ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২২৫ রানের বড় ইনিংস করার পরেও, রোনও মতে কষ্ট করে ৪ রানে জয় পায়। এত রান করার পরেও কেন, ভারত কেন এত কষ্ট করে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক অনেকটাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিত, তা নিয়ে চলছে কাটাছেঁড়া।
ভারত প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২২৫ রান করে। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২২১ করে ফেলেছিল আয়ারল্যান্ড। সকলকে চমকে দিয়ে আইরিশ ব্যাটাররা ভারতীয় বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করছেন, ২২ গজে খাতায়-কলমে হারলেও, আসলে এই লড়াইয়ে নৈতিক জয় হয়েছে আয়রল্যান্ডেরই।
ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকার বলেছেন, ‘হুডা এবং স্যামসনের সেই জুটি ভাঙার পরে, আয়ারল্যান্ড শেষ চার ওভারে ৬ উইকেট তুলে নেয়। তারা শেষের দিকে ভালো বল করে এবং তার পরে দুর্দান্ত ব্যাটিং করে। এটি একটি ভালো পিচ ছিল। স্টেডিয়ামটি বড় ছিল না। তবে এটি একটি শক্তিশালী ভারতীয় দল। এবং তাদের বিরুদ্ধে এই ধরনের পারফরম্যান্স আয়ারল্যান্ডকে অনেক আত্মবিশ্বাস দেবে। দুর্দান্ত প্রদর্শন।’
আরও পড়ুন: হরির লুটের মতো রান বিলোলেন, জিতেও লজ্জার নজিরে নাম ভারতীয় বোলারদের
আগরকারের এই বক্তব্যের সঙ্গে একমত মহম্মদ কাইফ। তিনি বলেন, ‘যদি ২২৫ রান করার পরে, মাত্র ভারত ৪ রানে ম্যাচ জেতে, তা হলে এর অর্থ হল, যারা রান তাড়া করেছে, সেই দলকে ক্রেডিট দেওয়া উচিত। তারা আইসিসির শীর্ষ দলগুলির মধ্যে পড়ে না। অনেক কম ম্যাচ খেলে। তবে তারা শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছে। আগের ম্যাচেও তারা ভালো ব্যাটিং করেছে। তবে তারা তাদের বোলিংয়ের কারণেই ম্যাচ হেরেছে। দলটি নিঃসন্দেহে ভালো।’
আরও পড়ুন: কেন নিজে না এসে আনকোরা উমরানকে দিলেন শেষ ওভার, বুঝিয়ে বললেন হার্দিক
ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজা মনে করেন, আয়ারল্যান্ড ব্যাট হাতে একটি স্মরণীয় ইনিংস খেলেছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি, ভারত সত্যিই ভাগ্যবান যে, ম্যাচটি জিততে পেরেছে। ভারত যে রকম রান করেছিল, যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছে, তারা যে ভাবে রান তাড়া করেছে, ওদেরই কৃতিত্ব বেশি।’
প্রাক্তন ইংল্যান্ড স্পিনার গ্রায়েম সোয়ান আবার বলেছেন, ‘ভারত ম্যাচ জিতেছে কিন্তু আয়ারল্যান্ড আজ দুর্দান্ত খেলেছে। ওরা ভাবেনি, ২২৫ রান অনেক বেশি। এই রান তাড়া করা বিব্রতকর হতে পারে। কিন্তু ওরা তা করেনি। বরং ভারতকে ধাক্কা দিয়ে ওরা ম্যাচ জিতেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।