বাংলা নিউজ > ময়দান > ব্যাট করতে নেমেই কোহলির স্লেজিংয়ের মুখে পড়েন বাটলার, কী বলেছিলেন ভারত অধিনায়ক?

ব্যাট করতে নেমেই কোহলির স্লেজিংয়ের মুখে পড়েন বাটলার, কী বলেছিলেন ভারত অধিনায়ক?

বাটলার ও কোহলি। ছবি- গেটি।

বাটলার লর্ডস টেস্টের শেষ দিনে ব্যাট হাতে ক্রিজে আসতেই তাঁকে কথার জালে জড়ানোর চেষ্টা করেন বিরাট কোহলি।

লর্ডস টেস্টের শেষ দিনে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর জোস বাটলার যখন ব্যাট হাতে ক্রিজে আসেন, তখনও ম্যাচ বাঁচাতে ৩৮ ওভার লড়াই চালাতে হতো ইংল্যান্ডকে। ব্রিটিশ উইকেটকিপার ক্রিজে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ক্যাপ্টেন রুট। ইংল্যান্ড ততক্ষণে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা।

স্বাভাবিকভাবেই ইংল্যান্ডকে উদ্ধার করার দায়ভার ছিল বাটলারের কাঁধেই। দলের পরিস্থিতি অনুযায়ী এমনিতেই চাপে থাকা বাটলারকে শুরুতেই আরও কোণঠাসা করার দায়িত্ব নিজের হাতে তুলে নেন বিরাট কোহলি। যদিও মাঠের লড়াইয়ে নয়, ভারত অধিনায়ক বাটলারের উপর চাপ তৈরির চেষ্টা করেন কথার লড়াইয়ে।

ব্যাট হাতে ক্রিজে আসা মাত্রই বিরাট কোহলির স্লেজিংয়ের শিকার হতে হয় বাটলারকে। ভারত অধিনায়ক তাঁকে ক্রিজে স্বাগত জানান এই বলে যে, ‘এটা সাদা বলের ক্রিকেট নয়।'

সীমিত ওভারের ক্রিকেটে যে কোনও পরিস্থিতি থেকে ব্যাট হাতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বাটলার। তবে টেস্টের পঞ্চম দিনে চাপের মুখে ব্যাট করা কতটা কঠিন, বাটলারকে সেটাই মনে করিয়ে দেন কোহলি।

যদিও বাটলার ঘণ্টা দু'য়েক ক্রিজে কাটিয়ে জোরালো প্রতিরোধ গড়েন ভারতের বিরুদ্ধে। কোহলি নিজে স্লিপে বাটলারের সহজ ক্যাচ ফেলেন। শেষে মহম্মদ সিরাজ ব্রিটিশ উইকেটকিপারকে ফেরত পাঠাতেই ম্যাচ ভারতের হাতের মুঠোয় চলে আসে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন… আমি ওর খুব বড় ভক্ত- কোহলি, স্মিথ বা রুটের মধ্যে সেরা কে? কাকে বাছলেন উইলিয়ামসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ গঠন বোলপুরে, সব জেলায় গড়বে সরকার ‘আজ প্রমাণ হল যে কোনও সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবৎ করতে পারেন না’ আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে…’,যৌন হেনস্তা অভিযোগে সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.