India vs New Zealand 1st T20I Live Score: ডেভন কনওয়ে ও ডারিল মিচেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ড বড় রানের ইনিংস গড়ে। পালটা ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারানোর মাশুল দিতে হয় ভারতকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় ভারত। এবার লড়াই টি-২০ সিরিজের। রাঁচিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে সম্মুখসমরে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জ ঘরের মাঠে আরও একটি টি-২০ সিরিজ জয়ের। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পান্ডিয়ার ভারত।
27 Jan 2023, 10:51:07 PM IST
ম্যাচের সেরা মিচেল
৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৯ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ডারিল মিচেল। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।
27 Jan 2023, 10:32:53 PM IST
২১ রানে হার ভারতের
নিউজিল্যান্ডের ৬ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত থামে ৯ উইকেটে ১৫৫ রানে। ২১ রানের ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। সেই সুবাদে তিন ম্যাচের টি-২০ সিরিজে তারা ১-০ এগিয়ে যায়।
27 Jan 2023, 10:27:29 PM IST
হাফ-সেঞ্চুরি করে আউট সুন্দর
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ওয়াশিংটন সুন্দর। ১৯.২ ওভারে ফার্গুসনকে ছক্কা মেরে অর্ধশতরানের গণ্ডি টপকান ওয়াশিংটন। ১৯.৫ ওভারে ফার্গুসনের বলে ডাফির হাতে ধরা পড়েন তিনি। ২৮ বলে ৫০ রান করেন সুন্দর। ভারত ১৫১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। তিনি ম্যাচের শেষ বলে চার মারেন।
27 Jan 2023, 10:25:48 PM IST
শেষ ওভারে ভারতের দরকার ৩৩ রান।
১৯তম ওভারে জেকব ডাফির প্রথম বলে ছক্কা মারেন সুন্দর। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন তিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ১৪৪ রান। জয়ের জন্য শেষ ওভারে ৩৩ রান দরকার টিম ইন্ডিয়ার। ২৩ বলে ৪৪ রান করেছেন সুন্দর। মেরেছেন ২টি ছক্কা ও ৫টি চার।
27 Jan 2023, 10:15:55 PM IST
কুলদীপকে ফেরালেন ফার্গুসন
১৭.১ ওভারে ফার্গুসনের বলে কনওয়ের দস্তানায় ধরা পড়েন কুলদীপ যাদব। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন কুলদীপ। ভারত ১২৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং। ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি ভারত। জয়ের জন্য ২ ওভারে ৫০ রান দরকার টিম ইন্ডিয়ার।
27 Jan 2023, 10:10:35 PM IST
রান-আউট মাভি
১৬.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন শিবম মাভি। ৩ বলে ২ রান করেন তিনি। ভারত ১১৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ওয়াশিংটন। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতের দরকার ৫০ রান। সুন্দর ১৮ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।
27 Jan 2023, 10:08:24 PM IST
হুডাকে ফেরালেন স্যান্টনার
১৫.৪ ওভারে স্যান্টনারের বলে দীপক হুডাকে স্টাম্প আউট করেন ডেভন কনওয়ে। ১০ বলে ১০ রান করেন হুডা। মারেন ১টি ছক্কা। ভারত ১১১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম মাভি। ১৬ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৫ রান।
27 Jan 2023, 10:02:40 PM IST
১০০ টপকাল ভারত
১৩.৫ ওভারে ফার্গুসনের বল হাওয়ায় ভাসিয়েও বেঁচে যান সুন্দর। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে ক্যাচ ধরতে পারেননি সোধি ও কনওয়ের মধ্যে মধ্যে কেউ। ১৪.২ ওভারে ব্রেসওয়েলের বলে হুডার ক্যাচ ছাড়েন চাপম্যান। ১৪.৪ ওভারে ছক্কা মারেন হুডা। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১১০ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৬৭ রান। ১২ বলে ১৬ রান করেছেন সুন্দর। মেরেছেন ২টি চার। ৭ বলে ১০ রান করেছেন হুডা।
27 Jan 2023, 09:53:01 PM IST
সাজঘরে হার্দিক
১২.২ ওভারে ব্রেসওয়েলের বল গগনে তুলে বসেন হার্দিক। ব্রেসওয়েল নিজেই ক্যাচ ধরেন। ২০ বলে ২১ রান করেন পান্ডিয়া। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৮৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।
27 Jan 2023, 09:49:19 PM IST
সাজঘরে ফিরলেন সূর্যকুমার
১১.৩ ওভারে ইশ সোধির বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন তিনি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন যাদব। ৩৪ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। ভারত ৮৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। হার্দিক পান্ডিয়া ২১ রানে ব্যাট করছেন।
27 Jan 2023, 09:40:03 PM IST
১০ ওভারে ১০৩ রান দরকার ভারতের
