বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 2nd T20I: লখনউ-এ ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ভারত
লখনউ-এ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া (ছবি-পিটিআই) (PTI)

IND vs NZ 2nd T20I: লখনউ-এ ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরল ভারত

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরল হার্দিকের টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৯ রান করেছিল। এক বল বাকি থাকতেই ১০০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হেরে যাওয়ায় লখনউ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রবিবার অটল বিহারি স্টেডিয়ামে ছয় উইকেটে জিতল ভারত।

29 Jan 2023, 10:31:30 PM IST

চার মেরে ম্যাচ জেতালেন সূর্য

শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতালেন সূর্যকুমার যাদব। এই জয়ের ফলে সিরিজে টিকে রইল টিম ইন্ডিয়া। সিরিজের ফল এখন ১-১।

29 Jan 2023, 10:23:07 PM IST

১৯ ওভারে স্কোর ৯৪/৪

ভারতকে জিততে হলে ৬ বলে ৬ রান করতে হবে। হার্দিক ও সূর্য ক্রিজে রয়েছেন।

29 Jan 2023, 10:18:17 PM IST

১৮ ওভারে স্কোর ৮৭/৪

ভারতকে জিততে হলে ১২ বলে ১৩ রান করতে হবে। হার্দিক ও সূর্য ক্রিজে রয়েছেন।

29 Jan 2023, 10:15:10 PM IST

১৭ ওভারে স্কোর ৮২/৪

১৮ বলে ভারতকে করতে হবে ১৮ রান। জমে উঠেছে লো স্কোরিং ম্য়াচ।

29 Jan 2023, 10:10:36 PM IST

১৬ ওভারে স্কোর ৭৭/৪

ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ২৪ বলে ২৩ রান। ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। 

29 Jan 2023, 10:07:00 PM IST

১৫ ওভারে স্কোর ৭৩/৪

ম্যাচ জিততে হলে ভারতের প্রয়োজন ৩০ বলে ২৭ রান। ভারতের হাতে রয়েছে ৬ উইকেট।

29 Jan 2023, 10:03:20 PM IST

আবার রান আউট

ওয়াশিংটন ও সূর্যকুমারের মধ্যে ভুল বোঝাবুঝি। রান আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ১৪.৩ ওভারে ভারতের স্কোর ৭০/৪ রান।

29 Jan 2023, 10:00:01 PM IST

১৪ ওভারে স্কোর ৭১/৩

ম্যাচ জিততে হলে ভারতকে ৩৬ বলে ২৯ রান করতে হবে। ৯ বলে ১০ রান করেছেন সুন্দর, সূর্যের ব্যাট থেকে এসেচে ১৬ বলে ১৩ রান।

29 Jan 2023, 09:55:42 PM IST

১৩ ওভারে স্কোর ৬৬/৩

নিজেদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। ভারতকে এই ম্যাচ জিততে হলে ৪২ বলে ৩৪ রান করতে হবে।

29 Jan 2023, 09:50:26 PM IST

১২ ওভারে স্কোর ৫৭/৩

ওয়াশিংটন সুন্দর ক্রিজে আসতে রানে গতি পেয়েছে। ১২ রানে ৬ রান নিয়েছে ভারত। 

29 Jan 2023, 09:45:42 PM IST

১১ ওভারে স্কোর ৫১/৩

এই ওভারে আউট হয়েছেন রাহুল ত্রিপাঠী। এখনও ম্যাচ কোনও দলেরই পকেটে ওঠেনি। দুই দলের কাছেই এখনও ম্যাচে ওপেন রয়েছে। 

29 Jan 2023, 09:43:48 PM IST

আউট রাহুল ত্রিপাঠী

ইশ সোধির বলে বড় হিট করতে গিয়ে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে বসলেন রাহুল ত্রিপাঠী। ১৮ বলে ১৩ রান করে ফিরলেন সাজঘরে। 

29 Jan 2023, 09:39:27 PM IST

১০ ওভারে স্কোর ৪৯/২

ম্যাচ জিততে হলে ৬০ বলে ভারতের প্রয়োজন আরও ৫১ রান। ক্রিজে ৪ বলে ২ করে খেলছেন সূর্যকুমার যাদব এবং ১৫ বলে ১৩ রান করে নিউজিল্যান্ডের স্পিনের বিরুদ্ধে লড়াই করছেন রাহুল ত্রিপাঠী।

29 Jan 2023, 09:34:40 PM IST

৯ ওভারে স্কোর ৪৬/২

ভারতীয় দল তাদের দ্বিতীয় উইকেট হারাল। ম্যাচ জিততে হলে ৬৬ বলে ৫৪ রান করতে হবে ভারতকে।

