বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: ৪৭তম ওভারের আগে দ্বিশতরানের কথা ভাবিনি- অকপট শুভমন গিল

IND vs NZ: ৪৭তম ওভারের আগে দ্বিশতরানের কথা ভাবিনি- অকপট শুভমন গিল

শুভমন গিল।

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। এ দিন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, ইশান কিষাণের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই-এ দ্বিশতরান করলেন শুভমন।

স্বপ্নের ছন্দে রয়েছেন শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচে শতরানের পরেই বুধবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ করে ফেলেন দুরন্ত দ্বিশতরান। শুভমনের ১৪৯ বলে ঝোড়ো ২০৮ রানের হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৯ রান করে ভারত। এই রানটা উঠেছিল বলেই কিন্তু এ দিন রক্ষা পেল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ১২ রানে জয় পায় রোহিত শর্মার টিম। ম্যাচের সেরা হন শুভমন।

ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে শুভমন বলেন, ‘মাঠে নামার জন্যে আমি মুখিয়ে ছিলাম। যেটা করতে চেয়েছিলাম, সেটা পেরেছি। চাইছিলাম আরও আগে থেকে আক্রমণ করতে। কিন্তু এক দিকে একের পর এক উইকেট পড়ছিল। তাই সেটা সম্ভব হয়নি। বোলাররা ছন্দে থাকার সময় ওদের বিরুদ্ধে আক্রমণ করাটাই ভালো। তাতে আউট হওয়া বা ডট হল হওয়ার সম্ভাবনা কমে। তাই নিয়মিত খুচরো রান নেওয়ার পাশাপাশি বড় শট খেলার চেষ্টা করে গিয়েছি।’

আরও পড়ুন: কোহলির নজির ভেঙেছেন, আবার ২০০ করে শুভমন মাতলেন বিরাটের মতোই সেলিব্রেশনে- ভিডিয়ো

তবে ৪৭ ওভারের আগে শুভমন নিজেও ভাবেননি দ্বিশতরান করতে পারবেন। সে কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন তিনি। বলেছেন, ‘দু’শো করার কোনও পরিকল্পনা নিয়ে আমি নামিনি। কিন্তু ৪৬তম বা ৪৭তম ওভারে (৪৮ ওভারে) ওই ছয়গুলো মারার পর মনে হল, আমি দ্বিশতরান করলেও করতে পারি। তার পর দু’শোর করার দিকেই মন দিই। এমন নয় যে, বিরাট খুশি হয়েছি। কিন্তু যখন আপনি যে শট খেলতে চানস সেটাই মারতে পারেন, তখন খুব ভালো একটা অনুভূতি হয়। আলাদা তৃপ্তি হচ্ছে।’

বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওডিআই-এ ইশান দ্বিশতরান করেছিলেন। সেই উন্মাদনাটা সে দিন দেখেছিলেন শুভমন। এ দিন নিজে সেই দু'শো করার পর বললেন, ‘যে দিন ও দু’শো করেছিল, সে দিন আমিও মাঠে ছিলাম। তখনই বুঝেছি এর একটা আলাদা অনুভূতি রয়েছে।’

আরও পড়ুন: ভিডিয়ো- সেই বাঁ-হাতি স্পিনারের বলেই বোল্ড হয়ে অবাক কোহলি, টেকনিক নিয়ে প্রশ্ন গাভাসকরের

ইশান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করার পরেও, তাঁকে বসিয়ে শুভমন গিলের উপর যে আস্থা রোহিত শর্মা দেখিয়েছিলেন, তার সম্পূর্ণ মর্যাদা দিলেন তারকা ব্যাটার। এ দিন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা, ইশান কিষাণের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওডিআই-এ দ্বিশতরান করলেন শুভমন।

গিলের ২০৮ রানের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং ৯টি ছক্কা। যা চতুর্থ সর্বোচ্চ। তার আগে এই তালিকায় রয়েছে রোহিত, ইশান এবং মহেন্দ্র সিং ধোনি। শুভমন এ দিন ৪০ এবং ১২৪ রানে- দু'বার প্রাণ ফিরে পেয়েছেন। এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তাণ্ডব চালিয়ে দ্বিশতরান করে ফেলেছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘টাকা নিয়ে ওঁনারা কী করেন?’ ডাক্তারদের নিয়ে নচিকেতার পুরোনো গান ভাইরাল, হল ট্রোল ‘২০২২ পর থেকে আর আমরা পুজোর গান নিয়ে আসিনি…’ কেন এমন বললেন অর্কদীপ দক্ষিণ কলকাতার সেরা ১০ পুজো HT বাংলার চোখে! আপনার প্যান্ডেল হপিং লিস্টে আছে তো? ND vs SL Women's T20 WC Live: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে টস জিতল ভারত 'ভেবেছিলাম, বয়স বাড়লে শান্তি পাব…',তবে জন্মদিনেও ঠিক খুশি হতে পারছেন না শিলাজিৎ বোধনের দিনে বোধোদয়? আমরণ অনশনের ৯৪ ঘণ্টার মাথায় জুনিয়র ডাক্তারদের ডাকল রাজ্য এবার শ্লীলতাহানির শিকার তরুণী চিকিৎসক পড়ুয়া, ওপিডিতেই ডাক্তারের হাতে যৌন নিগ্রহ পুজোর আবহে বাড়িতেই বানাতে পারেন ভোগের লাবড়া, খিচুড়ির সঙ্গে যেন অমৃত যিশু মজে অন্য নারীতে! দুর্গাপুজোয় মুম্বইতে কোন নায়কের সঙ্গে একফ্রেমে নীলাঞ্জনা? ২০০-র দরজায় রুট, শতরান ব্রুকের, পাকিস্তানের ইঁটের জবাবে পাথর ছুঁড়ছে ইংল্যান্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.