রায়পুরে দ্বিতীয় ওয়ানডে-তে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সিরিজও পকেটে পুড়ে ফেলেছে। মাত্র ১০৯ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে ৫১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তবে হাফসেঞ্চুরি করলেও, রোহিতের দীর্ঘ দিন শতরানের খরা না কাটায় তীব্র সমালোচনা চলছে।
প্রসঙ্গত, রোহিত শর্মা গত ৩ বছর ধরে ওয়ানডেতে কোনও সেঞ্চুরি করেননি। ২০২০ সালের জানুয়ারিতে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের পর রোহিত শর্মাকে তাঁর ফর্ম এবং দীর্ঘ সময় সেঞ্চুরি না করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে রোহিত শর্মা বলেছেন যে, তিনি যে ভাবে খেলছেন তাতে তিনি খুশি।
পাশাপাশি তিনি অবশ্য বলেছেন, ‘আমি আমার খেলায় পরিবর্তন করার চেষ্টা করছি এবং শুরু থেকেই বোলারদের উপর চাপ দিয়ে আসছি। পাশাপাশি প্রতিপক্ষ দলকেও চাপে রাখাটা খুবই জরুরি, আমি জানি বড় স্কোর আসেনি কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই।’
আরও পড়ুন: মাঠে ঢুকল কিশোর ভক্ত, পুলিশকে কড়া ব্যবস্থা না নিতে অনুরোধ রোহিতের- ভিডিয়ো
বোলারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত। মহম্মদ সিরাজ তো সম্প্রতি ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছেন। কিন্তু মহম্মদ শামিও রায়পুরে দুরন্ত বল করেছেন। ৬ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। রোহিত শামি, সিরাজদের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘শেষ ৫ ম্যাচে বোলাররা খুব ভালো খেলেছে। যা করতে বলেছি, সেটাই করে দেখিয়েছে। ভারতে এমন সিম মুভমেন্ট দেখা যায় না। বিদেশে হয় এই রকম। আমাদের বোলাররা প্রচুর পরিশ্রম করেছে, তারই পুরস্কার পাচ্ছে ওরা।’
আরও পড়ুন: WC-এ ভারত ফেভারিট, তবে অনেক মাঠে খেলা রোহিতদের প্রতিবন্ধকতা, যুক্তি দিলেন অশ্বিন
সেই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘শামি এবং সিরাজ লম্বা স্পেলে বল করতে চায়, কিন্তু আমি মনে করিয়ে দিই যে সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। তাই ওদের বুঝে শুনে খেলাতে হবে।’
এ দিকে টস জেতার পর রোহিত বলতেই ভুলে গিয়েছিলেন, কী সিদ্ধান্ত নেবেন। বেশ কিছুক্ষণ পর তিনি জানিয়েছিলেন, ফিল্ডিং নেবেন। হঠাৎ কী হয়েছিল রোহিতের? এই প্রসঙ্গে ম্যাচের পর ভারত অধিনায় বলেন, ‘গত কাল আমরা এখানে সন্ধ্যায় অনুশীলন করেছি। আলো জ্বালিয়ে অনুশীলনের সময় বুঝেছি যে, রান তাড়া করা এই মাঠে বেশ কঠিন। নিউজিল্যান্ড যদি ২৫০ রান করে দিত, তা হলেই চাপ হয়ে যেত। আগের ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেছিলাম, তাই এই ম্যাচে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে পরে ব্যাট করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।