বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 1st ODI: লাথামের আগুনে ঝলসে গেল ভারত, ৩০০ টপকেও ম্যাচ হারলেন ধাওয়ানরা

IND vs NZ 1st ODI: লাথামের আগুনে ঝলসে গেল ভারত, ৩০০ টপকেও ম্যাচ হারলেন ধাওয়ানরা

দাপুটে শতরান টম লাথামের। ছবি- এপি (AP)

India vs New Zealand 1st ODI Live Score: দল হারায় ব্যর্থ হয় শুভমন গিল, শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ারের হাফ-সেঞ্চুরি। নিশ্চিত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যান কেন উইলিয়ামসন।

তিন ম্যাচের টি-২০ সিরিজের ১টি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। আরও একটি ম্যাচে প্রভাব ফেলে প্রকৃতি। বৃষ্টির জন্য সিরিজের শেষ টি-২০ ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস নিয়মে টাই ঘোষিত হয়। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এবার কিউয়দের বিরুদ্ধে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের লড়াই শুরু ওয়ান ডে ফর্ম্যাটে। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও হারতে হয় টিম ইন্ডিয়াকে।

25 Nov 2022, 03:09:06 PM IST

ম্যাচের সেরা লাথাম

ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন টম লাথাম। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।

25 Nov 2022, 02:53:30 PM IST

৭ উইকেটে হার ভারতের

ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম লাথাম ওয়ান ডে ক্রিকেটে কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন। এর আগে তাঁর সেরা ওয়ান ডে ইনিংস ছিল অপরাজিত ১৪০ রানের। ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় কেন উইলিয়ামসনকে। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

25 Nov 2022, 02:46:03 PM IST

জয়ের দোরগোড়ায় নিউজিল্যান্ড

৪৬তম ওভারে চাহালের বলে ৩টি চার মারেন লাথাম। কিউয়িদের সংগ্রহ ৩ উইকেটে ২৯৬ রান। লাথাম ১৩৮ ও উইলিয়ামসন ৮৮ রান করেছেন। চাহাল ১০ ওভারে ৬৭ রান খরচ করেছেন।

25 Nov 2022, 02:40:35 PM IST

৫ ওভারে ২৫ রান দরকার নিউজিল্যান্ডের

৪৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৮২ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ২৫ রান। ৯৫ বলে ১২৫ রান সংগ্রহ করেছেন টম লাথাম। তিনি ১৫টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ৯৪ বলে ৮৭ রান করেছেন কেন উইলিয়ামসন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

25 Nov 2022, 02:36:10 PM IST

বোলিং কোটা শেষ উমরানের

১০ ওভারের বোলিং কোটা শেষ উমরান মালিকের। তিনি ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন।৪৪ ওভার শেষ নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৬৯ রান। লাথাম ১১৩ ও উইলিয়ামসন ৮৬ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 02:26:12 PM IST

২৫০ টপকাল নিউজিল্যান্ড

৪২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৫২ রান। ৮২ বলে ১০৪ রান করেছেন টম লাথাম। ৮৮ বলে ৭৯ রান করেছেন কেন উইলিয়ামসন।

25 Nov 2022, 02:17:46 PM IST

সেঞ্চুরি লাথামের

৪০তম ওভারে ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি ছক্কা ও ৪টি চার মারেন টম লাথাম। ২টি ওয়াইড বল ও ১টি সিঙ্গল-সহ ওভারে মোট ২৫ রান ওঠে। লাথাম ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ৪০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৪১ রান। জয়ের জন্য ১০ ওভারে ৬৬ রান দরকার কিউয়িদের। লাথাম ১০০ ও উইলিয়ামসন ৭৩ রানে ব্যাট করছেন। শার্দুল ৮ ওভারে ৫৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।ওয়াশিংটন ১০ ওভারে ৪২ রান খরচ করেছেন।

25 Nov 2022, 02:02:02 PM IST

২০০ ছুঁল নিউজিল্যান্ড

৩৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। তাদের স্কোর ৩ উইকেটে ২০০। উইলিয়ামসন ৭৮ বলে ৭১ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ৬২ বলে ৬২ রান করেছেন টম লাথাম। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

25 Nov 2022, 01:45:15 PM IST

হাফ-সেঞ্চুরি লাথামের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন টম লাথাম। ৪৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৮০ রান। উইলিয়ামসন ৬৭ ও লাথাম ৫০ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 01:25:22 PM IST

১৫০ ছুঁল নিউজিল্যান্ড

৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে তাদের দরকার ১৫৭ রান। উইলিয়ামসন ৫৪ ও লাথাম ৩৫ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 01:17:11 PM IST

