় দলকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়েছিলেন, সেই রশিদ ও যশ ধুল আউট হলেন ফাইনালে। ২৮.২ ওভারে সেলসের বলে বেলের হাতে ধরা পড়েন যশ। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৭ রান করেন তিনি। ভারত দলগত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাজ বাওয়া।

06 Feb 2022, 12:10:39 AM IST

হাফ-সেঞ্চুরি করেই আউট রশিদ

৬টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রশিদ। তবে ঠিক তার পরের বলেই আউট হয়ে বসেন তিনি। ২৬.৬ ওভারে সেলসের বলে রিউয়ের হাতে ধরা পড়েন রশিদ। ভারত ৯৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিশান্ত সিন্ধু।

06 Feb 2022, 12:04:48 AM IST

২৫ ওভারে ভারতের দরকার ১০১

অর্ধের ইনিংস শেষ। ২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। সুতরাং জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ১০১ রান। রশিদ ৮০ বলে ৪৭ রান করেছেন। তিনি ৬টি বাউন্ডারি মেরেছেন। যশ ধুল করেছেন ২২ বলে ১৪ রান। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন।

05 Feb 2022, 11:46:22 PM IST

২০ ওভারে ভারত ৫৭/২

২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৫৭ রান তুলেছে। ৬৬ বলে ২৮ রান করেছেন রশিদ। তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন। ৬ বলে ২ রান করেছেন যশ ধুল।

05 Feb 2022, 11:35:08 PM IST

হরনূর আউট

১৭.৩ ওভারে আসপিনওয়ালের বলে উইকেটকিপার হর্টনের দস্তানায় ধরা পড়েন হরনূর সিং। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন হরনূর। ভারত ৪৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান যশ ধুল। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৯/২। রশিদ ২৩ রানে ব্যাট করছেন।

05 Feb 2022, 11:23:22 PM IST

১৫ ওভারে ভারত ৪০/১

১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করেছে। বিপর্যয় সামলে ভিত গড়ছেন হরনূর ও রশিদ। হরনূর ৪১ বলে ২০ রান করেছেন। রশিদ ৪৭ বলে ১৫ রান করেছেন।

05 Feb 2022, 11:07:34 PM IST

১০ ওভারে ভারত ৩৩/১

১০ ওভার শেষে ভারতীয় যুব দল ১ উইকেটের বিনিময়ে ৩৩ রান তুলেছে। হরনূর ৩টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৭ রান করেছেন। রশিদ ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১১ রান সংগ্রহ করেছেন।

05 Feb 2022, 10:52:07 PM IST

৬ ওভারে ভারত ২৩/১

৬ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ২৩ রান তুলেছে। রশিদ ১৯ বলে ১০ রান করেছেন। ১৫ বলে ৯ রান করেছেন হরনূর। রশিদ ২টি চার মেরেছেন। ১টি বাউন্ডারি মেরেছেন হরনূর। 

05 Feb 2022, 10:31:12 PM IST

প্রথম ওভারেই আউট রঘুবংশী

শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হলেন ওপেনার অংকৃষ রঘুবংশী। ২ বল খেলে খাতা খোলার আগেই বয়ডেনের বলে উইকেটকিপার হর্টনের দস্তানায় ধরা পড়েন অংকৃষ। প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। একটি উইকেট হারিয়ে বসে তারা। অপর ওপেনার হরনূরের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন ভাইস ক্যাপ্টেন রশিদ। 

05 Feb 2022, 10:21:33 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

রাজ বাওয়া ৯.৫ ওভারে ১টি মেডেন-সহ ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। রবি কুমার ৯ ওভারে ১টি মেডেন-সহ ৩৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন কৌশল তাম্বে।

05 Feb 2022, 10:19:37 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে জর্জ থমাস ২৭, জেকব বেথেল ২, টম প্রেস্ট ০, জেমস রিউ ৯৫, উইলিয়াম লাক্সটন ৪, জর্জ বেল ০, রেহান আহমেদ ১০, অ্যালেক্স হর্টন ১০, জেমস সেলস অপরাজিত ৩৪, থমাস আসপিনওয়াল ০ ও জোশুয়া বয়ডেন ১ রান করেন।

05 Feb 2022, 09:57:39 PM IST

ইংল্যান্ড অল-আউট

৪৪.৫ ওভারে রাজ বাওয়ার বলে উইকেটকিপার দীনেশের দস্তানায় ধরা পড়ে যান জোশুয়া বয়ডেন। ইংল্যান্ড ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। বয়ডেন ৫ বলে ১ রান করে আউট হন। জেমস সেলস ২টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। সুতরাং, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের দরকার ১৯০ রান।

05 Feb 2022, 09:49:00 PM IST

থমাস আউট

৪৩.৪ ওভারে রবি কুমারের বলে উইকেটকিপার দীনেশের দস্তানায় ধরা পড়েন সদ্য ক্রিজে আসা থমাস। ২ বল খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। ইংল্যান্ড ১৮৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান জোশুয়া বয়ডেন। রবি ৯ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

