বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: কিউয়িদের বিশ্রী হারে কপিল দেব, জাভগাল শ্রীনাথকে পিছনে ফেলে অবাঞ্ছিত নজির আজাজের

IND vs NZ: কিউয়িদের বিশ্রী হারে কপিল দেব, জাভগাল শ্রীনাথকে পিছনে ফেলে অবাঞ্ছিত নজির আজাজের

আজাজ প্য়াটেল। ছবি- এএনআই। (ANI )

প্রথম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেন আজাজ প্যাটেল।

প্রথম ইনিংসে ম্যারাথন স্পেল, দুরন্ত বোলিংয়ে অকল্পনীয় নজির সৃষ্টি করেও মুম্বইয়ে নিউজিল্যান্ডের পরাজয় রুখতে পারলেন না আজাজ প্যাটেল। দ্বিতীয় টেস্টে ৩৭২ রানে কিউয়িদের কার্যত দুরমুশ করে হারায় ভারতীয় দল। দলের পরাজয়ের সঙ্গে সঙ্গেই অকাঙ্খিত নজির গড়ে ফেললেন আজাজ।

ভারতীয় বংশোদ্ভূত আজাজ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রাক্তন দুই ভারতীয় ফাস্ট বোলারকে পিছনে ফেলেই দুই নজির গড়লেন, যা দেখে তিনি একদমই খুশি হবেন না। প্রথম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেন আজাজ প্যাটেল। এক ইনিংসে কোনো বোলারের এমনিই ১০ উইকেট নেওয়া বিরলতম কৃতিত্বের একটা। এরপরেও দলের পরাজয় তো প্রায় কল্পনাতীত। তবে আদপে স্বপ্নের নগরীতে জয়ের স্বপ্ন চুরমার হল কিউয়িদের। কপিল দেবকে (৮৩ রানে নয় উইকেট) টপকে আজাজই টেস্টে এক ইনিংসে সর্বাধিক উইকেট নিয়ে পরাজিত দলের সদস্য হওয়ার নজির গড়লেন।

শুধু প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংসেও ভাল বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে চার উইকেটসহ ম্যাচে মোট ১৪ উইকেট নেন আজাজ। এর আগে কোনোদিন কোনো বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটে এত উইকেট নিয়ে পরাজয়ের মুখ দেখতে হয়নি। জাভগালশ্রীনাথের ১৯৯৯ সালে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে ১৩২ রানে ১৩ উইকেটই এতদিন পর্যন্ত এক ম্যাচে পরাজিত হয়ে দলের হয়ে সেরা বোলিং ফিগার ছিল। কিন্তু আজাজ সেই রেকর্ডও ভেঙে দিলেন।

বন্ধ করুন
Live Score