ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে ক্রমশ পরিণত হয়ে উঠছেন হার্দিক পান্ডিয়া। সিনিয়র তারকাদের ছাড়াই দলনায়ক হিসেবে একের পর এক ম্যাচ তথা সিরিজ জিতে চলেছেন তিনি। নেতা হিসেবে ধোনি, কোহলি, রোহিতরা বহু রেকর্ড গড়েছেন। তবে আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্য়াচে হার্দিক এমন এক নজির গড়েন, যা ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে ভারতের আর কোনও ক্যাপ্টেনের নেই।
মোতেরায় পান্ডিয়া ব্যাট হাতে ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি ৪ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। দলের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন ক্যাপ্টেনই। চারজন কিউয়ি ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর সুবাদেই রেকর্ড বইয়ে নাম তুলে ফেলেন পান্ডিয়া।
হার্দিকই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিতে নেমে এক ইনিংসে ৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে ভারতের আর কোনও ক্যাপ্টেন আন্তর্জতিক টি-২০ ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পান্ডিয়ার এটি কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বরং ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বিক টি-২০ কেরিয়ারে হার্দিকের এটি সেরা বোলিং পারফর্ম্যান্স। টি-২০ ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন পান্ডিয়া।
আরও পড়ুন:- IND vs NZ: ঘরের মাঠে ছেলেদের T20I জয়ের হাফ-সেঞ্চুরি ভারতের, এই রেকর্ড আর কোনও দেশের নেই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে পান্ডিয়া সাকুল্যে ৫টি উইকেট পকেটে পোরেন। সেই সঙ্গে তিন ম্যাচে তিনি ৬৬ রান সংগ্রহ করেন। ব্যাটে-বলে দলের পারফর্ম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখা ছাড়াও নেতা হিসেবে আলাদা করে নজর কাড়েন হার্দিক। সে কারণেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পান্ডিয়া।
উল্লেখ্য, আমদাবাদে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে টিম ইন্ডিয়া। শুভমন গিল ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- শেফালিদের বিশ্বজয়ের পিছনে মিতালি-ঝুলনদের অবদান কতটা, মনে করিয়ে দিলেন সচিন: Video
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অল-আউট হয়ে যায়। ১৬৮ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে ভারত। পান্ডিয়ার ৪ উইকেট ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন অর্শদীপ সিং, উমরান মালিক ও শিবম মাভি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup