বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: 'সুপারি খাচ্ছিলাম, বোনকে নোংরা মন্তব্য করা হচ্ছে',ক্ষুব্ধ কানপুরের ‘গুটখা ম্যান’

IND vs NZ: 'সুপারি খাচ্ছিলাম, বোনকে নোংরা মন্তব্য করা হচ্ছে',ক্ষুব্ধ কানপুরের ‘গুটখা ম্যান’

সেই দৃশ্য। (ছবি সৌজন্য টুইটার ভিডিয়ো)

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরদিনও (শুক্রবার) মাঠে আসেন শোভিত। সঙ্গে প্ল্যাকার্ড আনেন। হিন্দিতে লেখা ছিল, ‘গুটখা খাওয়া বাজে স্বভাব।’

মোটেও গুটখা খাননি। সুপারি খাচ্ছিলেন। এমনই দাবি করলেন কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ‘গুটখা ম্যান’। তাঁর দাবি, ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বোনকে উদ্দেশ করে নোংরা মন্তব্য করা হচ্ছে। যিনি কানপুর টেস্টের প্রথম দিন তাঁর সঙ্গে বসেছিলেন।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই ‘গুটখা ম্যান’-এর নাম আদতে শোভিত পান্ডে। তিনি কানপুরের মাহেশ্বরী মহলের বাসিন্দা। তিনি বলেন, ‘প্রথমত, আমি বলতে চাই যে আমি গুটখা খাচ্ছিলাম না। সুপারি খাচ্ছিলাম। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। একই স্টেডিয়ামে ও খেলা দেখছিল। তবে অন্য স্ট্যান্ডে ছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘মাত্র ১০ সেকেন্ড ফোনে কথা বলেছিলাম। যা ভাইরাল হয়ে যায়। যে বন্ধুর সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, সেই আমায় এই খবরটা দেয় যে ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। আগুনের মতো ছড়াতে থাকে ভিডিয়োটি।’

বৃহস্পতিবার কানপুরে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাের ব্যাটিংয়ের সময় গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়েছিল। তাতে এক ব্যক্তি এবং এক মহিলাকে দেখা গিয়েছিল। ব্যক্তি ফোনে কথা বলছিলেন। আর ওই মহিলা তাঁর দিকে তাকিয়ে ছিলেন। ব্যক্তির মুখ দেখে নেটিজেনরা দাবি করেন, নিশ্চয়ই গুটখা খাচ্ছিলেন ওই ব্যক্তি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শুধুমাত্র কানপুর স্টেডিয়ামেই এটা দেখতে পাবেন।’

মোটেও গুটখা খাননি। সুপারি খাচ্ছিলেন। এমনই দাবি করলেন কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ‘গুটখা ম্যান’। তাঁর দাবি, ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বোনকে উদ্দেশ করে নোংরা মন্তব্য করা হচ্ছে। যিনি কানপুর টেস্টের প্রথম দিন তাঁর সঙ্গে বসেছিলেন।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই ‘গুটখা ম্যান’-এর নাম আদতে শোভিত পান্ডে। তিনি কানপুরের মাহেশ্বরী মহলের বাসিন্দা। তিনি বলেন, ‘প্রথমত, আমি বলতে চাই যে আমি গুটখা খাচ্ছিলাম না। সুপারি খাচ্ছিলাম। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। একই স্টেডিয়ামে ও খেলা দেখছিল। তবে অন্য স্ট্যান্ডে ছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘মাত্র ১০ সেকেন্ড ফোনে কথা বলেছিলাম। যা ভাইরাল হয়ে যায়। যে বন্ধুর সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, সেই আমায় এই খবরটা দেয় যে ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। আগুনের মতো ছড়াতে থাকে ভিডিয়োটি।’

বৃহস্পতিবার কানপুরে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাের ব্যাটিংয়ের সময় গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়েছিল। তাতে এক ব্যক্তি এবং এক মহিলাকে দেখা গিয়েছিল। ব্যক্তি ফোনে কথা বলছিলেন। আর ওই মহিলা তাঁর দিকে তাকিয়ে ছিলেন। ব্যক্তির মুখ দেখে নেটিজেনরা দাবি করেন, নিশ্চয়ই গুটখা খাচ্ছিলেন ওই ব্যক্তি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শুধুমাত্র কানপুর স্টেডিয়ামেই এটা দেখতে পাবেন।’|#+|

সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরদিনও (শুক্রবার) মাঠে আসেন শোভিত। সঙ্গে প্ল্যাকার্ড আনেন। হিন্দিতে লেখা ছিল, ‘গুটখা খাওয়া বাজে স্বভাব।’ তারইমধ্যে তিনি জানান, ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ায় এবং তাঁকে ট্রোল করায় কোনও আক্ষেপ নেই। কিন্তু তাঁর বোনকেও আক্রমণ করা হচ্ছে। ‘বিরক্ত’ শোভিড বলেন, 'আমি কোনও ভুল করিনি। আমি ভীত বা লজ্জিত নই। আমি শুধুমাত্র একটি বিষয়েই উদ্বিগ্ন যে আমার বোনের উদ্দেশে নোংরা মন্তব্য করা হচ্ছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রবল বেগে ধেয়ে আসবে ঝড়, ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, পারদও নামবে অনেকটা চোর আর শিক্ষক তো একসঙ্গে তর্ক করতে পারে না, অভিষেককে জবাব সুকান্ত মজুমদারের ‘রাস্তার মেয়েদের কায়দায় শাড়ি পরে আজকের প্রজন্ম, পুরুষ সম্মান দেবে কি করে?' মমতা মাথায় চোট নিয়েই নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, ব্যান্ডেজ পরা অবস্থায় কাজে যোগ হোলির এক সপ্তাহ আগে শুরু হয় লাঠমার হোলি, জেনে নিন এর পিছনের পৌরাণিক ইতিহাস আপাতত সিএএ বিধির ওপর স্থগিতাদেশে 'না', মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের অসমের বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে এবিভিপির বিতর্কসভা, চরম মারপিট, জখম ৬ রাজ্যের ২ মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ হয়ে শরীরে ঢুকলেই পরম শান্তি! কীসে প্রীতি জিন্টা পেলেন স্বর্গসুখ দক্ষিণভারতে আরও শক্ত হচ্ছে বিজেপির হাত, পিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.