বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: ৪৭তম ওভারের আগে দ্বিশতরানের কথা ভাবিনি- অকপট শুভমন গিল

IND vs NZ: ৪৭তম ওভারের আগে দ্বিশতরানের কথা ভাবিনি- অকপট শুভমন গিল

শুভমন গিল।

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। এ দিন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, ইশান কিষাণের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই-এ দ্বিশতরান করলেন শুভমন।

স্বপ্নের ছন্দে রয়েছেন শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচে শতরানের পরেই বুধবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ করে ফেলেন দুরন্ত দ্বিশতরান। শুভমনের ১৪৯ বলে ঝোড়ো ২০৮ রানের হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৯ রান করে ভারত। এই রানটা উঠেছিল বলেই কিন্তু এ দিন রক্ষা পেল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ১২ রানে জয় পায় রোহিত শর্মার টিম। ম্যাচের সেরা হন শুভমন।

ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শুভমন বলেন, ‘মাঠে নামার জন্যে আমি মুখিয়ে ছিলাম। যেটা করতে চেয়েছিলাম, সেটা পেরেছি। চাইছিলাম আরও আগে থেকে আক্রমণ করতে। কিন্তু এক দিকে একের পর এক উইকেট পড়ছিল। তাই সেটা সম্ভব হয়নি। বোলাররা ছন্দে থাকার সময় ওদের বিরুদ্ধে আক্রমণ করাটাই ভালো। তাতে আউট হওয়া বা ডট হল হওয়ার সম্ভাবনা কমে। তাই নিয়মিত খুচরো রান নেওয়ার পাশাপাশি বড় শট খেলার চেষ্টা করে গিয়েছি।’

আরও পড়ুন: কোহলির নজির ভেঙেছেন, আবার ২০০ করে শুভমন মাতলেন বিরাটের মতোই সেলিব্রেশনে- ভিডিয়ো

তবে ৪৭ ওভারের আগে শুভমন নিজেও ভাবেননি দ্বিশতরান করতে পারবেন। সে কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন তিনি। বলেছেন, ‘দু’শো করার কোনও পরিকল্পনা নিয়ে আমি নামিনি। কিন্তু ৪৬তম বা ৪৭তম ওভারে (৪৮ ওভারে) ওই ছয়গুলো মারার পর মনে হল, আমি দ্বিশতরান করলেও করতে পারি। তার পর দু’শোর করার দিকেই মন দিই। এমন নয় যে, বিরাট খুশি হয়েছি। কিন্তু যখন আপনি যে শট খেলতে চানস সেটাই মারতে পারেন, তখন খুব ভালো একটা অনুভূতি হয়। আলাদা তৃপ্তি হচ্ছে।’

বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওডিআই-এ ইশান দ্বিশতরান করেছিলেন। সেই উন্মাদনাটা সে দিন দেখেছিলেন শুভমন। এ দিন নিজে সেই দু'শো করার পর বললেন, ‘যে দিন ও দু’শো করেছিল, সে দিন আমিও মাঠে ছিলাম। তখনই বুঝেছি এর একটা আলাদা অনুভূতি রয়েছে।’

আরও পড়ুন: ভিডিয়ো- সেই বাঁ-হাতি স্পিনারের বলেই বোল্ড হয়ে অবাক কোহলি, টেকনিক নিয়ে প্রশ্ন গাভাসকরের

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। এ দিন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, ইশান কিষাণের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই-এ দ্বিশতরান করলেন শুভমন।

গিলের ২০৮ রানের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং ৯টি ছক্কা। যা চতুর্থ সর্বোচ্চ। তার আগে এই তালিকায় রয়েছে রোহিত, ইশান এবং মহেন্দ্র সিং ধোনি। শুভমন এ দিন ৪০ এবং ১২৪ রানে- দু'বার প্রাণ ফিরে পেয়েছেন। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়ে দ্বিশতরান করে ফেলেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বিজেপির পরবেশ ভার্মার বিরুদ্ধে কেজরিওয়ালের অভিযোগ, তদন্ত করবে দিল্লি পুলিশ' ‘শিল্পী মরে গেলে কদর হয়, আর সুইসাইড করলে…’! চন্দ্রমৌলিকে নিয়ে পোস্ট শ্রীলেখার শ্রদ্ধা এবার ‘স্ত্রী’ থেকে ‘নাগিন’-এর ভূমিকায়! কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং? ‘পিওকে ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ, পাকিস্তানের জন্য সেটি বিদেশি অঞ্চল’ মালদায় তৃণমূল কর্মী খুনের পর বিস্ফোরক দাবি স্থানীয় বিধায়কের, প্রশ্নের মুখে পুলিশ ৩০ টাকা ডরমিটরি ফি জোগাড় করতে পারেননি, হাসপাতালের উঠোনেই ঠান্ডায় মৃত্যু যুবকের 'আমি ছেলের নানি হই,' ভারতীয় বাবার তুখোড় জবাব! ফোনে ঘোল খেল পাক প্রতারক সরকারি হস্টেলে থেকে অন্তঃসত্ত্বা কিশোরী, পুত্রসন্তানের জন্ম, আলিপুরদুয়ারে আলোড়ন আপনার প্রস্রাবের রং যদি এরকম হয়, তাহলে এখনই সাবধান হয়ে যান কলকাতার নাকের ডগায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বরাত জোরে এড়ানো গেল প্রাণহানি

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.