সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হেরে যাওয়ায় লখনউ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রবিবার অটল বিহারি স্টেডিয়ামে ছয় উইকেটে জিতল ভারত।
চার মেরে ম্যাচ জেতালেন সূর্য
শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতালেন সূর্যকুমার যাদব। এই জয়ের ফলে সিরিজে টিকে রইল টিম ইন্ডিয়া। সিরিজের ফল এখন ১-১।
১৯ ওভারে স্কোর ৯৪/৪
ভারতকে জিততে হলে ৬ বলে ৬ রান করতে হবে। হার্দিক ও সূর্য ক্রিজে রয়েছেন।
১৮ ওভারে স্কোর ৮৭/৪
ভারতকে জিততে হলে ১২ বলে ১৩ রান করতে হবে। হার্দিক ও সূর্য ক্রিজে রয়েছেন।
১৭ ওভারে স্কোর ৮২/৪
১৮ বলে ভারতকে করতে হবে ১৮ রান। জমে উঠেছে লো স্কোরিং ম্য়াচ।
১৬ ওভারে স্কোর ৭৭/৪
ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ২৪ বলে ২৩ রান। ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।
১৫ ওভারে স্কোর ৭৩/৪
ম্যাচ জিততে হলে ভারতের প্রয়োজন ৩০ বলে ২৭ রান। ভারতের হাতে রয়েছে ৬ উইকেট।
আবার রান আউট
ওয়াশিংটন ও সূর্যকুমারের মধ্যে ভুল বোঝাবুঝি। রান আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ১৪.৩ ওভারে ভারতের স্কোর ৭০/৪ রান।
১৪ ওভারে স্কোর ৭১/৩
ম্যাচ জিততে হলে ভারতকে ৩৬ বলে ২৯ রান করতে হবে। ৯ বলে ১০ রান করেছেন সুন্দর, সূর্যের ব্যাট থেকে এসেচে ১৬ বলে ১৩ রান।
১৩ ওভারে স্কোর ৬৬/৩
নিজেদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। ভারতকে এই ম্যাচ জিততে হলে ৪২ বলে ৩৪ রান করতে হবে।
১২ ওভারে স্কোর ৫৭/৩
ওয়াশিংটন সুন্দর ক্রিজে আসতে রানে গতি পেয়েছে। ১২ রানে ৬ রান নিয়েছে ভারত।
১১ ওভারে স্কোর ৫১/৩
এই ওভারে আউট হয়েছেন রাহুল ত্রিপাঠী। এখনও ম্যাচ কোনও দলেরই পকেটে ওঠেনি। দুই দলের কাছেই এখনও ম্যাচে ওপেন রয়েছে।
আউট রাহুল ত্রিপাঠী
ইশ সোধির বলে বড় হিট করতে গিয়ে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে বসলেন রাহুল ত্রিপাঠী। ১৮ বলে ১৩ রান করে ফিরলেন সাজঘরে।
১০ ওভারে স্কোর ৪৯/২
ম্যাচ জিততে হলে ৬০ বলে ভারতের প্রয়োজন আরও ৫১ রান। ক্রিজে ৪ বলে ২ করে খেলছেন সূর্যকুমার যাদব এবং ১৫ বলে ১৩ রান করে নিউজিল্যান্ডের স্পিনের বিরুদ্ধে লড়াই করছেন রাহুল ত্রিপাঠী।
৯ ওভারে স্কোর ৪৬/২
ভারতীয় দল তাদের দ্বিতীয় উইকেট হারাল। ম্যাচ জিততে হলে ৬৬ বলে ৫৪ রান করতে হবে ভারতকে।
অল্পের জন্য রান আউট ইশান কিষাণ
৪৬ রানে ২ উইকেট হারাল ভারত। ৩২ বলে ১৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ইশান কিষাণ।
৮ ওভারে স্কোর ৪৩/১
ইশ সোধির এই ওভারে ৯ রান নিলেন রাহুল ত্রিপাঠী ও ইশান কিষাণ।
৭ ওভারে স্কোর ৩৪/১
গ্লেন ফিলিপস বল করতে এলেন। স্পিন দিয়ে ইশানদের আটকাতে চাইলেন কিউয়ি অধিনায়ক। কিন্তু এই ওভারের শেষ বলে চার মেরে রান রেট ধরে রাখলেন ইশান কিষাণ।
৬ ওভারে স্কোর ২৯/১
ব্রেসওয়েলের এই ওভারে সাত রান নিল ভারত। ইশান কিষাণ একটি বাউন্ডারিও হাঁকালেন। পাওয়ার প্লে-তে তুল্যমূল্য লড়াই হল দুই দলের।
৫ ওভারে স্কোর ২২/১
লক্ষ্য কম হলেও লখনউ-এর স্পিন ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। স্যান্টনারের এই ওভারে পাঁচ রান নিল ভারত।
৪ ওভারে স্কোর ১৭/১
ভারতের মতোই স্পিন দিয়ে ব্যাটারদের উপর আক্রমণ করছে নিউজিল্যান্ড। ব্রেসওয়েলের এই ওভারে এক রান দিয়ে এক উইকেট পেল নিউজিল্যান্ড।
