
IND vs ENG: মাইলস্টোন ম্যাচের আগে জো রুটকে আগাম অভিনন্দন কোহলির
১ মিনিটে পড়ুন . Updated: 04 Feb 2021, 09:10 PM IST- চেন্নাইয়ে টেস্ট ক্রিকেটের এলিট ক্লাবে ঢুকে পড়তে চলেছেন ইংল্যান্ড অধিনায়ক।
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামা মাত্রই ইংল্যান্ড অধিনায়ক জো রুট ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টই হতে চলেছে রুটের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ।
এমন মাইলস্টোন ম্যাচে মাঠে নামার আগে ব্রিটিশ অধিনায়ককে আগাম অভিনন্দন জানিয়ে রাখলেন বিরাট কোহলি। ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, ‘জো (রুট)-কে অনেক অভিনন্দন। ১০০ টেস্ট খেলা সাধারণ ঘটনা নয়। ওর সামনে আরও অনেক টেস্ট ম্যাচ পড়ে রয়েছে। বিগ ফোর প্রসঙ্গটা সংবাদমাধ্যমের তৈরি। কোনও প্রভাবশালী ক্রিকেটারকে দেখলেই আমরা বুঝতে পারি। ও তাদের মধ্যেই একজন। ওর উইকেটটা আমাদের কাছে পুরস্কারের মতোই বিবেচিত হবে।'
রুট এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ৪৯.৩৯ গড়ে ৮২৪৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১৯টি। হাফ-সঞ্চুরি করেছেন ৪৯টি। টেস্টে ৩১টি উইকেটও নিয়েছেন রুট। ভারতে আসার আগে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে দুরন্ত দ্বিশতরান করেন ব্রিটিশ অধিনায়ক।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট ম্যাচটি ছিল অজি স্পিনার ন্যাথন লিয়ঁর কেরিয়ারের ১০০তম টেস্ট। ম্যাচ শেষ হওয়ার পর লিয়ঁকে ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি জার্সি উপহার দেন রাহানে।