বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: কানপুরে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান, মাঠ থেকে বহিষ্কারের দাবি একাংশের

IND vs NZ: কানপুরে উঠল 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান, মাঠ থেকে বহিষ্কারের দাবি একাংশের

কানুপরে উচ্ছ্বাস ভারতীয় দলের। (ছবি সৌজন্য পিটিআই)

দেখুন ভিডিয়ো।

'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ'। কানপুরের স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের শুরুতেই এমনই স্লোগান উঠেছে বলে একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) শোনা গিয়েছে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে শুধু সেই স্লোগান নয়, দিনভর কানপুরের গ্যালারি থেকে বিভিন্ন ধরনের স্লোগান তোলা হয়েছে।

বৃহস্পতিবার কানপুরে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের ষষ্ঠ ওভারে বল করছিলেন কাইল জেমিসন। স্ট্রাইকে ছিলেন শুভমন গিল। ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) শোনা গিয়েছে, সপ্তম ওভারের তৃতীয় বল করার আগে গ্যালারি থেকে 'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান ওঠে। রীতিমতো জোরে জোরে স্লোগান ওঠে। তা কিছুক্ষণ চলে।

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে রীতিমতো চটেছেন পাকিস্তানিরা। এক পাকিস্তান বলেন, 'এটা বড্ড বাড়াবাড়ি। পাকিস্তানকে অপমান করে লাগাতার শব্দ বলছেন ভারতীয়রা। দু'তরফেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় রেখে দেওয়া উচিত। পুরো বিশ্বের সামনে ক্রিকেটের মাঠে এটা করা মোটেও গ্রহণযোগ্য নয়।' তবে শুধু পাকিস্তানিরা নয়, অনেক ভারতীয় নেটিজেনও সেই স্লোগানের নিন্দা করেছেন। একজন বলেন, 'যাঁরা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, তাঁদের স্টেডিয়াম থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। যেমন বর্ণবিদ্বেষী স্লোগানের জন্য অস্ট্রেলিয়ায় করা হয়েছিল। ওঁরা ভারতের ভাবমূর্তি খারাপ করছেন। পুরো বিশ্ব এই ম্যাচ দেখছে।'

অনেকে আবার 'পাকিস্তান মুর্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগানের সমর্থনেও মুখ খুলেছেন। তেমনই একজন লিখেছেন, 'পাকিস্তানি মুর্দাবাদ স্লোগান নিয়ে পাকিস্তানের লোকজন স্পোর্টসম্যানশিপের জ্ঞান দিচ্ছেন। অথচ দিনকয়েক আগে তাঁরা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সামনে নিরাপত্তা, নিরাপত্তা (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা সংক্রান্ত কারণে পাকিস্তান সফরে যাননি কিউয়িরা, তা নিয়ে কটাক্ষ করছিলেন) বলছিলেন।' সেই সংক্রান্ত একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) পোস্ট করেন।

এমনিতে বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানে। একটা সময় ১৪৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজা। দিনের শেষে কানপুরে চার উইকেটে ২৫৮ রান তুলেছে ভারত। অভিষেক টেস্টে ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত আছেন শ্রেয়স। ১০০ বলে জাদেজার অবদান ৫০ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.