প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, রাহুল দ্রাবিড়-প্রশিক্ষিত ভারতীয় দলের সব কিছু ঠিকঠাক নেই। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড রেকর্ড ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জেতার পরে নানা প্রশ্নই উঠছে। সেহওয়াগ মনে করেন, কিছু জিনিস যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা দরকার।
আরও পড়ুন: প্রথম টেস্টে বৃষ্টি না হলে সিরিজ জিততাম, অজুহাত বুমরাহের
এটি ছিল ইংল্যান্ডের টানা চতুর্থ বার রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া। ভারতের হতশ্রী পারফরম্যান্স দেখার পর টুইটারে সেহওয়াগ লিখেছেন, ‘ভারতের বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে হবে। ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ে একমাত্র পূজারা এবং পন্ত রান করেছেন। জাদেজা দুর্দান্ত ব্যাটিং করছে। তবে আমাদের টপ অর্ডার ব্যাটারদের ফর্মে থাকা দরকার। চতুর্থ ইনিংসে বোলিং একেবারে জঘন্য ছিল।’
তবে জো রুটে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেহওয়াগ। জো রুট ২৮তম টেস্ট শতরান করে ফেলেছেন। এবং পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ শতরান করেন। সেহওয়াগ তাই যোগ করেছেন, ‘এই সিরিজে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে ফেললেন অসাধারণ রান মেশিন জো রুট। এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান। সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার জন্য ইংল্যান্ডকে শুভেচ্ছা।’
আরও পড়ুন: শুধু অঙ্গভঙ্গি, কোহলিকে 'সবচেয়ে অপছন্দের' ক্রিকেটারের তকমা ব্রিটিশ মিডিয়ার
ভারতীয় ব্যাটিং মাস্টার সচি তেন্ডুলকরও ইংল্যান্ডের প্রশংসায় উচ্ছ্বসিত। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের এই বিশেষ জয় সিরিজে সমতা ফিরিয়েছে। জো রুট এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ওদের দেখে ব্যাটিং করা খুব সহজ মনে হচ্ছে। দুরন্ত জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’
টেস্টের পঞ্চম দিন সকালে ইংল্যান্ডের ১১৯ রান দরকার ছিল। হাতে ছিল সাত উইকেট। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন এই হার ভারতের ক্ষতি করেছে। ইরফান বলেছেন, ‘টিম ইংল্যান্ডের এই জয় আসলে টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা হয়েছে।’
এজবাস্টন টেস্টের প্রথম তিনদিনে ভারত একতরফা দাপট দেখিয়েছিল। তবে চতুর্থ দিনে টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে পাঠিয়ে দেয় ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষেই যা পরিস্থিতি ছিল, তাতে শেষ দিনে ইংল্যন্ডের ম্যাচ জয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত পঞ্চম দিনের শুরুতেই সেই সম্ভাবনা সত্যি করে এজবাস্টনে দাপুটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। পাশাপাশি ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায় ব্রিটিশরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।