নবম ওভারে সোধির বলে জোড়া বাউন্ডারি মারেন সূর্যকুমার যাদব। দশম ওভারে টিকনারের বলে ২টি চার মারেন তিনি। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৩ রান দরকার তাদের। সূর্যকুমার ২৭ বলে ৩৯ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। ১৬ বলে ২০ রান করেছেন হার্দিক। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা।
27 Jan 2023, 09:29:31 PM IST
৫০ টপকাল ভারত
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। সপ্তম ওভারে ইশ সোধি ৬ রান খরচ করেন। অষ্টম ওভারে ব্রেসওয়েলের বলে ১টি ছক্কা মারেন হার্দিক। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫২ রান। সূর্যকুমার ১৮ বলে ১৯ রান করেছেন। হার্দিক ১৩ বলে ১৮ রান করেছেন।
27 Jan 2023, 09:22:30 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পঞ্চম ওভারে ফার্গুসনের বলে ১টি ছক্কা মারেন সূর্যকুমার। ১টি চার মারেন হার্দিক। ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনার কোনও রান খরচ করেননি। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৩ রান। সূর্যকুমার ১৩ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। হার্দিক ৬ বলে ৬ রান করেছেন। মেরেছেন ১টি চার।
27 Jan 2023, 09:09:12 PM IST
শুভমন গিল আউট
৩.১ ওভারে স্যান্টনারের বলে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৬ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৫ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ওভারের পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার। ৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২০ রান।
27 Jan 2023, 09:06:42 PM IST
ত্রিপাঠীকে ফেরালেব ডাফি
২.৪ ওভারে জেকব ডাফির বলে কনওয়ের দস্তানায় ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। ৬ বলে খেলেও খাতা খুলতে পারেননি রাহুল। ভারত ১১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫ রান।
27 Jan 2023, 08:59:48 PM IST
ইশানকে ফেরালেন ব্রেসওয়েল
১.৩ ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ। ৫ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। উল্লেখ্য, দ্বিতীয় ওভারের প্রথম বলেই চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।
27 Jan 2023, 08:56:12 PM IST
রান তাড়া শুরু ভারতের
শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। বোলিং শুরু করেন জেকব ডাফি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন গিল। শেষ বলে চার মারেন ইশান। প্রথম ওভারে ৫ রান ওঠে।
27 Jan 2023, 08:43:10 PM IST
ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল নিউজিল্যান্ড
শেষ ওভার অর্শদীপ সিংয়ের বলে ৩টি ছক্কা ও ১টি চার মারেন ডারিল মিচেল। ওভারে মোট ২৭ রান ওঠে। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৭৭ রান। ডারিল মিচেল ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। অর্শদীপ ৪ ওভারে ৫১ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। হার্দিক পান্ডিয়া ৩ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। দীপক হুডা ২ ওভারের ১৪ রান খরচ করেন। উমরান মালিক ১ ওভারে ১৬ কান উপহার দেন।
27 Jan 2023, 08:37:14 PM IST
হাফ-সেঞ্চুরি মিচেলের
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডারিল মিচেল। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের বলে পরপর ৩টি ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
27 Jan 2023, 08:34:35 PM IST
স্যান্টনারকে ফেরালেন মাভি
১৮.৬ ওভারে শিবম মাভির বলে রাহুল ত্রিপাঠীর হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। ৫ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। নিউজিল্যান্ড ১৪৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশ সোধি। মাভি ২ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
27 Jan 2023, 08:28:40 PM IST
রান-আউট ব্রেসওয়েল
পরপর সাফল্য পেল ভারত। ১৭.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মাইকেল ব্রেসওয়েল। ২ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৪০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্য়ান্টনার।
27 Jan 2023, 08:27:47 PM IST
কনওয়েকে ফেরালেন অর্শদীপ
১৭.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। নিউজিল্যান্ড ১৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইকেল ব্রেসওয়েল।
27 Jan 2023, 08:17:14 PM IST
হাফ-সেঞ্চুরি কনওয়ের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। কনওয়ে ৫০ ও মিচেল ১৭ রানে ব্যাট করছেন। ওয়াশিংটন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
27 Jan 2023, 08:16:03 PM IST
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় কনওয়ে
