দুই ভারতীয় ওপেনারের দাপটে কেঁপে যায় নিউজিল্যান্ডের বোলাররা। রোহিত শর্মা, শুভমন গিলরা বেধড়ক মারেন কিউয়ি বোলারদের। যার সুবাদে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। অন্য দিকে তাঁদের হাতে মার খেয়ে লজ্জার নজির গড়ে ফেলেন তারকা কিউয়ি বোলার জ্যাকব ডাফি। হরির লুটের মতো রান বিলোন তিনি। এ দিন রান দেওয়ার সেঞ্চুরি করে ফেলেন ডাফি।
১০ ওভার বল করে জ্যাকব ডাফি ১০০ রান দেন। তবে তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন। বিরাট কোহলি সূর্যরকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়াকে সাজঘরে ফিরিয়েছেন। ৩ উইকেট নেওয়ার পরেও অবশ্য ওডিআই ম্যাচে সবেচেয়ে বেশি রান দেওয়ারই লজ্জার নজির গড়েছেন তিনি। এর আগে কোনও বোলার ৩ উইকেট নেওয়ার পর রান দেওয়ার সেঞ্চুরি করেননি। যেটা মঙ্গলবার ইন্দোরে করে ফেললেন ডাফি।
আরও পড়ুন: সেঞ্চুরির পাশাপাশি ছক্কা হাঁকিয়ে নজির রোহিতের, পিছনে ফেললেন জয়সূর্যকে
এর আগে ২০১০ সালে বাংলাদেশের শফিউল ইসলামকে পিটিয়ে ৯৫ রান করেছিলেন পাকিস্তানের ব্যাটাররা। তবে ৩ উইকেট নিয়েছিলেন শফিউল। এটা এত দিন ওডিআই ক্রিকেটে কোনও বোলারের ৩ উইকেট নেওয়ার পরেও সবেচেয়ে বেশি রান দেওয়ার নজির ছিল। এ ছাড়া সনৎ জয়সূর্যও ১৯৯৪ সালে পাকিস্তানের বিরুদ্ধেই ৩ উইকেট নিয়েও ৯৪ রান দিয়েছিলেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গাও ৩ উইকেট নেওয়ার পর ৯৩ রান দিয়েছিলেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝাই রিচার্ডসন ৩ উইকেট নিয়ে দিয়েছিলেন ৯২ রান।
এ দিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় কিউয়ি অধিনায়ক টম লাথাম। এ দিন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করতে নেমে ঝড় তোলেন। ১৫৭ বলে ২১২ রানের পার্টনারশিপ করেন। রোহিত ৮৫ বলে ১০১ করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন। শুভমন ৭৮ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেন। দুই ওপেনার মিলে ভারতকে বড় রান তোলার জমিটা তৈরি করে দেন। হার্দিক পাণ্ডিয়া আবার হাফসেঞ্চুরি করেন। ৩৮ বলে ৫৪ করেন হার্দিক। বিরাট কোহলি ৩৬ রান করেন। ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৮৫ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।