হাফ-সেঞ্চুরি উইলিয়ামসনের

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেন উইলিয়ামসন। ২৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৪৩ রান। উইলিয়ামসন ৫১ ও লাথাম ৩১ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 01:05:03 PM IST

২৫ ওভারে নিউজিল্যান্ডের দরকার ১৯২

অর্ধের ইনিংস শেষ। ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে তাদের দরকার ১৯২। উইলিয়ামসন ৩৬ ও লাথাম ১৯ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 12:56:04 PM IST

১০০ টপকাল নিউজিল্যান্ড

২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০৬ রান। কেন উইলিয়ামসন ৪১ বলে ৩২ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ১৫ বলে ১৪ রান করেছেন টম লাথাম। তিনিও ৩টি চার মেরেছেন।

25 Nov 2022, 12:42:22 PM IST

ডারিল মিচেল আউট

১৯.৫ ওভারে উমরান মালিকের বলে পরিবর্ত ফিল্ডার দীপক হুডার হাতে ধরা পড়েন ডারিল মিচেল। ১৬ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি ছয়। নিউজিল্যান্ড ৮৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম লাথাম। উমরান ৫ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 12:22:17 PM IST

ডেভন কনওয়ে আউট

১৫.১ ওভারে উমরান মালিকের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন ডেভন কনওয়ে। ৪২ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। নিউজিল্যান্ড ৬৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিকার উমরানের। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭২ রান। উইলিয়ানসন ২০ রানে ব্যাট করছেন। উমরান ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 12:09:26 PM IST

৫০ ছুঁল নিউজিল্যান্ড

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। তাদের স্কোর ১ উইকেটে ৫০ রান। ৩২ বলে ২০ রান করেছেন কনওয়ে। মেরেছেন ৩টি চার। ১৬ বলে ৬ রান করেছেন উইলিয়ামসন।

25 Nov 2022, 12:00:21 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। ডেভন কনওয়ে ১৬ ও কেন উইলিয়ামসন ২ রানে ব্যাট করছেন। শার্দুল ৫ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 11:48:04 AM IST

অ্যালেনকে ফেরালেন শার্দুল

৭.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন ফিন অ্যালেন। ওভারের প্রথম বলেই তিনি চাহালের হাত থেকে জীবনদান পেয়েছিলেন। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ফিন। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ২৫ বলে ২২ রান করে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড ৩৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন। শার্দুল ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট ধকল করেন।

25 Nov 2022, 11:44:31 AM IST

টাইট বোলিং শার্দুলের

৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ২১ বলে ১১ রান করেছেন ডেভন কনওয়ে। তিনি ২টি টার মেরেছেন। ২২ বলে ২২ রান করেছেন ফিন অ্যালেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩ ওভারে ১টি মেডেন-সহ ৮ রান খরচ করেছেন শার্দুল। ১ ওভারে ১ রান দিয়েছেন ওয়াশিংটন। অর্শদীপ ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

25 Nov 2022, 11:32:24 AM IST

ইতিবাচক শুরু নিউজিল্যান্ডের

দ্বিতীয় ওভারে শা৪দুল ঠাকুরের বলে চার রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ফিন অ্যালেন। তৃতীয় ওভারে অর্শদীপ সিং ১১ রান খরচ করেন। ১টি চার মারেন ফিন ও ১টি বাউন্ডারি মারেন কনওয়ে। চতুর্থ ওভারে শার্দুল ৪ রান খরচ করেন। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২২ রান। ১৫ রানে ব্যাট করছেন ফিন।

25 Nov 2022, 11:19:58 AM IST

নিউজিল্যান্ডের রান তাড়া শুরু

ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন অর্শদীপ সিং। তৃতীয় বলে ৩ রান নিয়ে খাতা খোলেন অ্যালেন। প্রথম ওভারে ৩ রান ওঠে।

25 Nov 2022, 10:43:40 AM IST

৩০০ টপটে বড় ইনিংস ভারতের

ইনিংসের একেবারে শেষ বলে সাউদি ফিরিয়ে দেন শার্দুল ঠাকুরকে। ২ বলে ১ রান করে লাথামেরল দস্তানায় ধরা পড়েন ঠাকুর। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩০৬ রান তোলে। ১৬ল বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন সুন্দর। তিনি ৩ টি চার ও ৩টি ছক্কা মারেন। সাউদি ১০ ওভারে ৭৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩০৭ রান।

25 Nov 2022, 10:40:55 AM IST

শ্রেয়স আইয়ার আউট

৪৯.২ ওভারে সাউদির বলে কনওয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৭৬ বলে ৮০ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ৪টি ছক্কা। ভারত ৩০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।