আউট হলেন শুভমন গিল
ব্রেসওয়েলের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ৯ বলে ১১ রান করলেন তিনি। ভারতের স্কোর ৩.৫ ওভারে ১৭/১ রান।
৩ ওভারে স্কোর ১৬/০
মিচেল স্যান্টনারের এই ওভারে সাত রান নিল ভারত। শুভমন গিল একটি চার মারলেন এবং এই ওভারে দুটি বল দারুণ স্পিন হয়ে যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন।
২ ওভারে স্কোর ৯/০
ব্রেসওয়েল দ্বিতীয় ওভার বল করলেন এবং তিনি খরচ করলেন মাত্র ১ রান।
১ ওভারে স্কোর ৮/০
চার মেরে ডাফিকে স্বাগত জানালেন শুভমন। প্রথম ওভারে ভারত আট রান নিল। গিল ৩ বলে করলেন সাত রান, ইশান কিষাণ ৩ বলে ১ রান করেছেন।
২০ ওভারে স্কোর ৯৯/৮
আর্শদীপের শেষ ওভারে ৫ রান নিল নিউজিল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ১০০ রান।
১৯ ওভারে স্কোর ৯৪/৮
বহুক্ষণ পরে নিউজিল্যান্ডের পক্ষে সফল ওভার। শিবম মাভির এই ওভারে ১১ রান নিল নিউজিল্যান্ড।
আবার আউট…
আর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন লকি ফার্গুসন। ১৮ ওভার শেষ নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৮ রান।
আবার আউটটটট
এবার উইকেট পেলেন আর্শদীপ সিং। ইশ সোধিকে ফেরালেন আর্শদীপ সিং। হার্দিক ধরলেন ইশ সোধির ক্যাচ। নিউজিল্যান্ডের স্কোর ৮৩/৭
১৭ ওভারে স্কোর ৮০/৬
নিজের স্পেল শেষ করলেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিলেন ভারতের ক্যাপ্টেন।
দারুণ ক্যাচ
আবার উইকেট পেল টিম ইন্ডিয়া। হার্দিকের বলে ব্রেসওয়েল বড় ছক্কা হাঁকাতে গিয়েছিলেন কিন্তু আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আর্শদীপ এদিন বল করতে না পেলেও দারুণ ফিল্ডিং করে একটি উইকেট শিকার করলেন। ২২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরলেন ব্রেসওয়েল।
১৬ ওভারে স্কোর ৭৬/৫
নিজের চার ওভারের স্পেল শেষ করলেন কুলদীপ যাদব। এদিন নিজের শেষ ওভারে পাঁচ রান দিলেন কুলদীপ। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন একটি উইকেট।
১৫ ওভারে স্কোর ৭১/৫
হার্দিক পান্ডিয়া নিজের এই ওভারে দিলেন চার রান। স্যান্টনার ৭ বলে ৬ রান করে খেলছেন, মিচেল ব্রেসওয়েল ১৫ বলে করেছেন ৯ রান।
১৪ ওভারে স্কোর ৬৭/৫
নিউজিল্যান্ডকে চাপ রেখেছে বারতের স্পিন। এই ওভারে মাত্র পাঁচ রান দিলেন ওয়াশিংটন।
১৩ ওভারে স্কোর ৬২/৫
শেষ হল দীপক হুডার স্পেল। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন একটি উইকেট।
আবার আউটটট
এবার রান আউট হলেন চ্যাপম্যান। ২১ বলে ১৪ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। নিউজিল্যান্ডের স্কোর ১২.৪ ওভারে ৬০/৫ রান।
১২ ওভারে স্কোর ৫৮/৪
নিজের তৃতীয় ওভারে মাত্র চার খরচ করলেন কুলদীপ যাদব। ব্রেসওয়েল ও চ্যাপম্যান ক্রিজে রয়েছেন।
১১ ওভারে স্কোর ৫৪/৪
দীপক হুডা এই ওভারে ছয় রান খরচ করলেন। নিউজিল্যান্ডের উপরে চাপ তৈরি করেছে ভারতীয় স্পিনাররা।
১০ ওভারে স্কোর ৪৮/৪
ভারতের জন্য আরও একটা সফল ওভার। তিন রান দিয়ে ড্যারিল মিচেলের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব।
আউটটট
ড্যারিল মিচেলকে বোল্ড করলেন কুলদীপ যাদব। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন মিচেল।
৯ ওভারে স্কোর ৪৫/৩
আবারও একটা ভালো ওভার করলেন দীপক হুডা। দিলেন মাত্র পাঁচ রান।
