বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: বেশি ম্যাচ খেললেই ছন্দে থাকা যায়- ম্যানেজমেন্টকে বার্তা শামির

IND vs NZ: বেশি ম্যাচ খেললেই ছন্দে থাকা যায়- ম্যানেজমেন্টকে বার্তা শামির

মহম্মদ শামি।

ওয়ানডে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিরাপদ এবং সুস্থ রাখতে বোর্ড তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর দেবে। তবে মহম্মদ শামি মনে করেন, নিয়মিত ম্যাচ খেলাই সর্বোত্তম ফিটনেস বজায় রাখার একমাত্র উপায়।

২০১১ সালের পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব সেই বিশ্ব জয়ের ছবি রোহিত শর্মা ব্রিগেড উস্কে দিতে পারবে কিনা, সে কথা সময়ই বলবে। তবে ঘরের মাঠে ১০ বছরের খরা কাটাতে মরিয়া থাকবে ভারতও। আর আইসিসি টুর্নামেন্টে ভারতের পারফরম্য়ান্স থাকবে স্ক্যানারের তলায়।

২০১৩ সালে শেষ বার কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এর পর থেকে শুধু খরা। সেমিফাইনাল, এমন কী ফাইনালে পৌঁছলেও, ট্রফির দেখা মেলেনি। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এ দিকে বিশ্বকাপের আগে এখনও জসপ্রীত বুমরাহের চোট ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। ঘরের মাঠে ভারতকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় দায়িত্ব থাকবে মহম্মদ শামির। সেই শামি শনিবার রায়পুরে ভারতকে ম্যাচ জিতিয়ে সাংবাদিক সম্মেনলে এসে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খোলেন শামি।

ওয়ানডে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিরাপদ এবং সুস্থ রাখতে বোর্ড তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর দেবে। তবে শামি মনে করেন, নিয়মিত ম্যাচ খেলাই সর্বোত্তম ফিটনেস বজায় রাখার একমাত্র উপায়।

আরও পড়ুন: জানি বড় রান আসেনি, তবে..... হাফ সেঞ্চুরির পর নীরবতা ভাঙলেন রোহিত

তাঁর দাবি, ‘আমি সব সময়ে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলতে পছন্দ করি। একটি বড় ইভেন্টের জন্য প্রস্তুত হওয়ার জন্য সর্বাধিক সংখ্যক গেম খেলা সব সময়েই ভালো। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে, আগামীতেও হবে।’ শামি আরও যোগ করেছেন, ‘আমি শুধু আশা করি, মূল খেলোয়াড়রা একটি ভাল জায়গায় (বিশ্বকাপের আগে) থাকবেন।’

বিশ্বকাপের জন্য যে সমস্ত ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে, বোর্ড তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর দেবে। এমনকি আইপিএলেও তাঁদের যাতে পর্যাপ্ত বিশ্রাম মেলে, সে দিকেও খেয়াল রাখবে বোর্ড। মহম্মদ সামিও বিশ্বকাপের সংক্ষিপ্ত তালিকায় থাকায়, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও বাড়তি নজর থাকবে বোর্ডের। সামির নিজের কী পছন্দ? বলছেন, ‘আমি সবসময় প্র্যাক্টিসের চেয়ে ম্যাচ খেলা বেশি পছন্দ করি। যত বেশি ম্যাচ খেলব, বড় টুর্নামেন্টের প্রস্তুতি তত ভালো হবে।’

এই মাসের শুরুতে, বিসিসিআই ঘোষণা করেছিল যে অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপের জন্য ২০ জনের নির্দিষ্ট একটি প্লেয়ারের তালিকা তৈরি করা হবে। এবং তাঁদের ফিটনেস দেখার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করবে। শামি সেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য।

আরও পড়ুন: কখনও ভালো বোলিং করেও উইকেট আসে না-সিম পজিশন নিয়ে বড়াই শামির, বার্তা সমালোচকদের

এ দিকে এক ম্যাচ বাকি থাকতে রায়পুরে সিরিজ জিতে গিয়েছে ভারত। সে ক্ষেত্রে কি তৃতীয় ম্যাচে ভারতীয় শিবির পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে? শামি বলছেন, ‘তৃতীয় ম্যাচে পরীক্ষা হবে কী না, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। এটুকু বলতে পারি, সিরিজ যেহেতু জিতে গিয়েছি, ম্যানেজমেন্ট যদি এমন সিদ্ধান্ত নেয়, খারাপ হবে না। সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নেবে।’

শনিবার রায়পুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হল। উদ্ধোধনী ম্যাচই লো-স্কোরিং। আর এর বড় কৃতিত্ব রয়েছে মহম্মদ শামির। ৬ ওভার বোলিং করে শামি ৩.০০ ইকোনমিতে ১৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। এমন কী দুরন্ত বোলিং করে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। তিনি বলছিলেন, ‘রঞ্জি ট্রফি, আইপিএলে এখানে খেলেছি। এখানকার পিচ খুবই ভালো হয়। এই ম্যাচে পিচ একটু ড্যাম্প ছিল। আমাদের প্রয়োজন ছিল দলকে ভালো শুরু দেওয়া, লাইন লেন্থ ঠিক রাখা। বোলারদের সকলেই সেটা করতে পেরেছে। ফলাফল চোখের সামনেই।’

এ দিকে জসপ্রীত বুমরাহের দলে ফেরা নিয়ে আশঙ্কা তীব্র হচ্ছে। তিনি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। বুমরাহের অনুপস্থিতি কতটা ধরা পড়ছে? শামির দাবিৌ, ‘ভালো প্লেয়ারের (বুমরা) না থাকাটা অবশ্যই বোঝা যায়। তবে এমনও নয়, ও নেই বলে বাকিরা ভালো খেলতে পারছে না। ও এলে দল আরও শক্তিশালী হবে। আমরাও চাই সুস্থ হয়ে দ্রুত দলে ফিরুক।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর মহাসপ্তমী কেমন কাটবে? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জানুন ১০ অক্টোবরের রাশিফল নিম্নচাপের জন্ম সাগরে, আছে জোড়া ঘূর্ণাবর্তে, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.