29 Jan 2023, 09:32:55 PM IST

অল্পের জন্য রান আউট ইশান কিষাণ

৪৬ রানে ২ উইকেট হারাল ভারত। ৩২ বলে ১৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ইশান কিষাণ। 

29 Jan 2023, 09:28:07 PM IST

৮ ওভারে স্কোর ৪৩/১

ইশ সোধির এই ওভারে ৯ রান নিলেন রাহুল ত্রিপাঠী ও ইশান কিষাণ।

29 Jan 2023, 09:23:12 PM IST

৭ ওভারে স্কোর ৩৪/১

গ্লেন ফিলিপস বল করতে এলেন। স্পিন দিয়ে ইশানদের আটকাতে চাইলেন কিউয়ি অধিনায়ক। কিন্তু এই ওভারের শেষ বলে চার মেরে রান রেট ধরে রাখলেন ইশান কিষাণ।

29 Jan 2023, 09:19:45 PM IST

৬ ওভারে স্কোর ২৯/১

ব্রেসওয়েলের এই ওভারে সাত রান নিল ভারত। ইশান কিষাণ একটি বাউন্ডারিও হাঁকালেন। পাওয়ার প্লে-তে তুল্যমূল্য লড়াই হল দুই দলের।

29 Jan 2023, 09:16:07 PM IST

৫ ওভারে স্কোর ২২/১

লক্ষ্য কম হলেও লখনউ-এর স্পিন ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। স্যান্টনারের এই ওভারে পাঁচ রান নিল ভারত। 

29 Jan 2023, 09:12:24 PM IST

৪ ওভারে স্কোর ১৭/১

ভারতের মতোই স্পিন দিয়ে ব্যাটারদের উপর আক্রমণ করছে নিউজিল্যান্ড। ব্রেসওয়েলের এই ওভারে এক রান দিয়ে এক উইকেট পেল নিউজিল্যান্ড।

29 Jan 2023, 09:10:59 PM IST

আউট হলেন শুভমন গিল

ব্রেসওয়েলের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ৯ বলে ১১ রান করলেন তিনি। ভারতের স্কোর ৩.৫ ওভারে ১৭/১ রান। 

29 Jan 2023, 09:07:34 PM IST

৩ ওভারে স্কোর ১৬/০

মিচেল স্যান্টনারের এই ওভারে সাত রান নিল ভারত। শুভমন গিল একটি চার মারলেন এবং এই ওভারে দুটি বল দারুণ স্পিন হয়ে যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন।

29 Jan 2023, 09:03:05 PM IST

২ ওভারে স্কোর ৯/০

ব্রেসওয়েল দ্বিতীয় ওভার বল করলেন এবং তিনি খরচ করলেন মাত্র ১ রান।

29 Jan 2023, 09:00:33 PM IST

১ ওভারে স্কোর ৮/০

চার মেরে ডাফিকে স্বাগত জানালেন শুভমন। প্রথম ওভারে ভারত আট রান নিল। গিল ৩ বলে করলেন সাত রান, ইশান কিষাণ ৩ বলে ১ রান করেছেন।

29 Jan 2023, 08:44:56 PM IST

২০ ওভারে স্কোর ৯৯/৮

আর্শদীপের শেষ ওভারে ৫ রান নিল নিউজিল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ১০০ রান।

29 Jan 2023, 08:39:31 PM IST

১৯ ওভারে স্কোর ৯৪/৮

বহুক্ষণ পরে নিউজিল্যান্ডের পক্ষে সফল ওভার। শিবম মাভির এই ওভারে ১১ রান নিল নিউজিল্যান্ড। 

29 Jan 2023, 08:32:21 PM IST

আবার আউট…

আর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন লকি ফার্গুসন। ১৮ ওভার শেষ নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৮ রান।

29 Jan 2023, 08:29:08 PM IST

আবার আউটটটট

এবার উইকেট পেলেন আর্শদীপ সিং। ইশ সোধিকে ফেরালেন আর্শদীপ সিং। হার্দিক ধরলেন ইশ সোধির ক্যাচ। নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৭ 

29 Jan 2023, 08:27:01 PM IST

১৭ ওভারে স্কোর ৮০/৬

নিজের স্পেল শেষ করলেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিলেন ভারতের ক্যাপ্টেন। 