১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৭ রান। ডেভন কনওয়ে ২৯ বলে ৪৮ রান করেছেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১২ বলে ১৩ রান করেছেন ডারিল মিচেল। তিনি ২টি চার মেরেছেন। কুলদীপ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
27 Jan 2023, 08:02:16 PM IST
ফিলিপসকে ফেরালেন কুলদীপ
১১তম ওভারে কুলদীপ ৭ রান খরচ করেন। ১টি চার মারেন কনওয়ে। ১২তম ওভারে দীপক হুডা ১০ রান খরচ করেন। ১টি চার মারেন ফিলিপস ও ১টি চার মারেন কনওয়ে। ১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। ১টি চার মারেন কনওয়ে। ১২.৫ ওভারে কুলদীপের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ২২ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার। নিউজিল্যান্ড ১০৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। কুলদীপ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
27 Jan 2023, 07:52:01 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৯ রান। ১৯ বলে ৩১ রান করেছেন ডেভন কনওয়ে। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ৯ রান করেছেন ফিলিপস।
27 Jan 2023, 07:45:22 PM IST
খরুচে শুরু উমরানের
অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন উমরান মালিক। ২টি চার ও ১টি ছক্কা মারেন কনওয়ে। ওভারে মোট ১৬ রান ওঠে। নবম ওভারে মাত্র ৩ রান খরচ করেন কুলদীপ যাদব। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৩ রান।
27 Jan 2023, 07:37:02 PM IST
৫০ টপকাল নিউজিল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে। সপ্তম ওভারে তারা দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৪ রান। কনওয়ে ১২ ও ফিলিপস ৪ রান করেছেন।
27 Jan 2023, 07:31:06 PM IST
চাপম্যানকে ফেরালেন সুন্দর
৪.৬ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্ক চাপম্যান। ৪ বলে খেলেও খাতা খুলতে পারেননি চাপম্যান। নিউজিল্যান্ড ৪৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। সুন্দর ২ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
27 Jan 2023, 07:27:40 PM IST
অ্যালেনকে ফেরালেন ওয়াশিংটন
ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে মাত্র ৩ রান খরচ করেছিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে পুনরায় বল করতে এসে ফিন অ্যালেনকে আউট করেন সুন্দর। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা মারেন অ্যালেন। ৪.২ ওভারে ওয়াশিংটনের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন তিনি। ২৩ বলে ৩৫ রান করেন অ্যালেন। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। নিউজিল্যান্ড ৪৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক চাপম্যান।
27 Jan 2023, 07:25:00 PM IST
জমাট ভিত নিউজিল্যান্ডের
৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। ২১ বলে ২৯ রান করেছেন ফিন অ্যালেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩ বলে ৫ রান করেছেন ডেভন কনওয়ে।
27 Jan 2023, 07:15:46 PM IST
দাপুটে শুরু নিউজিল্যান্ডের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তাঁর ওভারে ১টি চার মারেন অ্যালেন ও ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ১০ বলে ১৬ রান করেছেন ফিন। ২ বলে ৪ রান করেছেন কনওয়ে।
27 Jan 2023, 07:06:02 PM IST
অ্যালেনের জোড়া বাউন্ডারিতে লড়াই শুরু
ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ফিন অ্যালেন। বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন অ্যালেন। প্রথম ওভারে ১২ রান ওঠে। ৬ বলে ১১ রান করেছেন ফিন।
ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্স দিয়ে জাতীয় টি-২০ স্কোয়াডে কামব্যাক করেন পৃথ্বী শ। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামার সুযোগ হল না তাঁর। ভারত রাঁচিতে রিজার্ভ বেঞ্চে রাখে যুজবেন্দ্র চাহাল, জিতেশ শর্মা ও মুকেশ কুমারকেও।
27 Jan 2023, 06:33:36 PM IST
টস জিতলেন হার্দিক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সুতরাং, রাঁচিতে টস জিতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
27 Jan 2023, 06:25:11 PM IST
ভারতের টি-২০ স্কোয়াড
হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব (ভাইস ক্যাপ্টেন), অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, ইশান কিষাণ (উইকেটকিপার), কুলদীপ যাদব, মুকেশ কুমার, জিতেশ শর্মা (উইকেটকিপার), পৃথ্বী শ, শিবম মাভি, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর। রুতুরাজ পরে চোটের জন্য সিরিজ থেকে ছিকটে যান।
27 Jan 2023, 05:45:18 PM IST
শেফালিরা পেরেছেন, চ্যালেঞ্জ হার্দিকদের সামনে
শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০'র লড়াই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। রাঁচিতে ম্যাচ জিতে পান্ডিয়ারা সিরিজে লিড নিতে পারেন কিনা, সেটাই হবে দেখার।