বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: শুভমনের দ্বিশতরানে পাগলপারা কোহলি-হার্দিক-ইশানরা, ভিডিয়ো হল ভাইরাল

IND vs NZ: শুভমনের দ্বিশতরানে পাগলপারা কোহলি-হার্দিক-ইশানরা, ভিডিয়ো হল ভাইরাল

দ্বিশতরান করে সাজঘরে ফেরার সময় কোহলি, হার্দিক, ইশানদের শুভেচ্ছা শুভমনকে।

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওডিআই-এ শতরানের পর এ বার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমন করলেন দ্বিশতরান।

নিজামের শহর একাই মাতিয়ে দিলেন শুভমন গিল। বিধ্বংসী মেজাজে দ্বিশতরান করে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। শুভমনের ১৪৯ বলে ঝোড়ো ২০৮ রানের হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৯ রান করে ভারত। পাশাপাশি ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে কে শুরু করবেন, এটা নিয়ে যে বিতর্ক চলছিল, সেটাও বুঝবার তুড়ি মেরে উড়িয়ে দিলেন শুভমন।

আরও পড়ুন: কোহলির নজির ভেঙেছেন, আবার ২০০ করে শুভমন মাতলেন বিরাটের মতোই সেলিব্রেশনে- ভিডিয়ো

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওডিআই-এ শতরানের পর এ বার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমন করলেন দ্বিশতরান। সেই সঙ্গে গড়েছেন অসংখ্য নজির। পাশাপাশি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, ইশান কিষাণের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই-এ দ্বিশতরান করলেন শুভমন।

গিলের ২০৮ রানের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং ৯টি ছক্কা। যা চতুর্থ সর্বোচ্চ। তার আগে এই তালিকায় রয়েছে রোহিত, ইশান এবং মহেন্দ্র সিং ধোনি। শুভমন এ দিন ৪০ এবং ১২৪ রানে- দু'বার প্রাণ ফিরে পেয়েছেন। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়ে দ্বিশতরান করে ফেলেছেন। তাঁর এই ইনিংসে মুগ্ধ তাঁর সতীর্থরাও। শুভমন যখন ৪৯.২ ওভারে ২০৮ রান করে সাজঘরে ফিরছেন, তখন ভারতের স্কোর ৩৪৫। এর পর আর চার রান যোগ হয়।

আরও পড়ুন: ভিডিয়ো- সেই বাঁ-হাতি স্পিনারের বলেই বোল্ড হয়ে অবাক কোহলি, টেকনিক নিয়ে প্রশ্ন গাভাসকরের

শুভমনকে যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন, তখন গোটা স্টেডিয়ান তাঁকে শুভেচ্ছা জানায়। তিনিও ব্যাট উঁচিয়ে সেই শুভেচ্ছা গ্রহণ করেন। তার পর ড্রেসিংরুমে ঢোকার সময়ে ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, বিরাট কোহলি, ব্যাটিং কোচ বিক্রম রাঠোররা তাঁকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ভারতের পাহাড় প্রমাণ স্কোর তাড়া করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়েছিল কিউয়িরা। একটা সময়ে মনে হচ্ছিল, শুভমন গিলের করা ২০৮ রানও করতে পারবে না নিউজিল্যান্ড। ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল কিউয়ি ব্যাটিং। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার। দুরন্ত শতরান করেন ব্রেসওয়েল। দু’জনে মিলে ১৬২ রানের জুটি গড়ে। এই পার্টনারশিপের দৌলতে নিউজিল্যান্ড খেলায় টিকে থাকলেও শেষ পর্যন্ত জিততে পারল না। ব্যর্থ হল ব্রেসওয়েলের ৭৮ বলে ১৪০ রানের লড়াই। শেষ পর্যন্ত হায়দরাবাদের ২২ গজে ১২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ লিড নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল! মমতাকে খোঁচা দিয়ে শুভেন্দু লিখলেন… ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.