25 Nov 2022, 10:38:37 AM IST

হেনরির ওভারে ১৭ রান

৪৯তম ওভারে ম্যাচ হেনরির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন ওয়াশিংটন সুন্দর। ওভারে মোট ১৭ রান ওঠে। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৯৮ রান। শ্রেয়স ৭৮ ও ওয়াশিংটন ৩২ রানে ব্যাট করছেন। হেনরি ১০ ওভারে ৪৮ রান খরচ করেন।

25 Nov 2022, 10:32:06 AM IST

তিনশোর দোরগোড়ায় ভারত

৪৮ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৮১ রান। ৭৩ বলে ৭৭ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ৯ বলে ১৭ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২টি ছক্কা মেরেছেন। অ্যাডাম মিলিন ১০ ওভারে ৬৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 10:24:21 AM IST

সঞ্জু স্যামসন আউট

৪৫.৪ ওভারে অ্যাডাম মিলিনের বলে ফিলিপসের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। ভারত ২৫৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর। শ্রেয়স ব্যাট করছেন ৬৮ রানে।

25 Nov 2022, 10:17:51 AM IST

২৫০ টপকাল ভারত

৪৬তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। শেষমেশ ৩০০ রানের গণ্ডি টপকাতে পারবে টিম ইন্ডিয়া? যেভাবে ব্যাট করছেন আইয়াররা, অসম্ভব নয় কাজটা।

25 Nov 2022, 10:06:35 AM IST

হাফ-সেঞ্চুরি আইয়ারের

১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২২৬ রান। শ্রেয়স ৫৩ ও সঞ্জু ২৮ রানে ব্যাট করছেন। ফার্গুসন ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 09:54:21 AM IST

২০০ টপকাল ভারত

৪০তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। সাউদির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শ্রেয়স। তিনি ৫১ বলে ৪৬ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। ২১ বলে ২১ রান করেছেন স্যামসন। তিনি ৩টি চার মেরেছেন।

25 Nov 2022, 09:44:03 AM IST

ব্যাট চালাচ্ছেন শ্রেয়স

৩৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৮৩ রান। ৪৩ বলে ৩২ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ২টি ছক্কা। ১১ বলে ৮ রান করেছেন স্যামসন। মেরেছেন ১টি চার।

25 Nov 2022, 09:25:06 AM IST

সূর্যকুমার আউট

একই ওভারে আউট হলেন পন্ত ও সূর্যকুমার। ৩২.৫ ওভারে ফার্গুসনের বলে অ্যালেনের হাতে ধরা পড়েন যাদব। ৩ বলে ৪ রান করেন তিনি। ভারত ১৬০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। শ্রেয়স ১৭ রানে ব্যাট করছেন। ফার্গুসন ৭ ওভারে ১টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

25 Nov 2022, 09:19:15 AM IST

ঋষভ পন্ত আউট

৩২.২ ওভারে ফার্গুসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ঋষভ পন্ত। ২৩ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ১৫৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন।

25 Nov 2022, 09:02:17 AM IST

পন্তকে নিয়ে লড়ছেন শ্রেয়স

২৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪২ রান। ১৫ বলে ১১ রান করেছেন শ্রেয়স। মেরেছেন ১টি ছক্কা। ১১ বলে ৭ রান করেছেন পন্ত। মেরেছেন ১টি চার।

25 Nov 2022, 08:46:50 AM IST

শিখর ধাওয়ান আউট

গিলকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন শিখর ধাওয়ান। ২৪.৩ ওভারে সাউদির বলে অ্যালেনের হাতে ধরা পড়েন গব্বর। তিনি ৭৭ বলে ৭২ রান করেন। মারেন ১৩টি চার। ভারত ১২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৮ রান।

25 Nov 2022, 08:38:19 AM IST

শুভমন গিল আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আউট হলেন শুভমন গিল। ২৩.১ ওভারে ফার্গুসনের বলে কনওয়ের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫০ রান করেন শুভমন। ভারত ১২৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

25 Nov 2022, 08:35:11 AM IST

গিলের হাফ-সেঞ্চুরি

১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ২৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৪ রান। ধাওয়ান ১৩টি বাউন্ডারির সাহায্য়ে ৭৪ বলে ৭২ রান করেছেন। গিল ৫০ রানে ব্যাট করছেন।

25 Nov 2022, 08:25:29 AM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

৯টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ২১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৫৮ রান করেছেন ধাওয়ান। গিল ৫৮ বলে ৪১ রান করেছেন।