29 Jan 2023, 08:25:09 PM IST

দারুণ ক্যাচ

আবার উইকেট পেল টিম ইন্ডিয়া। হার্দিকের বলে ব্রেসওয়েল বড় ছক্কা হাঁকাতে গিয়েছিলেন কিন্তু আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আর্শদীপ এদিন বল করতে না পেলেও দারুণ ফিল্ডিং করে একটি উইকেট শিকার করলেন। ২২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন ব্রেসওয়েল।

29 Jan 2023, 08:18:54 PM IST

১৬ ওভারে স্কোর ৭৬/৫

নিজের চার ওভারের স্পেল শেষ করলেন কুলদীপ যাদব। এদিন নিজের শেষ ওভারে পাঁচ রান দিলেন কুলদীপ। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন একটি উইকেট।

29 Jan 2023, 08:15:12 PM IST

১৫ ওভারে স্কোর ৭১/৫

হার্দিক পান্ডিয়া নিজের এই ওভারে দিলেন চার রান। স্যান্টনার ৭ বলে ৬ রান করে খেলছেন, মিচেল ব্রেসওয়েল ১৫ বলে করেছেন ৯ রান। 

29 Jan 2023, 08:09:01 PM IST

১৪ ওভারে স্কোর ৬৭/৫

নিউজিল্যান্ডকে চাপ রেখেছে বারতের স্পিন। এই ওভারে মাত্র পাঁচ রান দিলেন ওয়াশিংটন।

29 Jan 2023, 08:04:52 PM IST

১৩ ওভারে স্কোর ৬২/৫

শেষ হল দীপক হুডার স্পেল। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন একটি উইকেট।

29 Jan 2023, 08:02:32 PM IST

আবার আউটটট

এবার রান আউট হলেন চ্যাপম্যান। ২১ বলে ১৪ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। নিউজিল্যান্ডের স্কোর ১২.৪ ওভারে ৬০/৫ রান।

29 Jan 2023, 08:00:07 PM IST

১২ ওভারে স্কোর ৫৮/৪

নিজের তৃতীয় ওভারে মাত্র চার খরচ করলেন কুলদীপ যাদব। ব্রেসওয়েল ও চ্যাপম্যান ক্রিজে রয়েছেন।

29 Jan 2023, 07:56:06 PM IST

১১ ওভারে স্কোর ৫৪/৪

দীপক হুডা এই ওভারে ছয় রান খরচ করলেন। নিউজিল্যান্ডের উপরে চাপ তৈরি করেছে ভারতীয় স্পিনাররা।

29 Jan 2023, 07:51:43 PM IST

১০ ওভারে স্কোর ৪৮/৪

ভারতের জন্য আরও একটা সফল ওভার। তিন রান দিয়ে ড্যারিল মিচেলের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব।

29 Jan 2023, 07:50:38 PM IST

আউটটট

ড্যারিল মিচেলকে বোল্ড করলেন কুলদীপ যাদব। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন মিচেল।

29 Jan 2023, 07:46:45 PM IST

৯ ওভারে স্কোর ৪৫/৩

আবারও একটা ভালো ওভার করলেন দীপক হুডা। দিলেন মাত্র পাঁচ রান।

29 Jan 2023, 07:40:49 PM IST

৮ ওভারে স্কোর ৪০/৩

কুলদীপ যাদব এই ওভারটি করেন এবং খরচ করলেন পাঁচ রান। মিচেল এই ওভারে একটি বাউন্ডারি মারেন।

29 Jan 2023, 07:37:01 PM IST

৭ ওভারে স্কোর ৩৫/৩

দীপক হুডার সফল ওভার। এই ওভারে ২ রান দিয়ে একটি উইকেট নিলেন ভারতীয় অল রাউন্ডার।

29 Jan 2023, 07:35:14 PM IST

ক্লিন বোল্ড…

১০ বলে ৫ রান করে গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরালেন দীপক হুডা। নিউজিল্যান্ডের স্কোর ৩৫/৩ রান। 

29 Jan 2023, 07:31:18 PM IST

৬ ওভারে স্কোর ৩৩/২

শেষ হল পাওয়ার প্লে। প্রথম ছয় ওভার নিজেদের নামে রাখল ভারত। এখন দেখার কিউয়িরা কত স্কোর করতে পারে। 

29 Jan 2023, 07:27:47 PM IST

৫ ওভারে স্কোর ২৯/২

নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিরেছেন। ক্রিজে রয়েছেন নতুন দুই ব্যাটার। পিচে দারুণ স্পিন রয়েছে।

29 Jan 2023, 07:25:49 PM IST

আবার আউটটট

এবার আউট হলেন ডেভন কনওয়ে। ওয়াশিংটন সুন্দরের বলে ইশানের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ১১ রান করে আউট হলেন কনওয়ে। 

