বাংলা নিউজ > ময়দান > IND vs HKG: সূর্যকুমার আসার পরেই আমাদের পা হড়কে যায়- স্বীকার করলেন হংকং অধিনায়ক

IND vs HKG: সূর্যকুমার আসার পরেই আমাদের পা হড়কে যায়- স্বীকার করলেন হংকং অধিনায়ক

নিজাকত খান।

সূর্যকুমার যাদব যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোর ছিল ১৩ ওভারে মাত্র ৯৪ রান। শেষ সাত ওভারে ওঠে ৯৮ রান। উইকেটে সূর্যকুমারের সঙ্গে ছিলেন বিরাট কোহলি। তবু তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ৬৮ রানই এল সূর্যকুমারের ব্যাট থেকে।

২০২২ এশিয়া কাপে ভারত ৪০ রানে হংকং-কে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে। তবে হংকং হারলেও, তারা কিন্তু বেশ ভালো লড়াই করেছে। ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখে বারবার ফেলে দিয়েছে। ম্য়াচের শেষে অবশ্য হংকং অধিনায়ক নিজাকাত খান দাবি করেছেন, সূর্যকুমার নামার পরেই তাদের সব হিসেব ওলটপালট হয়ে গিয়েছে।

ভারতের কাছে ম্যাচ হেরে হংকং অধিনায়ক দাবি করেছেন, ‘আমি মনে করি, আমরা ভালো বোলিং শুরু করেছিলাম। ১৩তম ওভার পর্যন্ত ভালো করছিলাম। ফিল্ডিংও ভালো ছিল। কিন্তু তার পরে আমাদের পা হড়কে গিয়েছে। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে। সূর্যকুমার যাদব যে ভাবে ব্যাট করেছেন, তা আকর্ষণীয় ছিল।’

আরও পড়ুন: এটা কী ছিল ভাই?- সূর্যের তেজকে মাথা নত করে কুর্নিশ জানালেন কোহলি

দ্রুত গতিতে রান তোলার লক্ষ্যেই আগ্রাসী ব্যাটিং করেছেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ভর করেই ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে সম্মানজনক ১৯২ রান তুলতে পেরেছে। ভারতীয় ইনিংসের শুরুতে লোকেশ রাহুল (৩৯ বলে ৩৬) ছিলেন কিছুটা মন্থর। যদিও রোহিত শর্মা (১৩ বলে ২১) শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেছিলেন। কিন্তু তিনি উইকেটে বেশীক্ষণ স্থায়ী হননি। রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ভারতের স্কোর ছিল ১৩ ওভারে মাত্র ৯৪ রান। শেষ সাত ওভারে ওঠে ৯৮ রান। উইকেটে সূর্যকুমারের সঙ্গে ছিলেন বিরাট কোহলি। তবু তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ৬৮ রানই এল সূর্যকুমারের ব্যাট থেকে। যার মধ্য়ে ২৬ রান সূর্য করেছেন শেষ ওভারে।

আরও পড়ুন: এমন শট ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে রবারের বলে খেলতাম- খোলসা করলেন সূর্য

এশিয়া কাপে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে নিজাকত খান বলেন, ‘আমি মনে করি, এশিয়া কাপ আমাদের জন্য একটি বড় সুযোগ। তবে আমরা অনেকটা পিছিয়ে থেকেই শুরু করেছিলাম। তবে আমাদের খেলোয়াড়রা চোট নিয়েও খেলছে। তাই সমস্ত কৃতিত্ব ওদের। ওদের জন্য আমি খুব গর্বিত।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে, ভুলগুলো তাঁরা শুধরে নিতে যান। হংকং অধিনায়ক তাই বলেছেন, ‘আমরা আমাদের কৌশল এবং ডেথ বোলিং নিয়ে আগামীকাল বসে ভাবব। পরের ম্যাচে আমরা উন্নতি করার সর্বোচ্চ চেষ্টা করব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.