১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে দলের সকলকে সঠিক ম্যাচ প্র্যাক্টিস দিতে বদ্ধপরিকর ভারতীয় দল। তাই ভারতীয় দলের পাশাপাশি লেস্টারশায়ার দলেও বেশ কিছু ভারতীয় খেলছেন। লেস্টারের হয়ে খেলা ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম হলেন নভদীপ সাইনি। শনিবার (২৫ জুন) ম্যাচের তৃতীয় দিনে বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় ফাস্ট বোলার।
ভারতের মূল টেস্ট স্কোয়াড়ের অংশ না হলেও, সাইনিকে ব্যাকআপ হিসাবে ইংল্যান্ডে নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অনুশীলন ম্যাচে সাইনি, কমলেশ নাগারকোটিদের মতো ব্যাক আপদেরও ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ করে দেওয়া হয়। সেই সুযোগ পেয়েই জ্বলে উঠলেন সাইনি। দ্বিতীয় দিনের শেষের দিকে শুভমন গিলকে আউট করেছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতেও দারুণ ফর্মে দেখায় তাঁকে। প্রথমে কেএস ভরতকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া রবীন্দ্র জাদেজাকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনুশীলনের পাঁচে নামায় ভারত। তবে তাঁকেও এক অনবদ্য আউটসুইং বলে কুপোকাত করেন সাইনিই।
সাইনির বল মিডল স্টাম্পে পড়ে হালকা বাইরের দিক সুইং করে। ব্যাটারদের একেবারে খেলা প্রায় অসম্ভব সেই বলে জাদেজা ব্যাটের কিণারা লাগানো ব্যতীত বেশি কিছু করতে পারনেনি। সহজেই দ্বিতীয় স্লিপ ব্যাটের কোণায় লাগা সেই বল ক্যাচ করে নেয়। দুই বলে শূন্য রানেই আউট হতে হয় জাদেজাকে। তৃতীয় দিনের পরের দিকে অবশ্য আবারও ব্যাট করতে নেমে বেশ ভাল খেলছেন জাদেজা। তিনি ৫৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের স্কোর ৩৬৪ রান, নয় উইকেটে। সাইনি এই ইনিংসে মোট তিনটি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।