৮ ওভারে স্কোর ৪০/৩
কুলদীপ যাদব এই ওভারটি করেন এবং খরচ করলেন পাঁচ রান। মিচেল এই ওভারে একটি বাউন্ডারি মারেন।
৭ ওভারে স্কোর ৩৫/৩
দীপক হুডার সফল ওভার। এই ওভারে ২ রান দিয়ে একটি উইকেট নিলেন ভারতীয় অল রাউন্ডার।
ক্লিন বোল্ড…
১০ বলে ৫ রান করে গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরালেন দীপক হুডা। নিউজিল্যান্ডের স্কোর ৩৫/৩ রান।
৬ ওভারে স্কোর ৩৩/২
শেষ হল পাওয়ার প্লে। প্রথম ছয় ওভার নিজেদের নামে রাখল ভারত। এখন দেখার কিউয়িরা কত স্কোর করতে পারে।
৫ ওভারে স্কোর ২৯/২
নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিরেছেন। ক্রিজে রয়েছেন নতুন দুই ব্যাটার। পিচে দারুণ স্পিন রয়েছে।
আবার আউটটট
এবার আউট হলেন ডেভন কনওয়ে। ওয়াশিংটন সুন্দরের বলে ইশানের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ১১ রান করে আউট হলেন কনওয়ে।
৪ ওভারে স্কোর ২১/১
উইকেট মেডেন নিলেন যুজবেন্দ্র চাহাল। দারুণ একটা ওভার করল ভারত।
আউটটটট
প্রথম সাফল্য পেল ভারত। ফিন অ্যালেনকে বোল্ড করে সাজঘরে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১১ রান করে আউট অ্যালেন। ৩.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর
৩ ওভারে স্কোর ২১/০
বড় রান খরচ করেছেন হার্দিক পান্ডিয়া। এই ওভারে ১১ রান দিলেন তিনি। ফিন অ্যালেন দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন এই ওভারে।
২ ওভারে স্কোর ১০/০
দ্বিতীয় ওভার বল করতে এলেন ওয়াশিংটন সুন্দর। এই ওভারে তিনি খরচ করলেন মাত্র চার রান। ১০ বলে ৯ রান করে মাঠে রয়েছেন কনওয়ে অ্যালেন করেছেন ১ রান।
প্রথম ওভারে স্কোর ৬/০
হার্দিকের ওভারে ৬ ওভার নিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৫ ও ফিন অ্যালেন করলেন ১ রান।
হার্দিকের ওভার, শুরু ম্যাচ
আর্শদীপ সিং মাঠে উপস্থিত থাকলেও ওভারের শুরু করলেন হার্দিক পান্ডিয়া।
দেখুন ভারতের প্লেয়িং ইলেভেন
শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং
ফিরল কুলচা জুটি
পৃথ্বী শ-কে দলে নেওয়া হল না। গিল ও ইশানই ম্যাচে ওপেন করবেন। তবে উমরান মালিকের জায়গা ভারতীয় দলে এলেন যুজবেন্দ্র চাহাল। ফলে দীর্ঘদিন পরে আবার কুলচা জুটিকে একসঙ্গে দেখা যাবে।
টস জিতল নিউজিল্যান্ড
টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। একই দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। ভারতীয় দলে করা হয়েছে পরিবর্তন।
HT বাংলার লাইভে স্বাগত জানাই
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি রবিবার লখনউতে অনুষ্ঠিত হয়েছে। এটি টিম ইন্ডিয়ার জন্য একটি ডু অর ডাই প্রতিযোগিতা। এই ম্যাচে হারলে টি-টোয়েন্টি সিরিজও হারাবে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে জিতেছে। হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত তার অধিনায়কত্বে প্রতিটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং এই সিরিজেও তিনি প্রত্যাবর্তন করতে চান। একই সঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব মিচেল স্যান্টনারের হাতে। শেষ ম্যাচে স্যান্টনারও দুর্দান্ত বোলিং করেছেন সঙ্গে ভালো অধিনায়কত্বে। একই সঙ্গে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল কেন উইলিয়ামসনের অভাব অনুভব করতে দেননি নিউজিল্যান্ড।