লখনউয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল সূর্যকুমার যাদবকে। লো স্কোরিং ম্যাচে দলের প্রয়োজনে ধৈর্যশীল, সাবধানী ইনিংস খেললেন সূর্য। উইকেটে টিকে থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন স্কাই। মাত্র ১ বল বাকি থাকতে বাউন্ডারি মেরে ভারতকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে আলোচনা করতে গিয়ে, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব বলেছেন, ‘উইনিং রানের আগে ও (হার্দিক) এসে আমাকে বলেছিল, তুমি এই বলে শেষ করতে যাচ্ছো, এটা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
আরও পড়ুন: শাহিনের মানের ধারেকাছে নয় বুমরাহ- লোক হাসালেন পাক প্রাক্তনী
ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০০ রানের। সেই রান তাড়া করতে গিয়ে ১০.৪ ওভারে ৫০/৩ হয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে সতর্ক জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর। তখনই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ওয়াশিংটন। প্রসঙ্গত, সূর্যকুমারের উইকেট বাঁচাতে নিজের উইকেট বিসর্জন দেন তামিলনাড়ুর ক্রিকেটার।
১৫তম ওভারে, ওয়াশিংটন সুন্দরের বারণ সত্ত্বেও, রান নেওয়ার জন্য সূর্য উইকেট ছেড়ে বের হয়ে আসে। শেষ পর্যন্ত সূ্র্যকে বাঁচাতে সুন্দর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, উইকেট হারাতে বাধ্য হয়। যদিও ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন সূর্য। ৩১ বলে অপরাজিত ২৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন, ‘এটা আমার ভুল ছিল। ওয়াশি আউট হওয়ার পরে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম, যাতে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে আসতে পারি। এটা অবশ্যই রান ছিল না, বল কোথায় যাচ্ছে, সেটা আমি দেখিনি। রান নিতে দৌড়েছিলাম।’
আরও পড়ুন: মা পেয়েছিলেন ডাইনি তকমা- মেয়েদের U-19 WC-এ অর্চনা দেবীর সাফল্য বদলে দিয়েছে ছবিটা
কঠিন পরিস্থিতিতে তাঁকে যে অন্যরকমভাবে ব্যাট করতে হয়েছিল, জানিয়েছেন স্কাই। বলেছেন, ‘আপনি বলতেই পারেন যে, এটি সূর্যের একটি ভিন্ন সংস্করণ ছিল। আমি যখন ব্যাট করতে যাই তখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটন আউট হয়ে যাওয়ার পর, খেলাটি শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’
কঠিন পিচ। অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু তাতেও কঠিন লড়াইের মুখে পড়তে হল ভারতকে। কিন্তু শেষ পর্যন্ত কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল হার্দিক বাহিনী। শেষ ওভারে ১ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব। এই জয়ের সঙ্গে সঙ্গেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।