বাংলা নিউজ > ময়দান > IND VS LEI: নাতিপুতিদের এই গল্প শুনিও, বিরাটকে আউট করেই বন্ধুদের মধ্যে সেলেব স্টেটাস রোমানের

IND VS LEI: নাতিপুতিদের এই গল্প শুনিও, বিরাটকে আউট করেই বন্ধুদের মধ্যে সেলেব স্টেটাস রোমানের

অনুশীলন ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির উইকেট নেন রোমান। ছবি- টুইটার (@leicsccc)।

অনুশীলন ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে লেস্টারশায়ারের হয়ে পাঁচ উইকেট নেন রোমান ওয়াকার। 

বর্তমানে আর আগের মতো ফর্মে না থাকলেও, বিরাট কোহলি, বিরাট কোহলিই। এখনও প্রতিপক্ষের কাছে তাঁর উইকেটটা সবথেকে মূল্যবান। আর বিরাটকে আউট করলে যে জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, তা এই কয়দিনে ভালভাবেই টের পয়েছেন রোমান ওয়াকার। নামটা অপরিচিত মনে হলে চিন্তার কিছুই নেই, অনেকেই এই নামের সঙ্গে পরিচিত নন।

রোমান ওয়াকারের নাম না জানলে কাউকই দোষ দেওয়ার কিছুই নেই। একজন তরুণ, যার এখনও প্রথম শ্রেণির অভিষেকটাই ঘটেনি, তাঁর নাম না জানাটাই খুব স্বাভাবিক। কিন্তু এই রোমানই হইচই ফেলে দিয়েছেন। চলতি ভারত বনাম লেস্টারশেয়ার অনুশীলন ম্যাচের প্রথম ইনিংসে ২১ বছর বয়সি ফাস্ট বোলার পাঁচ-পাঁচটি উইকেট নেন। তাঁর শিকারের মধ্যে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিও। এই সাফল্যই রাতারাতি ফেমাস করে দিয়েছে ওয়াকারকে।

লেস্টারের নিজস্ব মিডিয়া Foxes TV-কে এক সাক্ষাৎকারে ওয়াকার জানান, ‘ভারত সফরে আসলে তো তাদের বিপক্ষে অবশ্যই সকলে খেলতে চাইবে। সত্যি বলতে পাঁচ উইকেট নেওয়াটা এখনও বিশ্বাস হচ্ছে না। কোহলিকে আউট করাটা আমার কাছে বিশেষ আনন্দদায়ক ছিল। ওই উইকেটটি নেওয়ার পর আমায় আমার বন্ধুরা মেসেজ করে লেখে, এই গল্পটা নাতিপুতিদের শুনিও।’

ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ৩৪ রান করেছেন ওয়াকার। এছাড়া একাধিক ভারতীয় তারকা লেস্টারের হয়ে এই ম্যাচে মাঠে নামায়, তাদের সঙ্গে একসঙ্গে বোলিং করার অভিজ্ঞতাও হয়েছে রোমানের। লেস্টারের হয়ে খেলা অন্যতম ভারতী তারকা হলেন জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা। তাঁদের পাশে বল করতে পারার সুযোগ হওয়ায়ও আবেগে গদগদ রোমান। ‘ওরা মানুষ হিসাবে দারুণ। সুযোগ এবং প্রয়োজন হলে ওরা প্রায় প্রতিটি বলের আগেই আমার সঙ্গে কথা বলেন, পরমার্শ দেন।’ বলাই বাহুল্য, প্রথম শ্রেণির অভিষেক ঘটার আগেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন ওয়াকার।

বন্ধ করুন