ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়েছিলেন, তবে সুযোগ আসছিল না মাঠে নামার। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে মাঠে নেমেছিলেন উমেশ যাদব। চোট সারিয়ে ফিরে আসার পর পুনরায় টিম ইন্ডিয়ার সাদা জার্সতে খেলতে নামেন ওভালে। সুযোগটাকে যথাযথ কাজে লাগিয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত নজির গড়েন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
ওভাল টেস্টের আগে দীর্ঘতম ফর্ম্যাটে ৪৮টি ম্যাচে উমেশের ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৪৮টি উইকেট। ওভাল টেস্টের প্রথম দিনে যাদব তুলে নেন জো রুটের মূল্যবান উইকেট। পরে দ্বিতীয় দিনের শুরুতেই ক্রেগ ওভারটনকে ফিরিয়ে ১৫০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন উমেশ।
সার্বিকভাবে ১৬ নম্বর ভারতীয় বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন উমেশ যাদব। তিনি হলেন ৬ নম্বর ভারতীয় পেসার, যাঁর মুকুটে এই পালক যোগ হয়। উমেশের আগে ভারতীয় পেসারদের মধ্যে এই মাইলস্টোন টপকেছেন কপিল দেব (৪৩৪), ইশান্ত শর্মা (৩১১), জাহির খান (৩১১), জাভাগল শ্রীনাথ (২৩৬) ও মহম্মদ শামি (১৯৫)।
পরে ডেভিড মালানের উইকেট তুলে নিয়ে উমেশ ছুঁয়ে ফেলেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীর ১৫১টি টেস্ট উইকেট নেওয়ার নজির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।