আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। গত বছরের অসমাপ্ত সিরিজের শেষ টেস্ট এটি। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই ১৫ বছর পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে ভারতীয় দল। তবে সাত টেস্টে ছয়টি হারা ভারতীয় দলের এজবাস্টনে ভয়াবহ।
রোহিত শর্মা নেই, নেই লোকেশ রাহুল। জসপ্রীত বুমরাহের অধীনে নামা ভারতীয় দলের ব্যাটিংয়ে তাই স্বাভাবিকভাবেই বাড়তি দায়িত্ব থাকবে বিরাট কোহলির কাঁধে। ভারতের রেকর্ড খারাপ হলেও, এই মাঠে কোহলি কিন্তু অতীতে দারুণ সাফল্যে পেয়েছে। শেষবার ২০১৮ সালে এজবাস্টনে ভারতীয় দল ৩১ রানে ম্যাচ হারলেও, কোহলি এক ইনিংসে শতরান ও আরেক ইনিংসে দারুণ শতরান করেছেন। তাই এই মাঠ কিন্তু তাঁর কাছে পয়মন্ত। বড় প্রশ্ন হল এই ম্যাচেই কি অবশেষে শতরানের দেখা পাবেন কোহলি?
আরও পড়ুন:- দুঃস্বপ্নের এজবাস্টনে সিরিজ জয়ের হাতছানি, কেমন হবে ভারতের একাদশ?
আরও পড়ুন:- সচিন, গাভাসকরের পর তৃতীয় ভারতীয় হিসাবে বড় রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন কিন্তু মনে করছেন ৩০ রানের গণ্ডি টপকাতে পারলেই কেল্লাফতে। শতরান করে ফেলতেই পারেন কোহলি। Cricbuzz-কে তিনি জানান, ‘এজবাস্টনে যে ভারতীয় খেলোয়াড়ের ওপর সবচেয়ে বেশি নজর থাকবে, তিনি হলেন বিরাট কোহলি। কিছু বছর আগেই ও এই মাঠেই টেস্টের অন্য়তম সেরা সেঞ্চুরি হাঁকিয়েছিল। আমার মতে ওর অনেকদিন ধরেই বড় রান করা বাকি রয়েছে। ও যদি ৩০ রানের গণ্ডি টপকাতে পারে, তাহলে আমার মনে হয় বহুদিন ধরে ও যে শতরানের অপেক্ষা করছে, সেটাও সমাপ্ত হবে।’