25 Nov 2022, 08:10:17 AM IST

শক্ত ভিতে ভারত

শুভমন গিল ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিতে শক্ত ভিত গড়ল ভারত। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৭২ রান। ৫৩ বলে ৩৫ রান করেছেন শিখর ধাওয়ান। তিনি ৬টি চার মেরেছেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বল ৩৫ রান করেছেন শুভমন গিল। 

25 Nov 2022, 07:58:12 AM IST

৫০ টপকাল ভারত

ইনিংসের ১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫৪ রান। ৪০ বলে ৩০ রান করেছেন শুভমন গিল। মেরেছেন ১টি চার ও ২টি ছক্কা। ৪৪ বলে ২৩ রান করেছেন শিখর ধাওয়ান। মেরেছেন ৪টি চার।

25 Nov 2022, 07:41:35 AM IST

জমাট শুরু ভারতের

১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪০ রান। নবম ওভারে ফার্গুসনকে ১টি চার মারেন ধাওয়ান। দশম ওভারে হেনরিকে ১টি ছক্কা মারেন গিল। যদিও ৯.৫ ওভারে হেনরির বলে গিলের ক্যাচ ছাড়েন ফার্গুসন। ধাওয়ান ৩৪ বলে ২০ রান করেছেন। গিল ২৬ বলে ১৯ রান করেছেন।

25 Nov 2022, 07:34:02 AM IST

আঁটোসাটো বোলিং হেনরির

সপ্তম ওভারে সাউদির বলে ১টি চার মারেন শিখর ধাওয়ান। অষ্টম ওভারে হেনরি মাত্র ১ রান খরচ করেন। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮ রান। ধাওয়ান ২৮ বলে ১৬ রান করেছেন। মেরেছেন ৩টি চার। গিল ২০ বলে ১১ রান করেছেন। মেরেছেন ১টি ছয়। হেনরি ৪ ওভারে ৯ রান খরচ করেছেন। সাউদি ৪ ওভারে ১৯ রান দিয়েছেন।

25 Nov 2022, 07:27:31 AM IST

হেনরিকে ছক্কা গিলের

ষষ্ঠ ওভারে ম্যাট হেনরির শেষ বলে ছক্কা হাঁকান শুভমন গিল। ওভারে মোট ৭ রান ওঠে। ৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২৩ রান। গিল ১০ ও ধাওয়ান ১২ রান করেছেন।

25 Nov 2022, 07:24:19 AM IST

ধীরে চলো নীতি দুই ওপেনারের

ইনিংসের শুরুতে তাড়াহুড়ো করতে রাজি নন দুই ভারতীয় ওপেনার। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৬ রান। চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি হেনরি। পঞ্চম ওভারে সাউদি ৪ রান খরচ করেন। গিল ১৩ বলে ৪ রান করেছেন। ধাওয়ান ১৭ বলে ১১ রান করেছেন।

25 Nov 2022, 07:16:38 AM IST

ইতিবাচক ব্যাটিং ধাওয়ানের

দ্বিতীয় ওভারে ম্যাচ হেনরি ১টি ওয়াইড করেন। আর কোনও রান দেননি। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন সাউদি। প্রথম বলেই চার মারেন ধাওয়ান। তৃতীয় ওভারে মোট ৭ রান ওঠে। তিন ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। ধাওয়ান ১০ বলে ১০ রান করেছেন।

25 Nov 2022, 07:07:13 AM IST

ম্যাচ শুরু

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ধাওয়ান। প্রথম ওভারে ৪ রান ওঠে।

25 Nov 2022, 07:00:45 AM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টম লাথাম (উইকেটকিপার), ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলিন, ম্যাট হেনরি, টিম সাউদি ও লকি ফার্গুসন।

25 Nov 2022, 06:58:46 AM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

25 Nov 2022, 06:44:19 AM IST

ওয়ান ডে অভিষেক দুই ভারতীয় পেসারের

ইতিমধ্যেই দেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ খেলা দুই পেসার অর্শদীপ সিং ও উমরান মালিক এই ম্যাচে হাতে পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার ওয়ান ডে ক্যাপ। উল্লেখ্য, উমরান ইতিমধ্যেই ভারতের হয়ে ৩টি টি-২০ খেলছেন। অর্শদীপ খেলেছেন ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।