05 Feb 2022, 09:45:45 PM IST

জেমস রিউ আউট

ভারতকে প্রয়োজনীয় উইকেট এনে দিলেন রবি কুমার। ৪৩.১ ওভারে তিনি আউট করেন জেমস রিউকে। নিশ্চিত শতরান হাতছাড়া করেন রিউ। তিনি ১২টি বাউন্ডারির সাহায্যে ১১৬ বলে ৯৫ রান করে কৌশল তাম্বের হাতে ধরা পড়েন। ইংল্যান্ড ১৮৪ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান থমাস আসপিনওয়াল।

05 Feb 2022, 09:29:01 PM IST

৪০ ওভারে ইংল্যান্ড ১৬৭/৭

একসময় ইংল্যান্ড ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে ৪০ ওভারে তারা পৌঁছে যায় ৭ উইকেটে ১৬৭ রানে। কার্যত একা লড়াই চালাচ্ছেন জেমস রিউ। তিনি ১১১ বলে ৮৪ রান করে অপরাজিত রয়েছেন। ৪৮ বলে ২৬ রান করেছেন জেমস সেলস।

05 Feb 2022, 09:09:13 PM IST

১৫০ টপকাল ইংল্যান্ড

৩৬তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৭ উইকেটে ১৫৩। জেমস রিউ ৭৮ ও জেমস সেলস ২০ রানে ব্যাট করছেন।

05 Feb 2022, 09:04:49 PM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ১৪৫/৭

ধীরে সুস্থে লড়াইয়ের রসদ সংগ্রহ করে নিচ্ছে ইংল্যান্ড। তারা ৩৫ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলেছে। ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ৭২ রান সংগ্রহ করেছেন জেমস রিউ। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ১৯ রান করেছেন জেমস সেলস।

05 Feb 2022, 08:44:28 PM IST

হাফ-সেঞ্চুরি রিউয়ের

সবাই যখন ব্যর্থ, একা কুম্ভ হয়ে লড়াই চালাচ্ছেন জেমস রিউ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে লড়াকু হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিউ। ইংল্যান্ড ৩০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে। রিউ ৫০ ও সেলস ১৪ রানে ব্যাট করছেন। 

05 Feb 2022, 08:27:26 PM IST

সাত উইকেট পড়ল ইংল্যান্ডের

আউট অ্যালেক্স হর্টন। উইকেট নিলেন কৌশল তাম্বে। ইংল্যান্ডের স্কোর ২৪.৩ ওভারে সাত উইকেটে ৯১ রান। হর্টন ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন। যশ ধুলের হাতে ধরা পড়েন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমস সেলস।

05 Feb 2022, 08:11:25 PM IST

ফাইনালে দুর্ধর্ষ সুইং বোলিং রবির

বিশ্বকাপ ফাইনালের প্রথম ২ ওভারেই ২ উইকেট নিয়ে বাংলার রবি কুমার ইংল্যান্ড শিবিরে প্রাথমিক ধাক্কা দেন। ছবির অ্যালবামে চোখ রাখুন: U19 World Cup Final 2022: দুর্ধর্ষ সুইং বোলিং, বিশ্বকাপ ফাইনালের প্রথম ২ ওভারেই ২ উইকেট নিলেন বাংলার রবি

05 Feb 2022, 08:08:52 PM IST

২০ ওভারে ইংল্যান্ড ৭০/৬

বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে ইংল্যান্ড। তারা ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। ৫৩ বলে ২২ রান করেছেন জেমস রিউ। ৭ বলে ৪ রান করেছেন অ্যালেক্স হর্টন।

05 Feb 2022, 08:04:20 PM IST

শর্ট বলে ইংরেজদের নাচিয়ে দিলেন রাজ 

ব্যাটিংয়ের জন্য পিচ পুরোপুরি স্বর্গ। তাতেই আগুন ঝরাচ্ছেন ভারতীয় বোলাররা। বিশেষত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জর্জ বেলকে যে বলে আউট করলেন রাজ বাওয়া, তাতে বিশ্বের সেরা পেসাররাও গর্ববোধ করবেন।বিস্তারিত পড়ুন: U19 World Cup 2022: ব্যাটিংয়ের স্বর্গ পিচে আগুনে বোলিং বাওয়ার, শর্ট বলে নাচিয়ে দিলেন ইংরেজকে: ভিডিয়ো

05 Feb 2022, 07:56:15 PM IST

রেহান আহমেদ আউট

১৬.২ ওভারে রাজ বাওয়ার বলে কৌশল তাম্বের হাতে ধরা পড়েন রেহান আহমেদ। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন রেহান। ইংল্যান্ড ৬১ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যালেক্স হর্টন। রাজ বাওয়া ৬ ওভারে ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। 