29 Jan 2023, 07:19:41 PM IST

৪ ওভারে স্কোর ২১/১

উইকেট মেডেন নিলেন যুজবেন্দ্র চাহাল। দারুণ একটা ওভার করল ভারত।

29 Jan 2023, 07:17:09 PM IST

আউটটটট

প্রথম সাফল্য পেল ভারত। ফিন অ্যালেনকে বোল্ড করে সাজঘরে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১১ রান করে আউট অ্যালেন। ৩.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর 

29 Jan 2023, 07:15:18 PM IST

৩ ওভারে স্কোর ২১/০

বড় রান খরচ করেছেন হার্দিক পান্ডিয়া। এই ওভারে ১১ রান দিলেন তিনি। ফিন অ্যালেন দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন এই ওভারে।

29 Jan 2023, 07:09:29 PM IST

২ ওভারে স্কোর ১০/০

দ্বিতীয় ওভার বল করতে এলেন ওয়াশিংটন সুন্দর। এই ওভারে তিনি খরচ করলেন মাত্র চার রান। ১০ বলে ৯ রান করে মাঠে রয়েছেন কনওয়ে অ্যালেন করেছেন ১ রান।

29 Jan 2023, 07:05:40 PM IST

প্রথম ওভারে স্কোর ৬/০

হার্দিকের ওভারে ৬ ওভার নিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৫ ও ফিন অ্যালেন করলেন ১ রান। 

29 Jan 2023, 07:01:08 PM IST

হার্দিকের ওভার, শুরু ম্যাচ

আর্শদীপ সিং মাঠে উপস্থিত থাকলেও ওভারের শুরু করলেন হার্দিক পান্ডিয়া। 

29 Jan 2023, 06:59:32 PM IST

দেখুন ভারতের প্লেয়িং ইলেভেন

শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং

29 Jan 2023, 06:47:36 PM IST

ফিরল কুলচা জুটি

পৃথ্বী শ-কে দলে নেওয়া হল না। গিল ও ইশানই ম্যাচে ওপেন করবেন। তবে উমরান মালিকের জায়গা ভারতীয় দলে এলেন যুজবেন্দ্র চাহাল। ফলে দীর্ঘদিন পরে আবার কুলচা জুটিকে একসঙ্গে দেখা যাবে। 

29 Jan 2023, 06:44:33 PM IST

টস জিতল নিউজিল্যান্ড

টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। একই দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। ভারতীয় দলে করা হয়েছে পরিবর্তন।

29 Jan 2023, 06:42:34 PM IST

HT বাংলার লাইভে স্বাগত জানাই

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি রবিবার লখনউতে অনুষ্ঠিত হয়েছে। এটি টিম ইন্ডিয়ার জন্য একটি ডু অর ডাই প্রতিযোগিতা। এই ম্যাচে হারলে টি-টোয়েন্টি সিরিজও হারাবে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে জিতেছে। হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত তার অধিনায়কত্বে প্রতিটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং এই সিরিজেও তিনি প্রত্যাবর্তন করতে চান। একই সঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব মিচেল স্যান্টনারের হাতে। শেষ ম্যাচে স্যান্টনারও দুর্দান্ত বোলিং করেছেন সঙ্গে ভালো অধিনায়কত্বে। একই সঙ্গে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল কেন উইলিয়ামসনের অভাব অনুভব করতে দেননি নিউজিল্যান্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সন্ধ্যা নামতেই লোডশেডিং কলকাতায়, বড় নির্দেশ মন্ত্রীর, এসি থাকলে জানান! প্রথম দফায় ‘ফার্স্ট’ জলপাইগুড়ি! তবে ৩ আসনেই কমল ভোটদানের হার, কোথায় কত পড়ল? মৃত্যুর হুমকিকে বুড়ো আঙুল! পুলিশের জালে বন্দুকবাজরা, দুবাইতে খোশমেজাজে সলমন মোহনবাগানের জার্সিকে মধ্যমা! সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? প্রশ্ন মোহনবাগানীদের ১০০ দিনেরও কম বাকি, এখনও অলিম্পিক্সের টিকিট পায়নি কোনও পুরুষ ভারতীয় কুস্তিগীর পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না: শুভেন্দু বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন নওয়াদায় অধীর চৌধুরীর প্রচারে TMCর হামলার নিন্দা করলেন দলেরই বিধায়ক ১৯ দিন পর ছেলের বিয়ে! আদৃতকে নিয়ে আবেগঘন বাবা, কী লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর?

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.