25 Nov 2022, 06:42:18 AM IST

 টস জিতল নিউজিল্যান্ড

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করবে নিউডিল্যান্ড। ভারত অধিনায়ক ধাওয়ানও অবশ্য টস জিতলে রান তাড়া করতেন বলেই জানান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আসছে ত্রিকোণ প্রেমের গল্প কুসুম! কার কপাল পুড়ল নতুন মেগার আগমনে? কোহলি-অনুষ্কা কি পাকাপাকি ভাবে লন্ডনেই থাকবেন? খোলসা করলেন মাধুরী দীক্ষিতের বর অক্ষয় তৃতীয়ায় স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বর্ষণে পকেট ফুলবে বহু রাশির! লাকি ৩ কারা? কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের প্রতি সমবেদনা CAB-র! ইডেনে বন্ধ রইল চিরাচরিত রীতি পুকুর পাড়ের গাছ থেকে উদ্ধার বাবার দেহ, বাড়িতে মিলল ছেলের দেহ, চাঞ্চল্য বেলুড়ে রানার ইয়র্কারে ছক্কা, নারিনকে স্টেপ-আউটে ৬,ইডেনে তাণ্ডব IPL-র আবিস্কার প্রিয়াংশর পাকিস্তানে সিন্ধুর জল আটকাতে ত্রিস্তরীয় পরিকল্পনা ভারতের হিমাচল রাজভবনের ঐতিহাসিক টেবিল থেকে উধাও পাকিস্তানের পতাকা কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, বিস্ফোরণের পরেই ভয়ঙ্কর আগুন ধাপায়, তৎপর দমকল পাকিস্তানি সেনাপ্রধানের মুখ থেকে পড়ল ‘বিষ’! পহেলগাঁও হামলার পরেই স্পষ্ট সবটা?

Latest sports News in Bangla

মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দিপক টাংরির রবিবারই EPL জিততে পারে লিভারপুল! ক্লপের পর ইতিহাসে নাম লেখাতে পারবেন স্লট? Super Cup QF MBSG vs KBFC Live- কলিঙ্গে কেরল বধ মোহনবাগানের, সেমিতে সাহাল-দিপকরা দেশপ্রেম নিয়ে নীরজকে কটাক্ষ! সোনার ছেলের পাশে দাঁড়ালেন যোগেশ্বর দত্ত Super Cup 2025-এর অভিযান শুরুর আগে ভাঙাচোরা দলের কম্বিনেশন নিয়ে চিন্তায় MBSG কোচ পহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনার জেরে বিজয় উৎসব স্থগিত করল ডায়মন্ড হারবার এফসি ইস্টবেঙ্গলে জিতেছিলেন সুপার কাপ! ফের ট্রফি দখলে রাখতে মরিয়া এই স্প্যানিশ তারকা আর্শাদকে কেন আমন্ত্রণ? পহেলগাঁও হামলার পরই নীরজকে কটাক্ষ নেটিজেনদের! জবাব দিলেন শনিবার শুরু Super Cup-র কোয়ার্টার, কার বিরুদ্ধে কারা খেলবে? কোথায় লাইভ দেখবেন সুপার কাপে আলাদিনের হ্য়াটট্রিক! মহমেডানকে হাফ ডজন গোল দিল নর্থ ইস্ট ইউনাইটেড!

IPL 2025 News in Bangla

রানার ইয়র্কারে ছক্কা, নারিনকে স্টেপ-আউটে ৬,ইডেনে তাণ্ডব IPL-র আবিস্কার প্রিয়াংশর ‘কিসের প্রেম, কিসের বিয়ে! আমি ৩ বছর ধরে সিঙ্গল’! সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভমন! আমায় নকল করতে পারবে না…LSG-তে খেলা জম্মু-কাশ্মীরের তরুণকে কী বলতে চেয়েছেন রোহিত? কোহলির জন্য জল বওয়া থেকে, ছায়া হয়ে ঘোরা, মিমের বন্যাতেও ‘কুছ পরোয়া নেহি’ চিকারার জাদেজার স্ট্রাইকরেট নিরর্থক… CSK-এর ব্যাটিং এবং কৌশল নিয়ে প্রশ্ন তুললেন সেহওয়াগ ধোনি জানেন দল সঠিক ক্রিকেটার… মাহির পক্ষে দাঁড়িয়ে CSK-র রহস্য ফাঁস করলেন রায়না IPL 2025-এ ম্যাচের আগে হনুমানজির মূর্তি নিয়ে ঘুরছেন কোহলি, কেন জানেন? ভিডিয়ো: ২০ বছরের শেখ রশিদ মাঠের মধ্যে এমন ভুল করলেন যা দেখে রেগে গেলেন ধোনি ভিডিয়ো: কী রে হিরো, এখন আসছিস… নিজের স্টাইলে LSG-র শার্দুলকে খোঁচা দিলেন রোহিত গোড়াতেই গলদ! IPL 2025-এ CSK-এর ব্যর্থতার আসল কারণ জানালেন দলের কোচ ফ্লেমিং

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.