শুভব্রত মুখার্জি: একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। তারপরেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। রাঁচিতে প্রথম ম্যাচে ২১ রানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। সিরিজে ১-০ ফলে এগিয়ে গেলেন কিউয়িরা। ম্যাচ হেরে ঘুরিয়ে পিচকেই দায়ী করলেন ভারত অধিনায়ক। হার্দিক জানিয়ে দিলেন, কেউ ভাবেননি উইকেটটা এমন আচরণ করবে।
ম্যাচ শেষে হার্দিক জানালেন, 'কেউ ভাবেননি উইকেটটা এমন আচরণ করবে।পিচের চরিত্র দেখে দুই দল যথেষ্ট বিস্মিত হয়েছে। তবে এটা অবশ্যই বলতে হবে নিউজিল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলেছে। নতুন বলে তো পুরনো বলের থেকেও বেশি স্পিন করছিল। যেভাবে বল স্পিন এবং বাউন্স করেছে, তাতে আমরা বিস্মিত। তবে আমি এবং সূর্য (সূর্যকুমার যাদব) সেটাকে সামলাতে সক্ষম হয়েছিলাম। আমরা ভেবেছিলাম ম্যাচটা আমরা বের করে নিতে পারব। এই পিচে যা গড় রান হওয়া উচিত তার থেকে আমরা আরও ২৫ রান বেশি দিয়েছিলাম। যেভাবে ওয়াশিংটন (সুন্দর) বোলিং , ব্যাটিং এবং ফিল্ডিং করেছে, দেখে মনে হচ্ছিল ম্যাচটা ওয়াশিংটন বনাম নিউজিল্যান্ডের হচ্ছে। ভারত বনাম নিউজিল্যান্ডের নয়। যেভাবে ওয়াশিংটন এবং অক্ষর (প্যাটেল) খেলছে, ওরা এই খেলাটা চালিয়ে যেতে পারলে ভারতীয় ক্রিকেটের লাভ হবে।'
প্রসঙ্গত, শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। ১৫ রানেই পরে যায় তিনটি উইকেট। এরপর সূর্যকুমার এবং হার্দিক জুটিতে ৬৮ রান করে ভারতকে লড়াইতে ফেরান। ভারতের হয়ে অনবদ্য ইনিংস খেলেন ওয়াশিংটন। ২৮ বলে ৫০ রান করেন তিনি। এছাড়াও সূর্য ৪৭ এবং অধিনায়ক পান্ডিয়া ২১ রান করেছেন। তবে ১৫৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। কিউয়িদের হয়ে মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসন দুটি করে উইকেট নেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।