05 Feb 2022, 07:47:43 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৫২/৫

১৫ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ৫২ রান তুলেছে। জেমস রিউ ৩৬ বলে ১৫ রান করেছেন। রেহান আহমেদ ৬ বলে ৩ রান করেছেন।

05 Feb 2022, 07:36:04 PM IST

জর্জ বেল আউট

লাক্সটনকে ফেরানোর ঠিক পরের বলেই রাজ তুলে নেন জর্জ বেলের উইকেট। ১২.৬ ওভারে কট অ্যান্ড বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন বেল। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় বেলকে। ইংল্যান্ড ৪৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রেহান আহমেদ। ১৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান।

05 Feb 2022, 07:35:38 PM IST

লাক্সটন আউট

১২.৫ ওভারে রাজ বাওয়ার বলে উইকেটকিপার দীনেশ বনার দস্তানায় ধরা পড়েন উইলিয়াম লাক্সটন। ৮ বলে ৪ রান করে মাঠ ছাড়েন লাক্সটন। ইংল্যান্ড ৪৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জর্জ বেল।

05 Feb 2022, 07:23:01 PM IST

থমাস আউট

১০.১ ওভারে রাজ বাওয়ার বলে যশ ধুলের হাতে ধরা পড়েন জেকব থমাস। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড দলগত ৩৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উইলিয়াম লাক্সটন

05 Feb 2022, 06:51:56 PM IST

টম প্রেস্ট আউট

বড় মঞ্চে বল হাতে জ্বলে উঠলেন বাংলার রবি কুমার। বিশ্বকাপ ফাইনালে নিজের প্রথম ওভারে তিনি আউট করেন জেকব বেথেলকে। দ্বিতীয় ওভারে বল করতে এসে রবি তুলে নেন ব্রিটিশ অধিনায়ক টম প্রেস্টের উইকেট। ৩.৩ ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টম। ৪ বল খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। ইংল্যান্ড ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমস রিউ। ৫ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। থমাস ১৮ রানে ব্যাট করছেন। রবি ২ ওভারে ২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন।

05 Feb 2022, 06:43:07 PM IST

বেথেল আউট

ফের ভারতকে ইনিংসের শুরুতেই সাফল্য এনে দিলেন বাংলার রবি কুমার। ফাইনালের ১.৫ ওভারে ব্রিটিশ ওপেনার জেকব বেথেলকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান রবি। ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন বেথেল। ইংল্যান্ড দলগত ৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টম প্রেস্ট।

05 Feb 2022, 06:39:29 PM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জর্জ থমাস ও জেকব বেথেল। ভারতের হয়ে বোলিং শুরু করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। প্রথম ওভারে ২ রান ওঠে।

05 Feb 2022, 06:14:09 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জর্জ থমাস, জেকব বেথেল, টম প্রেস্ট (ক্যাপ্টেন), জেমস রিউ, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, অ্যালেক্স হর্টন (উইকেটকিপার), থমাস আসপিনওয়াল, জেমস সালস ও জোশুয়া বয়ডেন।

05 Feb 2022, 06:10:15 PM IST

ভারতের প্রথম একাদশ

অংকৃষ রঘুবংশী, হরনূর সিং, শেক রশিদ, যশ ধুল (ক্যাপ্টেন), নিশান্ত সিন্ধু, দীনেশ বনা (উইকেটকিপার), রাজ বাওয়া, কৌশল তাম্বে, রাজবর্ধন হাঙ্গার্গেকর, ভিকি ওস্তওয়াল ও রবি কুমার।

05 Feb 2022, 06:06:19 PM IST

টস জিতল ইংল্যান্ড

যুব বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে ভারত।

05 Feb 2022, 05:19:53 PM IST

কোন পথে ফাইনালে ইংল্যান্ড

গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ১০৬ রানে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৯ রানে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নেয়।
সেমিফাইনালে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ রানে পরাজিত করে আফগানিস্তানকে।

05 Feb 2022, 05:18:31 PM IST

কোন পথে ফাইনালে ভারত

গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারায়।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানে পরাজিত করে।
গ্রুপের তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৩২৬ রানে হারিয়ে দেয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে পরাজিত করে।

05 Feb 2022, 05:17:07 PM IST

টানা চারবার ফাইনালে ভারত

এই নিয়ে টানা চারবার যুব বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। এবার ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুথি ভারতীয় দল।

05 Feb 2022, 05:06:06 PM IST

পাঁচ নম্বর খেতাবের লক্ষ্যে ভারত

ভারত ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে দ্বিতীয়বার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ২০১২ সালে ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদ ভারতকে তৃতীয় বিশ্বকাপের ট্রফি এনে দেন। ২০১৮ সালে পৃথ্বী শ-র হাত ধরে ভারত যুব বিশ্বকাপের চার নম্বর ট্রফি জেতে। এবার যশ ধুলের নেতৃত্বে ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত। যশ কি পারবেন ভারতকে পাঁচ নম্বর ট্রফি এনে দিতে?

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.