লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ও লোকেশ রাহুলের শতরানে ভর করেই প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে সুবিধার জায়গায় ভারতীয় দল। তবে দিনের শেষে রাহুলের সঙ্গে শতাধিক রানের পার্টনারশিপ করার পর সেট বিরাট কোহলির আউট হওয়া ভারতীয় দলকে কিছুটা হলেও হতাশ করবে। ভারতীয় অধিনায়কের উইকেট তুলে নেওয়ার ফলে প্রাপ্ত আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিতীয় দিনে ম্যাচে ফেরার আশা রাখছেন ওলি রবিনসন।
দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ইংলিশ ফাস্ট বোলার জানান, ‘আমরা আজ ওদের সারাদিন প্রচুর পরিশ্রম করেছি এবং সত্যি বলতে ওদের দলের ব্যাটসম্যানরা খুবই ভাল খেলেছে। সেই কারণেই দিনের শেষে বিরাট কোহলির উইকেট নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সকালে হয়তো ওর উইকেট নেওয়ার ফলে আমরা কিছুটা সুবিধাই পাব। ওর বিরুদ্ধে চতুর্থ-পঞ্চম স্টাম্পে বল রাখারই পরিকল্পনা ছিল আমাদের এবং ভাগ্যবশত তা কাজে এসেছে।’
লর্ডসের পিচে মেঘলা পরিবেশে টসে জিতে ভারতকে ব্যাট করার আহ্বান জানান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতীয় ওপেনাররা দুর্দান্তভাবে নতুন বলের বিরুদ্ধে ব্য়াট করে শতাধিক রানের পার্টনারশিপের মাধ্য়মে দলকে শক্তিশালী জায়গায় এনে দেন। এরপরেই ফের রুটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে কিছু কিছু মহলে। তবে অধিনায়কের সিদ্ধান্তের স্বপক্ষেই দাঁড়াচ্ছেন দীঘল চেহারার ফাস্ট বোলার।
‘আমার যতদূর মনে পড়ছে, ওরা প্রায় ১০ থেকে ১৫ শট খেলতে গিয়ে অল্পের বাঁচে। অন্যান্য দিনে হয়তো সেগুলিই ব্যাটের কোণায় লেগে আউট হত। আমার মতে আমরা ভালই বল করেছি। এটা ওইসব দিনগুলির মতো একটা যেখানে ওরা শট খেলতে গিয়ে মিস করলেও কোনরকম কোণাখাঁচা লাগেনি।’ দাবি রবিনসনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।