
Ind vs Eng: আমদাবাদেই পন্টিংকে ছাপিয়ে যেতে পারেন বিরাট!
১ মিনিটে পড়ুন . Updated: 23 Feb 2021, 05:05 PM IST- বড় সুযোগ কোহলির সামনে।
শুভব্রত মুখার্জি
একজন বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। অপরজন একসময়ে বিশ্ব ক্রিকেটকে ব্যাট হাতে শাসন করা কিংবদন্তি। তাঁরা হলেন যথাক্রমে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। দু'জনেই ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার। এবার ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টেই গোলাপি মহারণে কিংবদন্তি পন্টিংকে ছাপিয়ে যাওয়ার হাতছানি ভারত অধিনায়ক বিরাটের সামনে।
আগামিকাল (২৪ ফেব্রুয়ারি) দিন-রাতের টেস্ট খেলতে নামছে ভারত। আর আমদাবাদের গোলাপি মহারণের মঞ্চেই টেস্টে এক বড়সড় কৃতিত্বের মালিক হতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সালের পর ২০২০ সালে প্রথমবারের মতো কোনও ক্যালেন্ডার-বর্ষে কোহলি একটিও শতরান করেননি। তবে এবার আমদাবাদে সব হিসেব বদলে যেতে পারে।
সিরিজে ইতিমধ্যেই দুটি অর্ধশতরান করে ফেলেছেন বিরাট। তৃতীয় টেস্টে কোহলি শতরান করতে পারলেই পেরিয়ে যাবেন কিংবদন্তি রিকি পন্টিংকে। দিনরাতের মহারণে শতরান করলেই অধিনায়ক হিসেবে কোহলির শতরানের সংখ্যা দাঁড়াবে ৪২ টিতে। যার ফলে তিনি ছাপিয়ে যেতে পারেন পান্টারকে। উল্লেখ্য, এতদিন এই তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন কোহলি-পন্টিং। দু'জনেরই শতরানের সংখ্যা ৪১টি। তাই মোতেরায় টেস্টে শতরান করলেই কোহলির কাছে পন্টিংকে পেরিয়ে যাওয়ার সুযোগ আছে।