বাংলা নিউজ > ময়দান > IND vs HKG: সূর্যের জাদুতে অভিভূত কিন্তু আবেশ, আর্শদীপ রান গলানোয় ক্ষুব্ধ রোহিত

IND vs HKG: সূর্যের জাদুতে অভিভূত কিন্তু আবেশ, আর্শদীপ রান গলানোয় ক্ষুব্ধ রোহিত

রোহিত শর্মা।

ভারতের হয়ে আর্শদীপ সিং ৪ ওভারে ৪৪ রান এবং আবেশ খান ৪ ওভারে ৫৩ রান দেন। ২ বোলার মিলিয়েই ৯৭ রান দেন। আর এতেই চূড়ান্ত ক্ষুব্ধ রোহিত। ভুবনেশ্বর কুমার সেখানে ৩ ওভারে ১৫ রান দিয়েছে। মোদ্দা কথা পেসাররা মিলে ১০০-র বেশি রান দিয়েছেন।

ভারত ৪০ রানে হংকং-কে হারিয়ে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে। বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব (অপরাজিত ৬৮) এবং বিরাট কোহলির (অপরাজিত ৫৯) দুর্দান্ত হাৎ সেঞ্চুরির সুবাদে টিম ইন্ডিয়া হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দেয়। জবাবে হংকংয়ের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে। ম্যাচটি ভারত ৪০ রানে জিতে যায়।

ম্যাচের সেরা নির্বাচিত হন সূর্যকুমার। ভারতের হয়ে আর্শদীপ সিং ৪ ওভারে ৪৪ রান এবং আবেশ খান ৪ ওভারে ৫৩ রান দেন। ২ বোলার মিলিয়েই ৯৭ রান দেন। আর এতেই চূড়ান্ত ক্ষুব্ধ রোহিত। ভুবনেশ্বর কুমার সেখানে ৩ ওভারে ১৫ রান দিয়েছে। মোদ্দা কথা পেসাররা মিলে ১০০-র বেশি রান দিয়েছেন। তাই জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বল হাতে দলের পারফরম্যান্স আরও ভালো করতে হবে।

আরও পড়ুন: ৬, ৬, ৬, ০, ৬, ২: শেষ ওভারে বাজিমাত, রোহিতদের সঙ্গে এলিট লিস্টে সূর্যকুমার যাদব

ম্যাচের পর রোহিত বলেন, ‘আমরা শুরুতে খুব ভালো ব্যাটিং করেছি এবং ভালো স্কোর করেছি। তবে আমি মনে করি আমরা বল হাতে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হতাশ করলেও, হংকং-এর বিরুদ্ধে ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব। বিরাট এবং সূর্যকুমার তৃতীয় উইকেটে অপরাজিত ৯৮ রানের জুটি গড়েন। সূর্য এই ম্যাচে খুবই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাঁর ২৬ বলে ৬৮ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৬টি ছয়। এতে কোহলির হাফ সেঞ্চুরি যেন ফিকে হয়ে গিয়েছিল। তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে রোহিত বলেছেন, ‘সূর্যকুমার যাদব যে ধরনের ইনিংস খেলেছেন, তার জন্য শব্দ কম পড়বে। দল ওর কাছ থেকে যা আশা করে, ও সেই রকম ভাবে নির্ভয়ে ব্যাটিং করে। ও এমন কিছু শট খেলেছে, যা কোনও বইয়ে কোথাও লেখা নেই।’

আরও পড়ুন: বোলাররা সাদামাটা, সূর্য-কোহলির ব্যাটে দাপুটে জয় ভারতের

এ দিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চারে নামানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। এই ম্যাচেও হয়তো ব্যাটিং অর্ডারে বদল দেখতে পাওয়া যেত। রোহিত জানালেন, প্রয়োজনে ব্যাটিং অর্ডার বদলাতেও পারেন তাঁরা। সে ব্যাপারে সতীর্থদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে। তাঁর দাবি, ‘বেশির ভাগ ক্রিকেটারই চ্যালেঞ্জটা লুফে নিতে চায়। আমরা দলের মধ্যে এ নিয়ে কথা বললেও, মাঠে নেমে নিজের কাজটা করে দেখানোই আসল। যখন যে দল সঠিক মনে করব, সে ভাবেই নামানো হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.