বাংলা নিউজ > ময়দান > Ind vs Eng: ‘৭৮’-এর ধাক্কা, লিডসে ১২৬ বছর পর এক বিরল ‘নজির’ তৈরি করল ভারত

Ind vs Eng: ‘৭৮’-এর ধাক্কা, লিডসে ১২৬ বছর পর এক বিরল ‘নজির’ তৈরি করল ভারত

লিডসে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি। (ছবি সৌজন্য পিটিআই)

লিডসে এমনিতেই একাধিক অস্বস্তিকর ‘নজির’ তৈরি করেছে ভারত। চতুর্থ দিনে তেমনই এক ‘নজির’ গড়লেন বিরাট কোহলিরা।

লিডসে এমনিতেই একাধিক অস্বস্তিকর ‘নজির’ তৈরি করেছে ভারত। চতুর্থ দিনে তেমনই এক ‘নজির’-এর মুখে পড়তে হল বিরাট কোহলিদের। যা কিনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র একবার হয়েছিল - ১২৬ বছর আগে। যখন কিনা ভারত টেস্ট ক্রিকেট খেলাই শুরু করেনি। দ্বিতীয়বার সেই 'নজির' গড়েছে ভারত।

কী সেই ‘নজির’? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছিল ২৭৮ রান।  অর্থাৎ প্রথম ইনিংসের ৭৮ রানের আগে ‘২’ জুড়েছে। 

সেই 'নজির' বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল। একমাত্র ১৮৯৫ সালে তা হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বড় লিড নিতে ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১২৩ রানে অল-আউট হয়ে গিয়েছিলেন অজিরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য বড় রান করেছিল ইংল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু স্টোডডার্টের ১৭৩ রানের সৌজন্যে ৪৭৫ রান তুলেছিল। অর্থাৎ ইংল্যান্ড প্রথম ইনিংসের স্কোর এবং দ্বিতীয় ইনিংসের স্কোরের শেষ দুটি সংখ্যা একই ছিল। শুধু ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের আগে ‘৪’ জুড়ে গিয়েছিল। যে টেস্টে ৯৪ রানে জিতে গিয়েছিলেন ইংরজেরা। কোহলিরা অবশ্য তেমন কিছু করতে পারেননি। বরং এক ইনিংস এবং ৭৬ রানে লিডস টেস্টে হেরে গিয়েছে ভারত।

এমনিতেই এবারের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং এবং আউটের ধরন নিয়ে প্রশ্ন উঠছে। একমাত্র রোহিত শর্মা এবং কে এল রাহুলকে স্বাচ্ছন্দ্যে দেখিয়েছি। বাকিরা সেই একই ধাঁচে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন। কয়েকজন তো বিরাটকে হুবহু নকল করতে গিয়ে ডুবছেন। ইংল্যান্ডে সুইং সামলানোর জন্য ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসে খেলছেন। ফ্রন্টফুটে খেলছেন তাঁরা। ব্যাকফুটে দাঁড়িয়ে বলের জন্য অপেক্ষা করছেন না। বরং আগেই বলের উপর ঝাঁপিয়ে পড়ছেন। তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। ক্রিজের বাইরে বেরিয়েও সুইংয়ের কাছে পরাস্ত হয়েছেন চেতেশ্বর পূজারা, অঙ্কিজা রাহানে, ঋষভ পন্তরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.